পটনা, 18 জানুয়ারি: পরীক্ষার্থীদের আর্জিতে সাড়া দিয়ে বিক্ষোভস্থলে গেলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ শনিবার তিনি তাঁর কর্মসূচি বাতিল করে বিহারের গরদানি বাঘ এলাকায় গিয়ে বিপিএসসি বাতিলের দাবিতে আন্দোলনকারী পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করেন ৷ প্রায় একমাস ধরে এখানে বিক্ষোভ অবস্থান করছেন পড়ুয়ারা ৷
সেখানে গিয়ে বিক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান রায়বরেলির সাংসদ রাহুল গান্ধি ৷ এদিন বিক্ষুব্ধ ছাত্রদের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে হোটেলে গিয়ে কথা বলে ৷ তাঁরা তাকে বিক্ষোভস্থলে আসার জন্য আর্জি জানান ৷ সেই কথা রাখেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷
पटना में गर्दनीबाग धरनास्थल जाकर आंदोलन कर रहे छात्रों से मुलाक़ात की। उन्होंने बताया कि किस तरह BPSC अन्याय कर रही है और बिहार सरकार लाठी डंडे की चोट दे रही है।
— Rahul Gandhi (@RahulGandhi) January 18, 2025
मोदी जी कहते हैं कि बिहार में डबल इंजन वाली सरकार है। लेकिन फेल हो चुके इस इंजन से ग़रीब मेहनती छात्रों के सपनों को… pic.twitter.com/hm8y8W6lZS
সীতামারির বাসিন্দা এক প্রতিনিধি সুমন সৌরভ এদিন সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, "আমরা রাহুল গান্ধির কাছে গরদানি বাঘে আসার জন্য আর্জি জানিয়েছিলাম ৷ ওই জায়গা আমাদের ধর্মভূমি এবং কর্মভূমিও ৷ তিনি বলেছিলেন, তিনি সেখানে যাবেন এবং খানিকক্ষণ থাকবেন ৷ তিনি লোকসভার বিরোধী দলনেতা ৷ তাঁকে সারা দেশ চেনে ও জানে ৷ তাঁর সমর্থন আমাদের কাছে অনেক কিছু ৷"
বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে বসা ছাত্রদের সঙ্গে রাহুল গান্ধি একটি ছবিও পোস্ট করেন সোশাল মিডিয়ায় ৷ সেখানে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি সব পড়ুয়াদের মাঝে বসে আছেন ৷ তাঁদের কথা শুনছেন ৷ রাহুল পোস্টে লেখেন, "পটনায় গরদানি বাঘ ধরনাস্থলে গিয়েছিলাম ৷ সেখানে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ করলাম ৷ তাঁরা জানালেন, বিপিএসসি নিয়ে কীভাবে অন্যায় করা হচ্ছে ৷ বিহার সরকার লাঠি, ডান্ডা দিয়ে আঘাত করে চলেছে ৷"
नेता विपक्ष श्री @RahulGandhi ने पटना में राजद प्रमुख श्री लालू प्रसाद यादव के घर जाकर उनके परिवार से आत्मीय मुलाकात की।
— Congress (@INCIndia) January 18, 2025
📍 बिहार pic.twitter.com/tNNmXwBxxx
চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷ তার আগে বিজেপি-জেডি(ইউ) শাসিত রাজ্যে কংগ্রেস নেতার সফর তাৎপর্যপূর্ণ ৷ এদিন দিনভরই নানাবিধ কর্মসূচি ছিল কংগ্রেস সাংসদ রাহুলের ৷ পটনায় পৌঁছে সোজা হোটেল মৌর্য-তে চলে যান রাহুল ৷ সেখানে তাঁর জন্য অপেক্ষা করছিলেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব-সহ অন্য রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতারা ৷ রাহুল তাঁদের সঙ্গে কথা বলেন, শুভেচ্ছা বিনিময় করেন ৷ এরপর তিনি আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বাড়িতেও যান ৷