নয়াদিল্লি, 19 জানুয়ারি: প্রতিবেশী দেশ নেপালকে উড়িয়ে প্রথমবার খো-খো বিশ্বকাপের খেতাব জিতে নিল ভারতীয় মেয়েরা ৷ অধিনায়ক প্রিয়াঙ্কা-সহ তাঁর সতীর্থরা যেভাবে দৌড়লেন তাতে রাজধানীর মাটিতে সবার উপরে উঠল তেরঙা ৷ রবিবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধি ইন্ডোর স্টেডিয়ামে ফাইনালে নেপালকে 78-40 ব্যবধানে হারাল টিম ইন্ডিয়া। ভারতীয় মহিলা দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
মেয়েদের পর নেপালকে হারিয়ে খেতাব জিতে নিল পুরুষরাও ৷ কয়েকঘণ্টার ব্যবধানে পুরুষদলের জয়ের ব্যবধান 54-36 ৷ অর্থাৎ, অভিষেক বিশ্বকাপে দেশের মাটিতে সেরার তাজ দু'দলেরই মাথায় ৷ পুরুষদলের জয়ে নেতৃত্ব দেন অধিনায়ক প্রতীক ওয়াইকর এবং রামজী কাশ্যপ ৷
THE ULTIMATE CLASH FOR THE TROPHY ⚔️🏆
— Kho Kho World Cup India 2025 (@Kkwcindia) January 19, 2025
After a fierce fight, India has earned the right to lift the first ever Kho Kho World Cup trophy and secure their place in history!! 👏🔥
Stay tuned for all things #KhoKhoWorldCup 2025 🔗 https://t.co/fKFdZBbuS0 or download our app 👉… pic.twitter.com/sFAAZqFDUB
মেয়েদের ফাইনালে এদিন টসে জিতে প্রথমে ডিফেন্স করার সিদ্ধান্ত নেয় নেপাল। কিন্তু অধিনায়ক প্রিয়াঙ্কা-সহ বাকিদের গতিতে প্রথম টার্নেই ভারতের স্কোর দাঁড়ায় 34-0 ৷ দ্বিতীয় টার্নে মরিয়া নেপাল পাল্টা আঘাত হানে ভারতের উপর। এই টার্নে ব্যবধান 35-22 কমিয়ে আনে প্রতিবেশী দেশ নেপাল ৷ তবে পুনরায় ছন্দ ফিরে পায় ভারত। এগিয়ে যায় 73-24 পয়েন্টে। তবে শেষ পর্যন্ত কাপ জিততে অসুবিধা হয়নি ভারতের মহিলাদের। নেপাল চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি ৷ শেষপর্য়ন্ত 78-40 ব্যবধানে পয়েন্টে জিতে যায় ভারত।
Undefeated World Champions! 🇮🇳
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) January 19, 2025
Heartiest congratulations to the India Women's Kho Kho team for winning the inaugural #KhoKhoWorldCup
Your hard work, determination and teamwork have brought immense pride to the nation.
Best wishes to the entire team for this historic… pic.twitter.com/xzGssSgKcL
টুর্নামেন্টে সবক'টি ম্যাচেই কর্তৃত্ব নিয়ে খেলেছেন প্রিয়াঙ্কারা। সেই ঢংয়েই বিশ্বসেরা হয়ে ইতিহাস রচনা করল ভারতের প্রমিলা বাহিনী ৷ গ্রুপের খেলায় দক্ষিণ কোরিয়াকে 175-18, ইরানকে 100-16, মালয়েশিয়াকে 100-20-তে হারিয়ে একপেশে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতের মেয়েরা। আর আজ ফাইনালে নেপাল 'বধ' করলেন তাঁরা ৷
👸 𝐇𝐢𝐬𝐭𝐨𝐫𝐲 𝐦𝐚𝐝𝐞 🇮🇳🏆
— Kho Kho World Cup India 2025 (@Kkwcindia) January 19, 2025
Congratulations to #TeamIndia women for claiming the 𝐟𝐢𝐫𝐬𝐭-𝐞𝐯𝐞𝐫 𝐊𝐡𝐨 𝐊𝐡𝐨 𝐖𝐨𝐫𝐥𝐝 𝐂𝐮𝐩 👏#KhoKhoWorldCup #KKWC2025 #TheWorldGoesKho #Khommunity #KhoKho #KKWCWomen pic.twitter.com/tqlBPbTIdc
ইতিমধ্যেই ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷ মোদি এদিন এক্সে লেখেন, "প্রথম খো খো বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় মহিলা দলকে অভিনন্দন! এই ঐতিহাসিক জয় তোমাদের অতুলনীয় দক্ষতা, দৃঢ় সংকল্প এবং দলগত প্রচেষ্টার ফল।এই জয় ভারতের প্রাচীনতম ঐতিহ্যবাহী খেলাগুলির মধ্যে একটিকে আরও আলোকিত করেছে, যা সারা দেশে অগণিত তরুণ ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে। এই কৃতিত্ব পরবর্তী প্রজন্মকে এই খেলা অনুসরণ করার রাস্তা সুগম করবে।"
Congratulations to the Indian women’s team on winning the first-ever Kho Kho World Cup! This historic victory is a result of their unparalleled skill, determination and teamwork.
— Narendra Modi (@narendramodi) January 19, 2025
This triumph has brought more spotlight to one of India’s oldest traditional sports, inspiring… pic.twitter.com/5lMftjZB5Z
তিনি এক্সে ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, "অপরাজিত বিশ্বচ্যাম্পিয়ন। উদ্বোধনী খো-খো বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় মহিলা দলকে আন্তরিক অভিনন্দন ৷ তোমাদের কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং দলগত প্রচেষ্টায় দেশ গর্বিত ৷ এই ঐতিহাসিক কৃতিত্বের জন্য পুরো দলকে অভিনন্দন ৷"