পশ্চিমবঙ্গ

west bengal

তীব্র কটাক্ষের শিকার! তার মাঝেই 'পাপমুক্ত' সমাজের দাবি ডোনার - Dona Ganguly Dance Show

By ETV Bharat Entertainment Team

Published : 4 hours ago

Dona Ganguly on Mahalaya Show: তাঁর মন্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় সোশাল মিডিয়ায় ৷ তখন তিনি শিল্পের মাধ্যমেই প্রতিবাদের সুর তুলে ধরতে প্রস্তুত ৷ সুস্থ সমাজ গড়ার বার্তা দিতে তৈরি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও তার টিম ৷

Dona Ganguly
'দুর্গতিনাশিনী' শোয়ের প্রস্তুতিতে ডোনা ও তাঁর টিম (ইটিভি ভারত)

কলকাতা, 20 সেপ্টেম্বর: আরজি কর আবহে সমাজকে ইতিবাচক পথ দেখাতে ব্যস্ত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের 'দুর্গতিনাশিনী' টিম ৷ মা মহামায়ার শুভ আগমনে সমাজের সকল কলুষিত বিষয়কে বিনাশ করার প্রতিজ্ঞা অন্যভাবে নিলেন শিল্পী ডোনা ৷ 22 সেপ্টেম্বর সন্ধে 6টায় রবীন্দ্র সদনে মঞ্চস্থ হবে 'দীক্ষামঞ্জরী'র নিজস্ব নিবেদন 'দুর্গতিনাশিনী'।

মহালয়ার আগেই তাই চরম ব্যস্ততা 'দীক্ষামঞ্জরী' অন্দরে ৷ সেখানে ইটিভি ভারত ঢুঁ মারতেই নজরে এল, নানা বয়সী শিল্পীদের নৃত্যের মহড়া। প্রায় দু' সপ্তাহ ধরে চলছে এই প্র্যাকটিস ৷ ছাত্রছাত্রীদের নিয়ে মহড়ায় ব্যস্ত ডোনা। সাম্প্রতিক কালে তাঁর দিকে ধেয়ে আসা সাধারণের তীর্যক মন্তব্যকে গায়ে না মেখে শিল্প রচনায় ব্যস্ত ডোনা।

'দীক্ষামঞ্জরী'র সঙ্গে ডোনা (ইটিভি ভারত)

এদিন শিল্পী ইটিভি ভারতকে বলেন, "আমরা নৃত্যশিল্পী তাই নাচের মাধ্যমে ভগবানের কাছে একটা পাপমুক্ত সমাজ কামনা করছি। তাই এই উদ্যোগ। উৎসবে মেতে ওঠা নিয়ে যে যার নিজের মতামত জানাচ্ছে। এই নিয়ে আমার কিছু বলার নেই। তবে আমি বলব, ভগবানের কাছে আমরা কোনও বিশেষ দিনে প্রার্থনা করি না। সবসময়ই করি।দীক্ষামঞ্জরী সেই প্রার্থনা নাচ গানের মাধ্যমে করছে।"

ডোনা গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক একটি মন্তব্য ঘিরে তোলপাড় নেটপাড়া। সেই প্রসঙ্গ তুললে এদিন কার্যত এড়িয়ে যান তিনি। বলেন, "এই নিয়ে আমার আর কিছু বক্তব্য নেই। একটা সুস্থ সমাজ চাই। যেখানে সবকিছু ইতিবাচক ৷ নেতিবাচকতার স্থান নেই। ব্যস এটুকুই।" শিল্পী এটুকু মন্তব্যেই তাঁর ইঙ্গিত স্পষ্ট করলেন ৷ প্রসঙ্গত, গুরু কেলুচরণ মহাপাত্রের কাছ থেকে নাচের শিক্ষা ডোনা গঙ্গোপাধ্যায়ের। ওড়িশি নৃত্যের ধারাকে মাথায় রেখেই নৃত্য পরিকল্পনা করা হয়েছে এই অনুষ্ঠানে। দুর্গার ভূমিকায় থাকছেন ডোনা স্বয়ং, মহিষাসুরের ভূমিকায় রঘুনাথ দাস, ভাষ্য ও স্তোত্র পাঠে কেতন সেনগুপ্ত ।

ABOUT THE AUTHOR

...view details