পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'অন্যায় যে করে আর অন্যায় যে সহে...', ধর্ষণ হুমকিতে এফআইআর দায়ের মিমির - Mimi Chakraborty on Rape Threat - MIMI CHAKRABORTY ON RAPE THREAT

Kolkata Rape and Murder Case: সোশাল মিডিয়ায় তাঁকে দেওয়া হয়েছে ধর্ষণের হুমকি৷ তাতে ভয় পেয়ে দরজায় খিল আটকে বসে থাকার মানুষ যে তিনি নন, আরও একবার বোঝালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে দায়ের করলেন এফআইআর ৷

Kolkata Rape and Murder Case
প্রতিবাদে ফের গর্জে উঠলেন মিমি (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 22, 2024, 2:54 PM IST

Updated : Aug 22, 2024, 3:21 PM IST

হায়দরাবাদ, 22 অগস্ট: সোশাল মিডিয়ায় ধর্ষণের হুমকি পেলেও তিনি যে দমে যাওয়ার পাত্রী নন, আরও একবার প্রমাণ করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷ ফের একবার সামাজিক মাধ্যমে 'কাপুরুষ'দের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ ৷ পাশাপাশি, সাইবার ক্রাইমে এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী ৷

বৃহস্পতিবার অভিনেত্রী তাঁকে ধর্ষণের হুমকি ঘটনার আপডেট দেন এক্স হ্যান্ডেলে ৷ সেখানে তিনি লেখেন, "সাইবার ক্রাইম বিভাগের সাহায্যে এফআইআর দায়ের করা হয়েছে ৷ যে অ্যাকাউন্ট থেকে নোংরা মন্তব্য করা হয়েছিল তা ডি-অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে সারাজীবনের মতো ৷ পুলিশ দুজন অভিযুক্তকে খোঁজার চেষ্টা চালাচ্ছে ৷ ইতিমধ্যেই সেই সব কমেন্টও মুছে দেওয়া হয়েছে ৷ "

এরপর অভিনেত্রী লেখেন, "আমি সকলের কাছে অনুরোধ জানাব, যাঁরা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন সামনে এগিয়ে আসুন ৷ নিজের প্রতিবাদের স্বর তুলুন ৷ অন্যায় যে করে আর অন্যায় যে সহে ..তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।" উল্লেখ্য, ধর্ষণের হুমকি পাওয়ার পর দমে যাননি মিমি ৷ অভিনেত্রী ইন্সটাগ্রাম ওয়ালে ভক্তিমূলক বক্তা (Devotional speaker) জয়া কিশোরীর একটি ভিডিয়ো শেয়ার করেন ৷

তারপর তিনি পোস্টে লেখেন, "আমাকে খারাপ কথা বলে কোনও লাভ হবে না কাপুরুষরা ৷ আমাকে ভয় দেখিয়ে আটকানো যাবে না ৷ আমি জন্ম থেকেই ভীতিহীন ৷ তাই মেয়েরা, বোনেরা এই লড়াই আমাদের সকলের, যাঁরা অন্যয়া করেছে তাঁদের বিরুদ্ধে ৷ যাঁরা মনে করেছে আমাদের থেকে শক্তিশালী তাঁদের বিরুদ্ধে আমাদের লড়াই ৷ তোমাদের লজ্জা করা উচিত ৷ তোমাদের যেভাবে মানুষ করা হয়েছে তা দেখে লজ্জা হচ্ছে ৷ তোমাদের অস্তিত্ব নিয়ে লজ্জা করা উচিত ৷ আমাদের প্রতিবাদের স্বর রুদ্ধ করা যাবে না ৷"

আরজে প্রবীণ ভক্তিমূলক বক্তা জয়া কিশোরীর এক সাক্ষাৎকার সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ সেই পোস্ট শেয়ার করেন মিমি ৷ ভিডিয়োতে জয়া কিশোরী বলেন, "মেয়েদের বাঁচানোর কথা পরে বলব, আগে ছেলে সন্তানদের শিক্ষিত করা উচিত ৷ ধর্ষণের মতো ঘটনা ঘটার পরেও প্রশ্নের আঙুল ওঠে মেয়েদের দিকে ৷ মেয়েদের পোশাক, কোথায় ছিল, কত রাতে ছিল এই প্রশ্ন ওঠে যা অনুচিত ৷" সেই ভিডিয়ো শেয়ার করে নিজের প্রতিবাদের স্বর উঁচুতে রাখলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷

সোশাল মিডিয়ায় দু'দিন আগেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয় ৷ ইতিমধ্যেই সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন মিমি ৷ সেখানে তাঁকে 10 লাখর বিনিময়ে নোংরা-কুৎসিত মন্তব্য করা হয় ৷ তারপরেও ভয় পেয়ে চুপ থাকেননি মিমি ৷ বরং তিনি বুঝিয়ে দিয়েছেন, এই ধরনের হুমকিতে তিনি ভয় পাওয়ার মানুষ নন ৷

'বয়স কম, শুধু জানে অন্যায় হলে প্রতিবাদ করতে হয়'- অভিনব শিক্ষা দিচ্ছেন তারকা সন্তানের বাবা-মায়েরা

Last Updated : Aug 22, 2024, 3:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details