কলকাতা, 30 জানুয়ারি: পরমব্রত চট্টোপাধ্যায়ের তৈরি 'এই রাত তোমার আমার' কেমন হয়েছে, সেই প্রশ্নের উত্তর দর্শক দিয়ে দিয়েছে ছবির স্পেশাল স্ক্রিনিং-এ । দর্শকাসন বিশেষ মানুষদের জন্য বরাদ্দ হলেও আদতে তাঁরা তো দর্শকই । চোখের জল বাঁধ মানেনি ঋদ্ধিমা ঘোষের । অঝোরে কেঁদেছেন মুনমুন সেন ।
31 জানুয়ারি ছবির শুভমুক্তি হলেও বৃহস্পতিবার পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবির স্পেশাল স্ক্রিনিং দেখতে শহরের এক মাল্টিপ্লেক্সে হাজির ছিলেন দেব, মুনমুন সেন, বিশ্বনাথ বসু থেকে ইশা সাহা, ঋদ্ধিমা ঘোষ, শোলাঙ্কি রায়, পার্ণো মিত্র, অনির্বাণ চক্রবর্তী, লহমা ভট্টাচার্য, সন্দীপ্তা সেন, পিয়া চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে ।
এক ষাট থেকে সত্তর বছর বয়সের মধ্যে অবস্থানকারী দম্পতির 50 বছরের বিবাহ বার্ষিকীর একটা রাতের গল্প বলে এই ছবি । কেন্দ্রীয় চরিত্র অমর এবং জয়ার ভূমিকায় দেখা গিয়েছে অপর্ণা সেন এবং অঞ্জন দত্তকে । কী অপূর্ব রসায়ন ৷ কী অপূর্ব একের পাশে অপরের উপস্থিতি । আচ্ছা, ওটা অভিনয় ? দেখতে দেখতে এটাই মনে হবে আম দর্শকের, এ কথা বাজি রেখে বলা যায় ।
কাঁচা পাকা চুল, চোখে চশমা, কপালে ঝলমলে লাল টিপ, ঠোঁটের কোণে আদর মাখা হাসি । ঠিক যেন আমাদের মা । ঠিক যেমনভাবে আমরা আমাদের মাকে দেখতে চাই, ঠিক তেমনভাবেই অপর্ণা সেনকে দেখা গিয়েছে এখানে ।
অঞ্জন দত্তও খুব সাধারণ । তাঁরও মাথা ভরা সাদা চুল । চোখে অতি সাধারণ চশমা । পরনে সাদামাটা শার্ট, ঢোলা সোয়েটার । এক লহমায় মনে হবে পৃথিবীর সব আবদার তাঁর কাছে করা যায় । সন্তানের আবদার মানতে সে প্রস্তুত । সঙ্গীকে আগলে রাখার পরীক্ষায় সে একশোয় 100 ।
এই ছবি বন্ধুত্বের, প্রেমের, ভরসার, ভালোবাসার, বার্ধক্যের অবলম্বনের ।