কলকাতা, 20 সেপ্টেম্বর: 'টেক্কা'র কাজ চলাকালীনও নাকি 'খাদান' নিয়েই বেশি ব্যস্ত থাকতেন দেব! পর্দা ফাঁস করেছিলেন স্বয়ং রুক্মিণী। দেব আত্মপক্ষ সমর্থন করে বলেছিলেন, "খাদানের পরিচালক সৃজিত মুখোপাধ্যায় হলে ভাবতাম না।..." টেক্কার ট্রেলার লঞ্চে এভাবেই জমে উঠেছিল অনুষ্ঠান। দিন কয়েক যেতে না যেতেই হাজির দেবের আরও একটি ছবির খবর।
যদিও এই ছবির ঘোষণা হয়েছিল বছর চারেক আগে। ছবির নাম ‘রঘু ডাকাত’। ছবিটির মুক্তি পিছিয়েছে। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন দেব। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, নির্মাতারা এই ছবির শুটিং শুরু করার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছেন। 2021 সালে ‘রঘু ডাকাত’-এর ঘোষণা করেছিল প্রযোজনা সংস্থা এসভিএফ। ছবিতে ডাকাত রূপে দেবের আংশিক ঝলকও প্রকাশ্যে এনেছিল প্রযোজনা সংস্থা। তার পর নানা কারণে শুরু হয়নি শুটিং। এর মাঝে একাধিক ছবিও এসেছে এই প্রযোজনার ঘর থেকে।
এই ছবি নিয়ে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় তখনই বলেছিলেন, " 'রঘু ডাকাত’-এর থেকে বড় মাস ছবি (Mass Movie) আর কী হতে পারে! সেই জন্যেই তো ছবিটার প্রস্তুতিতে এতটা সময় নিচ্ছি আমরা।" জানা গিয়েছে চিত্রনাট্যের কাজ শেষ করে ফেলেছেন ধ্রুব। চলছে লোকেশন রেকির কাজ। তবে, এই ছবি নিয়ে এক্ষুণি কিছু বলতে নারাজ প্রযোজনা সংস্থা থেকে শুরু করে পরিচালক।
শোনা যাচ্ছে রাজ্যের একাধিক জায়গায় ছবির শুটিং হওয়ার কথা। দেবের সঙ্গে ডেট নিয়ে চলছে জোর আলাপ আলোচনা। কেন না তিনি 'খাদান' নিয়ে যে বেজায় ব্যস্ত। মঙ্গলবার দেবের এই ড্রিম প্রজেক্টের ইউনিট আউটডোরের জন্য আসানসোলে পৌঁছেছে। ছবিটি ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা। তা হলে কি চলতি বছরের ডিসেম্বর থেকেই শুরু হবে 'রঘু ডাকাত'-এর শুটিং? সময় জানান দেবে সেই কথা।