মুম্বই, 20 সেপ্টেম্বর: চলতি বছর ভারতীয় সিনেমায় এমন কিছু ছবি মুক্তি পেয়েছে যা আন্তর্জাতিক স্তরে আলোচনার বিষয় হয়ে গিয়েছে ৷ 'লাপাতা লেডিজ' বা 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' তার মধ্যে অন্যতম বলা যেতে পারে ৷ ফলে 2025 সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নমিনেশনে ভারত থেকে এই দু'টি ছবির অফিসিয়াল এন্ট্রি নিয়ে দেখা দিয়েছে প্রবল সম্ভাবনা ৷ পরিচালক কিরণ রাও ও পায়েল কাপাডিয়ার হাত ধরে অস্কার জয়ের স্বপ্ন দেখার শুরু এখন থেকেই ৷
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কিরণ জানিয়েছেন, বহুদিনের স্বপ্ন তাঁর ছবি যেন ভারতকে আন্তর্জাতিক মঞ্চে খ্যাতি এনে দিতে পারে ৷ দ্য ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া এই ছবিকেই সেরা ছবি হিসাবে অভিহিত করেছে ৷ কিরণ বলেন, "আমার ছবি লাপাতা লেডিজ যদি অস্কারে ভারতের তরফে অফিসিয়াল এন্ট্রি নেয় তাহলে স্বপ্ন পূরণ হবে ৷ আমি আশা করছি যাতে এমনটা হয় ৷ আমি নিশ্চিত সেরা ছবিই ভারত থেকে অস্কার প্রতিযোগিতায় যাবে ৷"
অন্যদিকে, উচ্ছ্বসিত পরিচালক পায়েল কাপাডিয়াও ৷ তাঁর পরিচালত ছবি 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' অস্কার দৌড়ে যেতে পারে ৷ আসলে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া ঠিক করে কোন ছবি ভারতের হয়ে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে অস্কার দৌড়ে সামিল হবে ৷ সেখানে দাঁড়িয়ে আশার আলো দেখছেন অভিনেতা রানা দগ্গাবুটি ও পায়েল ৷ অভিনেতা জানিয়েছেন, তাঁরা সবরকম চেষ্টা করেছে ৷ বাকিটা সময়ের উপর ছেড়ে দিয়েছেন ৷
অন্যদিকে পরিচালক কাপাডিয়া বলেন, "আমি সবসময় ফলাফলের চিন্তা করি না ৷ একটা ছবি লম্বা প্রসেসের মধ্য দিয়ে তৈরি হয় ৷ ছবির খরচ তোলা একটা জার্নি, লোকেদের সঙ্গে দেখা করা ছবি নিয়ে সেটাও একটা জার্নি ৷ তাই সেই ফ্লোয়ের সঙ্গে চলাটাই আসল ৷ ফিঙ্গার ক্রসড ৷ দেখা যাক কী হয় ৷"
উল্লেখ্য, মুক্তির পরেই 'লাপাতা লেডিজ' দর্শক মনে নির্দিষ্ট জায়গা করে নেয় ৷ আমির খান প্রযোজিত এই ছবিতে মুখ্যচরিত্রে দেখা গিয়েছে নীতাংশি গোয়েল, প্রতিভা রান্টা ও স্পর্শ শ্রীবাস্তবকে ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কেড়েছেন রবি কিষান, ছায়া কদম ও গীতা আগরওয়াল শর্মা ৷
অন্যদিকে, 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' প্রথম ভারতীয় ছবি যা কানস চলচ্চিত্র উৎসবে গ্র্যাঁ প্রি পুরস্কার জিতেছে ৷ মালয়লম ও হিন্দি ভাষায় এই ছবির ডিস্ট্রিবিউটার হিসাবে ডাগ্গাবুটি প্রথম সারিতে ছিলেন ৷ এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে কানি কুসরতি, দিব্যা প্রভা, ছায়া কদম ও হৃদু হারুন-সহ আরও অনেককে ৷