ETV Bharat / state

স্যালাইন-কাণ্ডে এখনও সংকটজনক 1 প্রসূতি, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বাকি দু’জন - EXPIRED SALINE CASE

চিকিৎসায় সাড়া দেওয়া একজনকে বের করা গিয়েছে ভেন্টিলেশন থেকে ৷ দ্বিতীয়জনের ক্ষেত্রে ট্রায়াল চালাচ্ছেন চিকিৎসকরা ৷

EXPIRED SALINE CASE
স্যালাইন-কাণ্ডে এখনও সংকটজনক এসএসকেএম হাসপাতালে ভর্তি 1 প্রসূতি ৷ (নিজস্ব ও ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2025, 7:59 PM IST

কলকাতা, 19 জানুয়ারি: এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত হওয়া প্রসূতি ৷ মেয়াদ উত্তীর্ণ স্যালাইন-কাণ্ডে মোট তিনজনকে মেদিনীপুর থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল ৷ তাঁদের মধ্যে দু’জন মোটের উপর ভালোই সাড়া দিচ্ছেন চিকিৎসায় ৷ কিন্তু, এক মহিলা এখনও সংকটজনক অবস্থায় রয়েছেন ৷

এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে নিয়ে আসা তিন মহিলার মধ্যে মাম্পি সিংয়ের শারীরিক অবস্থা খুবই খারাপ ৷ তাঁকে এখনও সিসিইউ-তে সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখা হয়েছে ৷ তাঁর কিডনির সংক্রমণ কমেনি ৷

মাম্পি সিংকে ছাড়া বাকি দু’জনের মধ্যে নাসরিন খাতুনও পুরোপুরি বিপদমুক্ত নন ৷ তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৷ মাঝেমধ্যে তাঁকে ভেন্টিলেশন থেকে বাইরে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে ৷ এখনই লাইফ সাপোর্ট সিস্টেম থেকে পুরোপুরি বের করা যাচ্ছে না ৷ প্রয়োজন মতো ডায়ালিসিস চলছে তাঁর ৷

আরেক রোগী মিনারা বিবি অবশ্য অনেকটাই ভালো আছেন ৷ তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেম থেকে বের করে আনা হয়েছে ৷ আগে তাঁকে টানা অক্সিজেন দিতে হচ্ছিল ৷ কিন্তু, বর্তমানে সেটাও সবসময় প্রয়োজন পড়ছে না বলে হাসপাতাল সূত্রে খবর ৷ মিনারা বিবির ইউরিন আউটপুট স্বাভাবিক রয়েছে ৷ প্রয়োজন পড়লে ডায়ালিসিস করা হচ্ছে ৷ মোটের উপর মিনারা বিবির শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই উন্নতির পথে ৷ এই তিনজন প্রসূতির জন্যই এসএসকেএম হাসপাতালে 13 জনের চিকিৎসকদের দল তৈরি রাখা হয়েছে ৷ নিয়মিত তাঁরা ওই তিনজন রোগীরকে পর্যবেক্ষণ করছেন ৷

কলকাতা, 19 জানুয়ারি: এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত হওয়া প্রসূতি ৷ মেয়াদ উত্তীর্ণ স্যালাইন-কাণ্ডে মোট তিনজনকে মেদিনীপুর থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল ৷ তাঁদের মধ্যে দু’জন মোটের উপর ভালোই সাড়া দিচ্ছেন চিকিৎসায় ৷ কিন্তু, এক মহিলা এখনও সংকটজনক অবস্থায় রয়েছেন ৷

এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে নিয়ে আসা তিন মহিলার মধ্যে মাম্পি সিংয়ের শারীরিক অবস্থা খুবই খারাপ ৷ তাঁকে এখনও সিসিইউ-তে সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখা হয়েছে ৷ তাঁর কিডনির সংক্রমণ কমেনি ৷

মাম্পি সিংকে ছাড়া বাকি দু’জনের মধ্যে নাসরিন খাতুনও পুরোপুরি বিপদমুক্ত নন ৷ তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন ৷ মাঝেমধ্যে তাঁকে ভেন্টিলেশন থেকে বাইরে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে ৷ এখনই লাইফ সাপোর্ট সিস্টেম থেকে পুরোপুরি বের করা যাচ্ছে না ৷ প্রয়োজন মতো ডায়ালিসিস চলছে তাঁর ৷

আরেক রোগী মিনারা বিবি অবশ্য অনেকটাই ভালো আছেন ৷ তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেম থেকে বের করে আনা হয়েছে ৷ আগে তাঁকে টানা অক্সিজেন দিতে হচ্ছিল ৷ কিন্তু, বর্তমানে সেটাও সবসময় প্রয়োজন পড়ছে না বলে হাসপাতাল সূত্রে খবর ৷ মিনারা বিবির ইউরিন আউটপুট স্বাভাবিক রয়েছে ৷ প্রয়োজন পড়লে ডায়ালিসিস করা হচ্ছে ৷ মোটের উপর মিনারা বিবির শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই উন্নতির পথে ৷ এই তিনজন প্রসূতির জন্যই এসএসকেএম হাসপাতালে 13 জনের চিকিৎসকদের দল তৈরি রাখা হয়েছে ৷ নিয়মিত তাঁরা ওই তিনজন রোগীরকে পর্যবেক্ষণ করছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.