ETV Bharat / bharat

পটনায় বিপিএসসি পরীক্ষার্থীদের আন্দোলনস্থলে রাহুল গান্ধি - RAHUL GANDHI

বিহারে পৌঁছে আন্দোলনকারী বিপিএসসি পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ পরে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের বাড়িতেও যান তিনি ৷

Rahul Gandhi meets BPSC Protesters
পটনায় বিপিএসসি পরীক্ষার্থীদের আন্দোলনস্থলে রাহুল গান্ধি (ছবি সৌজন্য: রাহুল গান্ধির এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2025, 9:44 PM IST

পটনা, 18 জানুয়ারি: পরীক্ষার্থীদের আর্জিতে সাড়া দিয়ে বিক্ষোভস্থলে গেলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ শনিবার তিনি তাঁর কর্মসূচি বাতিল করে বিহারের গরদানি বাঘ এলাকায় গিয়ে বিপিএসসি বাতিলের দাবিতে আন্দোলনকারী পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করেন ৷ প্রায় একমাস ধরে এখানে বিক্ষোভ অবস্থান করছেন পড়ুয়ারা ৷

সেখানে গিয়ে বিক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান রায়বরেলির সাংসদ রাহুল গান্ধি ৷ এদিন বিক্ষুব্ধ ছাত্রদের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে হোটেলে গিয়ে কথা বলে ৷ তাঁরা তাকে বিক্ষোভস্থলে আসার জন্য আর্জি জানান ৷ সেই কথা রাখেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷

সীতামারির বাসিন্দা এক প্রতিনিধি সুমন সৌরভ এদিন সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, "আমরা রাহুল গান্ধির কাছে গরদানি বাঘে আসার জন্য আর্জি জানিয়েছিলাম ৷ ওই জায়গা আমাদের ধর্মভূমি এবং কর্মভূমিও ৷ তিনি বলেছিলেন, তিনি সেখানে যাবেন এবং খানিকক্ষণ থাকবেন ৷ তিনি লোকসভার বিরোধী দলনেতা ৷ তাঁকে সারা দেশ চেনে ও জানে ৷ তাঁর সমর্থন আমাদের কাছে অনেক কিছু ৷"

বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে বসা ছাত্রদের সঙ্গে রাহুল গান্ধি একটি ছবিও পোস্ট করেন সোশাল মিডিয়ায় ৷ সেখানে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি সব পড়ুয়াদের মাঝে বসে আছেন ৷ তাঁদের কথা শুনছেন ৷ রাহুল পোস্টে লেখেন, "পটনায় গরদানি বাঘ ধরনাস্থলে গিয়েছিলাম ৷ সেখানে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ করলাম ৷ তাঁরা জানালেন, বিপিএসসি নিয়ে কীভাবে অন্যায় করা হচ্ছে ৷ বিহার সরকার লাঠি, ডান্ডা দিয়ে আঘাত করে চলেছে ৷"

চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷ তার আগে বিজেপি-জেডি(ইউ) শাসিত রাজ্যে কংগ্রেস নেতার সফর তাৎপর্যপূর্ণ ৷ এদিন দিনভরই নানাবিধ কর্মসূচি ছিল কংগ্রেস সাংসদ রাহুলের ৷ পটনায় পৌঁছে সোজা হোটেল মৌর্য-তে চলে যান রাহুল ৷ সেখানে তাঁর জন্য অপেক্ষা করছিলেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব-সহ অন্য রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতারা ৷ রাহুল তাঁদের সঙ্গে কথা বলেন, শুভেচ্ছা বিনিময় করেন ৷ এরপর তিনি আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বাড়িতেও যান ৷

পটনা, 18 জানুয়ারি: পরীক্ষার্থীদের আর্জিতে সাড়া দিয়ে বিক্ষোভস্থলে গেলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ শনিবার তিনি তাঁর কর্মসূচি বাতিল করে বিহারের গরদানি বাঘ এলাকায় গিয়ে বিপিএসসি বাতিলের দাবিতে আন্দোলনকারী পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করেন ৷ প্রায় একমাস ধরে এখানে বিক্ষোভ অবস্থান করছেন পড়ুয়ারা ৷

সেখানে গিয়ে বিক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান রায়বরেলির সাংসদ রাহুল গান্ধি ৷ এদিন বিক্ষুব্ধ ছাত্রদের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে হোটেলে গিয়ে কথা বলে ৷ তাঁরা তাকে বিক্ষোভস্থলে আসার জন্য আর্জি জানান ৷ সেই কথা রাখেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷

সীতামারির বাসিন্দা এক প্রতিনিধি সুমন সৌরভ এদিন সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, "আমরা রাহুল গান্ধির কাছে গরদানি বাঘে আসার জন্য আর্জি জানিয়েছিলাম ৷ ওই জায়গা আমাদের ধর্মভূমি এবং কর্মভূমিও ৷ তিনি বলেছিলেন, তিনি সেখানে যাবেন এবং খানিকক্ষণ থাকবেন ৷ তিনি লোকসভার বিরোধী দলনেতা ৷ তাঁকে সারা দেশ চেনে ও জানে ৷ তাঁর সমর্থন আমাদের কাছে অনেক কিছু ৷"

বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে বসা ছাত্রদের সঙ্গে রাহুল গান্ধি একটি ছবিও পোস্ট করেন সোশাল মিডিয়ায় ৷ সেখানে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তিনি সব পড়ুয়াদের মাঝে বসে আছেন ৷ তাঁদের কথা শুনছেন ৷ রাহুল পোস্টে লেখেন, "পটনায় গরদানি বাঘ ধরনাস্থলে গিয়েছিলাম ৷ সেখানে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ করলাম ৷ তাঁরা জানালেন, বিপিএসসি নিয়ে কীভাবে অন্যায় করা হচ্ছে ৷ বিহার সরকার লাঠি, ডান্ডা দিয়ে আঘাত করে চলেছে ৷"

চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ৷ তার আগে বিজেপি-জেডি(ইউ) শাসিত রাজ্যে কংগ্রেস নেতার সফর তাৎপর্যপূর্ণ ৷ এদিন দিনভরই নানাবিধ কর্মসূচি ছিল কংগ্রেস সাংসদ রাহুলের ৷ পটনায় পৌঁছে সোজা হোটেল মৌর্য-তে চলে যান রাহুল ৷ সেখানে তাঁর জন্য অপেক্ষা করছিলেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব-সহ অন্য রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতারা ৷ রাহুল তাঁদের সঙ্গে কথা বলেন, শুভেচ্ছা বিনিময় করেন ৷ এরপর তিনি আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বাড়িতেও যান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.