নয়াদিল্লি, 20 সেপ্টেম্বর: দুই দেশের সম্পর্ক জোরদারের ক্ষেত্রেও এবার হাতিয়ার দুর্গা পুজো ৷ আয়ারল্যান্ড এবং ভারত দুই দেশ 75 বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন করছে ৷ আর সেই সম্পর্ককে আরও দৃঢ় করতে এবার দুর্গোৎসবের আয়োজন করতে চলেছে দিল্লির আয়ারল্যান্ড দূতাবাস ৷
দূতাবাস সূত্রে খবর, দুই দেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং শৈল্পিক রীতিকে মান্যতা দিয়েই হবে এই দুর্গা পুজো ৷ অর্থাৎ মূর্তি থেকে শুরু করে মণ্ডপ এবং ভাবনা, সব ক্ষেত্রেই থাকবে আয়ারল্যান্ড এবং ভারতের শৈল্পিক ঐতিহ্য ৷ ভারতে আয়ারল্যান্ডের দূতাবাসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "যেহেতু আয়ারল্যান্ড এবং ভারত 75 বছর কূটনৈতিক সম্পর্কের উদযাপন করছে, দুই দেশ বাণিজ্য, শিক্ষা এবং সংস্কৃতি-সহ একাধিক সেক্টরে তাদের সম্পর্ককে আরও জোরদার করতে চায় ৷ এই মাইলফলকটিকে স্মরণিয় রাখতে, নয়াদিল্লিতে আয়ারল্যান্ডের দূতাবাস দুর্গাপুজোর ঘোষণা করতে পেরে গর্বিত ৷ কলকাতার আইকনিক দুর্গা পুজো উৎসবের সময় সাংস্কৃতিক সহযোগিতা, যেখানে আইরিশ এবং ভারতীয় শিল্পীরা যৌথভাবে বেহালা নূতন দলে সেই মর্মে দর্শনীয় মণ্ডপও তৈরি করছে ৷ উভয় দেশের শৈল্পিক ঐতিহ্য মিশিয়েই তৈরি হচ্ছে সেই প্য়ান্ডেল ৷"
ভারতে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি বলেন, "আয়ারল্যান্ড এবং ভারত দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করতে চায় ৷ আমাদের জনগণ শিক্ষা, সংস্কৃতি এবং মূল্যবোধের মাধ্যমে একে অপরের সঙ্গে জড়িত ৷ আমরা দুই দেশই 75 বছরের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর ৷" আর সেই মর্মেই দুই দেশের ঐতিহ্য এবং পরম্পরা মেনে দুর্গোৎসবের আয়োজন ৷ এক্ষেত্রে যেমন দুর্গা থাকছেন তেমনই থাকছে আইরিশ দেবী দনুও ৷ জানা গিয়েছে সেই দেবী দনুর আদলেই তৈরি হবে দুর্গা মূর্তি ৷