লস অ্যাঞ্জেলস, 10 জানুয়ারি: ভয়াবহ দাবানলের গ্রাসে লস অ্যাঞ্জেলসের একাধিক এলাকা ৷ প্রায় 80 হাজার মানুষকে এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে ৷ যার মধ্যে রয়েছেন হলিউডের অনেক নামীদামি তারকাও ৷ লেইটন মিস্টার, অ্যাডাম ব্রডি, আনা ফারিস, রিকি লেক, ক্যারি এলওয়েস, ক্যামেরন ম্যাথিসন, স্পেন্সার প্র্যাট এবং হাইডি মন্টাগের মতো তারকারা হারিয়েছেন তাঁদের বাড়ি ৷ মারিও লোপেজ, মলি সিমস, কিড কুডি এবং বেবে রেক্সার মতো তারকাদেরও আগুন ছড়িয়ে পড়ার কারণে ঘর ছেড়ে যেতে হয়েছে নিরাপদ স্থানে ৷
মঙ্গলবার, 7 জানুয়ারী প্যাসিফিক প্যালিসেডসে প্রথম আগুন লাগে ৷ প্যাসিফিক প্যালিসেডসের বাসিন্দা মারিয়া শ্রীভার ইনস্টাগ্রামে লিখেছেন, "হৃদয়বিদারক, ধ্বংসাত্মক, বিশ্বাস করতে পারছি না ৷ সবকিছু শেষ। আমাদের পাড়া, আমাদের রেস্তোরাঁ। আমাদের বন্ধুরা সবকিছু হারিয়েছে।" আগুনের গ্রাসে নিঃস্ব হওয়ার পর ভয়ানক অভিজ্ঞতার কথা সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন একাধিক তারকা ৷
মিলো ভেন্টিমিগ্লিয়া
'ল্যান্ড অফ ব্যাড', 'দ্য আর্ট অফ রেসিং ইন দ্য রেইন', 'স্টে অ্যালাইভ' খ্যাত তারকার ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ তিনি এক সংবাদমাধ্যমের সঙ্গে ঘটনাস্থলে যান ৷ তিনি জানান, তিনি এবং তাঁর নয়মাসের অন্তসত্বা স্ত্রী সিকিউরিটি ক্যামেরায় দেখেন কীভাবে তাঁদের সাধের ঘর নিমেষে পুড়ে ছাই হয়ে গেল ৷
ব্রায়ান গ্রিনবার্গ এবং জেমি চুং
ব্রায়ান গ্রিনবার্গ এবং জেমি চুং আগুনে তাঁদের বাড়ি হারিয়েছেন। ইন্সটাগ্রামে বাড়ির ধ্বংসস্তুপের ছবি শেয়ার করে লেখেন, "এটা খারাপ একটা স্বপ্ন ছিল ৷ আমাদের পরিবার নিরাপদে রয়েছে ৷ জীবনের ঝুঁকি নিয়ে যে সকল অগ্নিনির্বাপক কর্মীরা নিরলস কাজ করেছেন তাঁদের ধন্যবাদ। নিরাপদে থাকুন।"
ইউজিন লেভি
78৮ বছর বয়সী 'শিটস ক্রিক' তারকা ইউজিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগুন লাগার পর বাড়ির চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল ৷ তিনি বাড়ির মধ্যে আটকে পড়েছিলেন ৷ অভিনেতার ছেলে ড্যান লেভি ইনস্টাগ্রাম স্টোরিজে একটি ছবি পোস্ট করেছেন ৷ তিনি লিখেছেন, " ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত আমার পরিবার, আমার বন্ধুবান্ধব ৷" এই আগুনে অভিনেতার বাড়িও পুড়ে ছারখার হয়ে গিয়েছে ৷
মাইলস টেলার এবং কেলি টেলার