কলকাতা, 13 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার মধ্যেই আজ বেশ কয়েকদিন বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা ৷ বৃহস্পতিবার থেকে 4 দিন অর্থাৎ 16 ফেব্রুয়ারি পর্যন্ত এবং তারপর 20 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। আগেই এই পাওয়ার ব্লকের কথা জানানো হয়েছিল কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে। তবে, পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এবং যাত্রীদের চাপ কম করতে পর্যাপ্ত সরকারি বাস দেওয়া হচ্ছে ৷ ফেরি পরিষেবাও থাকছে সচল ৷
ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত ট্র্যাক পাতা এবং সুড়ঙ্গের কাজ শেষ হয়েছে। তবে পরিষেবা শুরু করতে হলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হল স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা বা Communication Based Train Control (CBTC) System পরীক্ষা ৷ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত সিগন্যালিংয়ের সমন্বয়। প্রথমে এই কাজের জন্য নির্মাণকারী সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে দেড় মাস যে পাওয়ার ব্লক থাকবে তা জানানো হয়েছিল ৷
তবে দেড় মাস গ্রিন লাইন বন্ধ থাকলে যাত্রীদের হয়রানি শেষ থাকবে না ৷ তাই সমস্ত দিক বিবেচনা করে দু'ক্ষেপে সবমিলিয়ে 8 দিনের পাওয়ার ব্লক নিয়ে এই কাজ সম্পন্ন করার অনুমতি দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সেই মতো আজ, 13 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি এবং 20 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি মোট 8 দিন সম্পূর্ণ বন্ধ থাকবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা।
প্রসঙ্গত, সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রতিদিন যাতায়াত করেন প্রায় 80 হাজার থেকে 1 লক্ষ যাত্রী। আর এই সময় রাজ্যে চলছে মাধ্যমিক পরীক্ষা। তাই স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হবে নিত্য যাত্রীদের। তবে, পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এবং যাত্রীদের চাপ কম করতে যেমন পর্যাপ্ত সরকারি বাস দেওয়া হচ্ছে তেমনই বেসরকারি বাসের পরিষেবা যাতে ঠিক থাকে সেই বিষয়ও আগেই বাস মালিকদের সচেতন করছে পরিবহণ দফতর।
ওয়েস্ট বেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু জানিয়েছেন, পরিবহণ দফতরের আবেদন মতো এবং যাত্রী ও পরীক্ষার্থীদের সুবিধার জন্য এই রুটে বেসরকারি বাসের ট্রিপ বাড়ানো হচ্ছে আজ থেকে। পাশাপাশি বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানিয়েছেন, একদিকে যেমন বাসের ট্রিপ বাড়ানোর হচ্ছে অন্যদিকে, হাওড়া ও সল্টলেকে বেসরকারি বাস মালিকদের পক্ষ থেকে পুরো ব্যবস্থার উপর নজরদারি চালাতে সহায়কদের দল মোতায়ন রাখা হবে।
তিনি আরও জানান, তারাই পরিবহণ আধিকারিকদের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করবে ৷ যাতে কোনও রুটে বাসের সংখ্যা কম থাকে তাহলে রিজার্ভে রাখা বাস নামিয়ে কিংবা বিকল্প উপায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া যায়। জলপথে পরিবহণ যাতে আজ থেকে মেট্রো বন্ধ থাকার দিনগুলিতে সচল থাকে তাই ফেরি পরিষেবা নিয়মিত রাখার দিকে নজর দেওয়া হবে ৷ প্রয়োজনে পরিষেবার সংখ্যা বাড়ানো যায় সেই বিষয়ও আলোচনা করেন পরিবহণ সচিব। এছাড়াও উল্টোডাঙ্গা থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং নিউটাউন এবং হাওড়া ও শিয়ালদার মধ্যে শাটল গাড়ির সংখ্যা বাড়ানো হবে।
গত বছরের তুলনায় এবার মেট্রোয় প্রায় 16 শতাংশ যাত্রী বৃদ্ধি, লাভের মুখ দেখল কি ?