ETV Bharat / state

গা থেকে তৃণমূলের পোশাক খুলে নিলে খেতেও পাবে না, দলীয় কাউন্সিলরদের নিশানা মদনের - MADAN MITRA

বেলঘরিয়ার তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানে যোগ দেন মদন মিত্র ৷ সেখান থেকেই দলীয় কাউন্সিলরদের কড়া বার্তা দিলেন রাজ্য় মন্ত্রিসভার এই প্রাক্তন সদস্য ৷

Madan Mitra
দলীয় কাউন্সিলরদের কড়া দাওয়াই মদন মিত্রের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 19, 2025, 7:40 PM IST

বেলঘরিয়া, 19 জানুয়ারি: দলীয় দ্বন্দ্ব বা কলহের একাধিক খবর শাসকদলকে অস্বস্তিতে ফেলেছে। সেই আবহে এবার দলীয় কাউন্সিলরদের নিশানা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে প্রাক্তন মন্ত্রী মদনের বার্তা, "কোনও কাউন্সিলর যদি আপনাদের চাকর ভাবে তাঁকে পাত্তা দেবেন না ।" তৃণমূলের পোশাক খুলে নিলে ওই সব কাউন্সিলররা খেতে পাবেন না বলেও মন্তব্য করলেন মদন ।

সম্প্রতি উত্তর 24 পরগনার বেলঘরিয়ার তৃণমূল ছাত্র পরিষদের একটি অনুষ্ঠানে যোগ দেন দলীয় বিধায়ক মদন মিত্র। সেই মঞ্চ থেকে দলীয় কাউন্সিলরদের নিশানা করতে গিয়ে কার্যত তাঁদের সমালোচনায় মুখর হন। তিনি বলেন, "কোনও কাউন্সিলর যদি আপনাদের চাকরবাকর মনে করেন তাহলে কোনও কিছুর পরোয়া করেন না । সেই সব কাউন্সিলরদের পাত্তা দেওয়ার কোনও দরকার নেই । সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন । আমি সেই সমস্ত কাউন্সিলরদের কায়দা করে দেব ।"

কাউন্সিলরদের কটাক্ষ কামারহাটির তৃণমূল বিধায়কের (ইটিভি ভারত)

কাউন্সিলরদের কটাক্ষ করে মদন আরও বলেন, "খায় না মাথায় দেয় ! বাড়িতে বসেছিল । আপনারা আশীর্বাদ করেছেন বলে গায়ে শাল জড়িয়ে কাউন্সিলর হয়ে গিয়েছে । কাল যদি গা থেকে তৃণমূলের কাপড়টা কেড়ে নেওয়া হয়, খেতে পাবে না । অনেকে আছেন আমি জানি । এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন, আমি বলেছি । কোনও কাউন্সিলরকে পরোয়া করার দরকার নেই ।"

তবে, এই প্রসঙ্গে বলতে গিয়ে মদন মিত্র কর্মী সমর্থকদের বারবার বোঝানোর চেষ্টা করেছেন, তিনি তাঁর বিধানসভা এলাকার মানুষের জন্য কতটা আন্তরিক ! মদনের কথায়, "প্রয়োজন হলেই আমাকে সরাসরি ফোন করুন । আমার কোনও এজেন্ট কিংবা ব্রোকার নেই । কেউ আমাকে ফোন করেছেন, অথচ আমি সেই ফোনে সাড়া দিইনি অথবা কাজ করে দিইনি এমন উদাহরণ দেখাতে পারলে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দেব । এতটুকু ভাবনাচিন্তা করব না ।"

Madan Mitra
বেলঘরিয়ার তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানে মদন মিত্র (নিজস্ব ছবি)

