ETV Bharat / state

ফল দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার প্রৌঢ় - MINOR GIRL RAPE

মুর্শিদাবাদে ফের নাবালিকা ধর্ষণ ৷ ফল দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নাবালিকাকে ধর্ষণ অভিযোগে গ্রেফতার প্রৌঢ়।

MINOR GIRL RAPE
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 12 hours ago

জঙ্গিপুর, 25 ডিসেম্বর: ফের মুর্শিদাবাদে নাবালিকা ধর্ষণ ৷ ফল দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নাবালিকাকে ধর্ষণ অভিযোগে গ্রেফতার প্রৌঢ়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷

ফরাক্কার পর রঘুনাথগঞ্জ ৷ এবারও 9 বছরের এক শিশুকন্যাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ ৷ গ্রেফতার 56 বছরের এক প্রৌঢ়। মঙ্গলবার বিকেলে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এলাকায়। অভিযোগ পাওয়ার পরই এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

নির্যাতিতা শিশুকন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরা। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, "অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ হেফাজতে নিতে তদন্ত করা হবে।"

মাসকয়েক আগে ফরাক্কার নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে ফাঁসির সাজা দিয়েছেন বিচারক। ধর্ষণে সহযোগীর যাবজ্জীবন সাজা হয়েছে ৷ সেবারও ঘটনায় অভিযুক্তদের কঠোর সাজার দাবিতে পথে নেমেছিলেন মহিলারা। থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছিল। প্রতিবাদ আন্দোলনের দ্রুত বিচারও মেলে। সেই ঘটনার রেশ কাটতে না-কাটতে ফের মুর্শিদাবাদের নাবালিক ধর্ষণেকর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই নাবালিকার একটি হাত ভেঙেছিল। ঘটনার একদিন আগে সেই প্লাস্টার খোলে ৷ পরিবারের দাবি, মঙ্গলবার নির্যাতিতা বাড়ির পাশে খেলছিল। প্রতিবেশী অভিযুক্ত ওই নাবালিকাকে গাছ থেকে ফল পেড়ে দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানেই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে প্রথমে কাউকে কিছু জানাতে চায়নি সে। পরে মায়ের কাছে সব খুলে বলে ৷ রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। বুধবার অভিযুক্তকে আদালতে তোলা হয়। এবারও ঘটনায় কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষ।

জঙ্গিপুর, 25 ডিসেম্বর: ফের মুর্শিদাবাদে নাবালিকা ধর্ষণ ৷ ফল দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নাবালিকাকে ধর্ষণ অভিযোগে গ্রেফতার প্রৌঢ়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷

ফরাক্কার পর রঘুনাথগঞ্জ ৷ এবারও 9 বছরের এক শিশুকন্যাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ ৷ গ্রেফতার 56 বছরের এক প্রৌঢ়। মঙ্গলবার বিকেলে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এলাকায়। অভিযোগ পাওয়ার পরই এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

নির্যাতিতা শিশুকন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরা। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, "অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ হেফাজতে নিতে তদন্ত করা হবে।"

মাসকয়েক আগে ফরাক্কার নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে ফাঁসির সাজা দিয়েছেন বিচারক। ধর্ষণে সহযোগীর যাবজ্জীবন সাজা হয়েছে ৷ সেবারও ঘটনায় অভিযুক্তদের কঠোর সাজার দাবিতে পথে নেমেছিলেন মহিলারা। থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছিল। প্রতিবাদ আন্দোলনের দ্রুত বিচারও মেলে। সেই ঘটনার রেশ কাটতে না-কাটতে ফের মুর্শিদাবাদের নাবালিক ধর্ষণেকর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই নাবালিকার একটি হাত ভেঙেছিল। ঘটনার একদিন আগে সেই প্লাস্টার খোলে ৷ পরিবারের দাবি, মঙ্গলবার নির্যাতিতা বাড়ির পাশে খেলছিল। প্রতিবেশী অভিযুক্ত ওই নাবালিকাকে গাছ থেকে ফল পেড়ে দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানেই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে প্রথমে কাউকে কিছু জানাতে চায়নি সে। পরে মায়ের কাছে সব খুলে বলে ৷ রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। বুধবার অভিযুক্তকে আদালতে তোলা হয়। এবারও ঘটনায় কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.