ETV Bharat / sports

শাকিবের বিরুদ্ধে এবার আর্থিক প্রতারণার মামলা, গ্রেফতারের নির্দেশ আদালতের - SHAKIB AL HASAN

ফের বিপাকে বাংলাদেশের তারকা অলরাউন্ডার ৷ আর্থিক প্রতারণা মামলায় এক রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কের দায়ের করা মামলার ভিত্তিতে জারি গ্রেফতারি পরোয়ানা ৷

SHAKIB AL HASAN
সতীর্থদের সঙ্গে শাকিব (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 19, 2025, 3:25 PM IST

Updated : Jan 19, 2025, 3:38 PM IST

ঢাকা, 19 জানুয়ারি: সময়টা মোটেই ভালো যাচ্ছে না শাকিব আল হাসানের ৷ এমনিতেই গতবছর ছাত্র আন্দোলনের সময় দেশছাড়া হয়েছেন প্রাক্তন আওয়ামী লীগ সাংসদ ৷ পরবর্তী সময় পরিস্থিতি শান্ত হলেও জনরোষের কারণে দেশে ফিরতে পারেননি দেশের শ্রেষ্ঠ অলরাউন্ডার ৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে শত অনুরোধ সত্ত্বেও দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে পারেননি শাকিব ৷ এবার তাঁর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা ৷

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দায়ের করা এক মামলায় রবিবার বাঁ-হাতি অলরাউন্ডারের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা ৷ গত বছর ডিসেম্বরে সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফে প্রাক্তন সাংসদের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ ৷ গত 18 ডিসেম্বর ঢাকার আদালত শাকিবকে 19 জানুয়ারির মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ৷ কিন্তু ক্রিকেটার-রাজনীতিবিদ তা না-করায় জারি হল গ্রেফতারি পরোয়ানা ৷ শাকিব কেবল একা নন, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাঁর সংস্থার আরও তিনজনের বিরুদ্ধে ৷

ঢাকার (অতিরিক্ত) মুখ্য মেট্রোপলিটন ম্য়াজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াদুর রহমান শাকিবের বিরুদ্ধে এদিন গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দেন ৷ জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট 'ক্রিকবাজে'র রিপোর্ট অনুযায়ী, শাকিবের সংস্থা আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড সংশ্লিষ্ট ব্যাঙ্কের থেকে মোটা অঙ্কের টাকা (বাংলাদেশি মুদ্রায়া 4 কোটি টাকারও বেসি) ঋণ নেয় ৷ সেই ঋণ শোধের জন্য বাংলাদেশ ক্রিকেটারের সংস্থার তরফে ব্যাঙ্কে দুটি চেক দেওয়া হয় ৷ অভিযোগ, অপর্যাপ্ত ব্যালান্সের কারণে সেই চেকদুটি বাউন্স করে ৷ ফলশ্রুতি হিসেবে ব্যাঙ্কের এক উচ্চপদস্থ আধিকারিকের তরফে দায়ের হয় অভিযোগ ৷

এর আগে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় খুনের মামলায় অভিযুক্ত হয়েছিলেন শাকিব ৷ 2023 সালে রাজনীতিতে যোগদান করেন তিনি ৷ এরপর 2024 সালে আওয়ামী লীগের টিকিটে নির্বাচনে জিতে সাংসদও হয়েছিলেন ৷ কিন্তু গতবছর ছাত্র আন্দোলনের কারণে দেশে আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ সঙ্গে বাংলাদেশ ছেড়ে যান দেশের জার্সিতে 14 হাজারের বেশি রান করা এবং সাতশোরও বেশি আন্তর্জাতিক উইকেট নেওয়া অলরাউন্ডার ৷

আপাতত পরিবার নিয়ে মার্কিন মুলুকই ঠিকানা শাকিবের ৷ এখন দেখার গ্রেফতারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ করেন তিনি ৷ সম্প্রতি অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হয়েছে শাকিব আল হাসানের ৷ ফলত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াডে জায়গা হয়নি তাঁর ৷

আরও পড়ুন:

ঢাকা, 19 জানুয়ারি: সময়টা মোটেই ভালো যাচ্ছে না শাকিব আল হাসানের ৷ এমনিতেই গতবছর ছাত্র আন্দোলনের সময় দেশছাড়া হয়েছেন প্রাক্তন আওয়ামী লীগ সাংসদ ৷ পরবর্তী সময় পরিস্থিতি শান্ত হলেও জনরোষের কারণে দেশে ফিরতে পারেননি দেশের শ্রেষ্ঠ অলরাউন্ডার ৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে শত অনুরোধ সত্ত্বেও দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে পারেননি শাকিব ৷ এবার তাঁর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা ৷

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দায়ের করা এক মামলায় রবিবার বাঁ-হাতি অলরাউন্ডারের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা ৷ গত বছর ডিসেম্বরে সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফে প্রাক্তন সাংসদের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ ৷ গত 18 ডিসেম্বর ঢাকার আদালত শাকিবকে 19 জানুয়ারির মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ৷ কিন্তু ক্রিকেটার-রাজনীতিবিদ তা না-করায় জারি হল গ্রেফতারি পরোয়ানা ৷ শাকিব কেবল একা নন, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাঁর সংস্থার আরও তিনজনের বিরুদ্ধে ৷

ঢাকার (অতিরিক্ত) মুখ্য মেট্রোপলিটন ম্য়াজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াদুর রহমান শাকিবের বিরুদ্ধে এদিন গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দেন ৷ জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট 'ক্রিকবাজে'র রিপোর্ট অনুযায়ী, শাকিবের সংস্থা আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড সংশ্লিষ্ট ব্যাঙ্কের থেকে মোটা অঙ্কের টাকা (বাংলাদেশি মুদ্রায়া 4 কোটি টাকারও বেসি) ঋণ নেয় ৷ সেই ঋণ শোধের জন্য বাংলাদেশ ক্রিকেটারের সংস্থার তরফে ব্যাঙ্কে দুটি চেক দেওয়া হয় ৷ অভিযোগ, অপর্যাপ্ত ব্যালান্সের কারণে সেই চেকদুটি বাউন্স করে ৷ ফলশ্রুতি হিসেবে ব্যাঙ্কের এক উচ্চপদস্থ আধিকারিকের তরফে দায়ের হয় অভিযোগ ৷

এর আগে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় খুনের মামলায় অভিযুক্ত হয়েছিলেন শাকিব ৷ 2023 সালে রাজনীতিতে যোগদান করেন তিনি ৷ এরপর 2024 সালে আওয়ামী লীগের টিকিটে নির্বাচনে জিতে সাংসদও হয়েছিলেন ৷ কিন্তু গতবছর ছাত্র আন্দোলনের কারণে দেশে আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ সঙ্গে বাংলাদেশ ছেড়ে যান দেশের জার্সিতে 14 হাজারের বেশি রান করা এবং সাতশোরও বেশি আন্তর্জাতিক উইকেট নেওয়া অলরাউন্ডার ৷

আপাতত পরিবার নিয়ে মার্কিন মুলুকই ঠিকানা শাকিবের ৷ এখন দেখার গ্রেফতারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ করেন তিনি ৷ সম্প্রতি অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হয়েছে শাকিব আল হাসানের ৷ ফলত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াডে জায়গা হয়নি তাঁর ৷

আরও পড়ুন:

Last Updated : Jan 19, 2025, 3:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.