হায়দরাবাদ: ফি বছরের মতো এই বছরও টেক জায়ান্ট ও সার্চ ইঞ্জিন গুগল ঘোষণা করেছে তাদের Google I/O 2025 ইভেন্টের দিন ৷ এটি সংস্থার নিজস্ব ডেভেলপিং সিস্টেম বৈঠক ৷ আগামী 20 ও 21 মে 2025-এর অনুষ্ঠিত হতে চলেছে এই ইভেন্ট ৷ প্রতিবছর অনুষ্ঠিত এই ডেভেলপিং ইভেন্টে গুগল তাদের ডেভেলপিং সফটওয়্যার ও অ্যান্ড্রয়েডের আপডেটেড ভার্সন লঞ্চ করে ৷ আগামিদিনে কোন কোন প্রযুক্তি আনতে পারে সে সবই হবে আলোচনার বিষয় ৷
Google I/O 2025 ইভেন্টে কি থাকতে পারে ??
টেক জায়ান্ট ও সার্চ ইঞ্জিন গুগলের এই অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ অর্থাৎ অ্যান্ড্রয়েড 16 প্রকাশ করা হবে ৷ গুগল Wear OS 6 সিস্টেম প্রকাশ হবে এই ইভেন্টে । এছাড়াও গুগল ম্যাপস, জেমিনি এআই অ্যাপস এবং গুগল ওয়ার্কস্পেস-সহ আরও একাধিক অ্যাপ ও নতুন ফিচার চালু করা হবে । এছাড়াও, গুগল XR হেডসেট এবং চশমার জন্য অপারেটিং সিস্টেম আসতে পারে এই ইভেন্টে ৷ আসন্ন গুগল ইভেন্টে নতুন অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা যাবে ৷
ইতিমধ্যেই ইভেন্টের হোমপেজে জেমিনি ওপেন মডেল, গুগল এআই স্টুডিও এবং নোটবুকএলএম-এর কথা তুলে ধরা হয়েছে। এর স্পষ্ট অর্থ হল গুগল তার আসন্ন ইভেন্টে এই সমস্ত ফিচার চালু করতে চলেছে। পাশাপাশি, ক্লাউড সম্পর্কিত বড় আপডেটও থাকবে ।
Google I/O 2025 ইভেন্টের দিন, সময় এবং তারিখ
গুগলের এই বিশেষ অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে । গুগলের সিইও সুন্দর পিচাই উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে ৷ ভারতীয় সময় অনুযায়ী 20মে রাত 10টা 30 মিনিটে শুরু হবে। গুগল তাদের ব্লগ পোস্টে নিশ্চিত করেছে, যে দু’দিনই ডেভেলপিং সফটওয়্যার ও তাদের অন্য়ান্য পণ্যের হাইলাইটগুলি দেখাবে । এই বছরের ইভেন্টে এআই বৈশিষ্ট্যের উপর জোর দেবে গুগল ৷ কোম্পানিটি তাদের এআই চ্যাটবট জেমিনিতে বেশ কিছু নতুন ফিচার আপডেট করেছে ৷ গুগল নতুন AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একাধিক পণ্য এই অনুষ্ঠানে প্রকাশ করা হবে।
মাইক্রোসফট ইভেন্ট
এই ইভেন্টে গুগল কোনও নতুন হার্ডওয়্যার ঘোষণা করবে কিনা তা এখনও জানা যায়নি ৷ তবে আগামী সপ্তাহে গুগল বেশ কিছু নতুন দ্রব্য বাজারে আনতে পারে ৷ উল্লেখ্য, Google I/O 2025 ইভেন্টের আগেরদিনই অর্থাৎ 19 এবং 20 মে, মাইক্রোসফ্ট বিল্ড কনফারেন্স ইভেন্ট আয়োজন করবে ৷ যেখানে মাইক্রোসফ্ট কোপাইলট প্লাসের আপডেটগুলি প্রকাশ্যে আনবে ৷ বিশ্বের এই দুই বৃহৎ প্রযুক্তি জায়ান্ট 19 থেকে 21 মে-র মধ্যে কী নতুন প্রযুক্তির আনছে সেটাই দেখার বিষয়।
AI ব্যবহারে বাড়ছে সাইবার অপরাধের সম্ভবনা, হুঁশিয়ারি বিশেষজ্ঞদের