চরখি দাদরি (হরিয়ানা), 19 জানুয়ারি: একদিন আগেই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন ভারতের অলিম্পিক্সে পদক জয়ী শুটার মনু ভাকের ৷ এর মধ্যেই দুর্ঘটনায় দুই কাছের মানুষকে হারালেন তিনি ৷ রবিবার একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর দিদা ও মামার ৷ ঘটনাটি ঘটেছে হরিয়ানার চরখি দাদরি জেলার মহেন্দ্রগড় বাইপাস সড়কে ৷
এই ঘটনায় সুরেশ কুমার নামে এক পুলিশ আধিকারিক জানান, দু'জন স্কুটিতে চড়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে ৷ সংঘর্ষের অভিঘাতে দু'জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ দুর্ঘটনার পরপরই গাড়ির চালক পালিয়ে যায় ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ তদন্ত চলছে ৷ ঘাতক গাড়ির চালককে খুঁজে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ ৷
প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গিয়েছে, নিহতরা একটি স্কুটিতে করে যাচ্ছিলেন ৷ সেই সময় একটি দ্রুত গতির গাড়ি তাঁদের ধাক্কা দেয় ৷ স্থানীয় পুলিশ দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে ৷ একটি তদন্তকারী দল অভিযুক্ত চালককে খুঁজে পেতে মরিয়া তল্লাশি চালাচ্ছে ৷
প্রসঙ্গত, অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জজয়ী মনু ভাকের, বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশ এবং অলিম্পিক ব্রোঞ্জজয়ী হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারা-অ্যাথলেট প্রবীণ কুমা শুক্রবার রাষ্ট্রপতি ভবনে একটি বিশেষভাবে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার গ্রহণ করেন । তার ঠিক একদিন পরেই দুর্ঘটনায় দিদা ও মামাকে হারালেন মনু ৷