মদনের এই মন্তব্যে বিতর্ক দেখা দিয়েছে । পাশাপাশি মদন মিত্র কাউন্সিলরদের 'পাত্তা' না দেওয়ার যে বার্তা দিয়েছেন, তাতে শাসকদলের অন্দরে বিভাজন আরও চওড়া হবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । যদিও, দলের কোন নেতাকে উদ্দেশ্য করে তৃণমূল বিধায়ক মদন মিত্র এই মন্তব্য করতে চেয়েছেন, তা অবশ্য স্পষ্ট হয়নি । এ নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে ।

বেলঘরিয়া, 19 জানুয়ারি: দলীয় দ্বন্দ্ব বা কলহের একাধিক খবর শাসকদলকে অস্বস্তিতে ফেলেছে। সেই আবহে এবার দলীয় কাউন্সিলরদের নিশানা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে প্রাক্তন মন্ত্রী মদনের বার্তা, "কোনও কাউন্সিলর যদি আপনাদের চাকর ভাবে তাঁকে পাত্তা দেবেন না ।" তৃণমূলের পোশাক খুলে নিলে ওই সব কাউন্সিলররা খেতে পাবেন না বলেও মন্তব্য করলেন মদন ।

সম্প্রতি উত্তর 24 পরগনার বেলঘরিয়ার তৃণমূল ছাত্র পরিষদের একটি অনুষ্ঠানে যোগ দেন দলীয় বিধায়ক মদন মিত্র। সেই মঞ্চ থেকে দলীয় কাউন্সিলরদের নিশানা করতে গিয়ে কার্যত তাঁদের সমালোচনায় মুখর হন। তিনি বলেন, "কোনও কাউন্সিলর যদি আপনাদের চাকরবাকর মনে করেন তাহলে কোনও কিছুর পরোয়া করেন না । সেই সব কাউন্সিলরদের পাত্তা দেওয়ার কোনও দরকার নেই । সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন । আমি সেই সমস্ত কাউন্সিলরদের কায়দা করে দেব ।"

কাউন্সিলরদের কটাক্ষ কামারহাটির তৃণমূল বিধায়কের (ইটিভি ভারত)

কাউন্সিলরদের কটাক্ষ করে মদন আরও বলেন, "খায় না মাথায় দেয় ! বাড়িতে বসেছিল । আপনারা আশীর্বাদ করেছেন বলে গায়ে শাল জড়িয়ে কাউন্সিলর হয়ে গিয়েছে । কাল যদি গা থেকে তৃণমূলের কাপড়টা কেড়ে নেওয়া হয়, খেতে পাবে না । অনেকে আছেন আমি জানি । এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন, আমি বলেছি । কোনও কাউন্সিলরকে পরোয়া করার দরকার নেই ।"

তবে, এই প্রসঙ্গে বলতে গিয়ে মদন মিত্র কর্মী সমর্থকদের বারবার বোঝানোর চেষ্টা করেছেন, তিনি তাঁর বিধানসভা এলাকার মানুষের জন্য কতটা আন্তরিক ! মদনের কথায়, "প্রয়োজন হলেই আমাকে সরাসরি ফোন করুন । আমার কোনও এজেন্ট কিংবা ব্রোকার নেই । কেউ আমাকে ফোন করেছেন, অথচ আমি সেই ফোনে সাড়া দিইনি অথবা কাজ করে দিইনি এমন উদাহরণ দেখাতে পারলে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দেব । এতটুকু ভাবনাচিন্তা করব না ।"

Madan Mitra
বেলঘরিয়ার তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানে মদন মিত্র (নিজস্ব ছবি)

মদনের এই মন্তব্যে বিতর্ক দেখা দিয়েছে । পাশাপাশি মদন মিত্র কাউন্সিলরদের 'পাত্তা' না দেওয়ার যে বার্তা দিয়েছেন, তাতে শাসকদলের অন্দরে বিভাজন আরও চওড়া হবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । যদিও, দলের কোন নেতাকে উদ্দেশ্য করে তৃণমূল বিধায়ক মদন মিত্র এই মন্তব্য করতে চেয়েছেন, তা অবশ্য স্পষ্ট হয়নি । এ নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.