পটনা, 24 ফেব্রুয়ারি: রাতে ভয়াবহ দুর্ঘটনা ! ট্রাকের সঙ্গে অটোর ধাক্কায় কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে ৷ আহত আরও বেশ কয়েকজন ৷ ঘটনাটি ঘটেছে বিহারের রাজধানী পটনায় ৷ আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা চলছে ৷ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে মসৌরী-পিতওয়ান রাস্তায় নুরা বাজার ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে, দুর্ঘটনার সময় 10 জন যাত্রীদের নিয়ে মসৌরী থেকে নৌবতপুরের দিকে যাচ্ছিল অটোটি ৷ সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে আটোটির ৷ দুর্ঘটনার ভয়াবহতা এতটাই বেশি ছিল, সঙ্গে সঙ্গে দুটি গাড়িই রাস্তার ধারে খালের মধ্যে উল্টে যায় ৷ ঘটনাস্থলেই প্রাণ হারান অটোর 7 যাত্রী ৷ গুরুতর আহত বাকি যাত্রীরা ৷
दिनांक 23.02.25 की रात्रि लगभग 09.30 बजे #मसौढ़ी थानांतर्गत स्थित नूरा पुल के पास 01 ट्रक एवं 01 टेम्पो के बीच टक्कर होने की सूचना प्राप्त हुई।
— Patna Police (@PatnaPolice24x7) February 23, 2025
सूचना पर तत्काल पुलिस टीम घटनास्थल पर पहुंची तथा अनुमंडल पुलिस पदाधिकारी-01 मसौढ़ी, द्वारा घटनास्थल का निरीक्षण किया गया, जहां 07…
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা ৷ দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের উদ্ধারের কাজ শুরু করেন তারা ৷ খবর দেওয়া হয় স্থানীয় থানাতেও ৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছন মসৌরী থানার পুলিশ ৷ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান তাঁরা ৷ জানা গিয়েছে, মৃতরা সকলেই দিনমজুর ৷ প্রতিদিন তাঁরা কাজের জন্য মসৌরীতে যাতায়াত করেন ৷ এদিনও কাজ সেরে বাড়ি ফিরছিলেন তাঁরা ৷ সেই সময় এই বিপত্তি ৷
পুলিশের তথ্য অনুযায়ী, মৃতরা হলেন সুশীল রাম (30), মেশ বিন্দ (40), বিনয় বিন্দ (40), মতেন্দ্র বিন্দ (30), উমেশ বিন্দ (40), উমেশ বিন্দ (30) এবং সুরজ ঠাকুর (20) ৷ দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন মসৌরীর বিধায়ক রেখা দেবী ৷ ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন তিনি ৷ সেই সঙ্গে, মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকার আর্থিক অনুদান ঘোষণা করেন তিনি ৷
ঘটনা প্রসঙ্গে মসৌরী থানার শীর্ষ পুলিশ আধিকারিক বিজয় যাদবেন্দু বলেন, "মৃতদের মধ্য়ে সকলেই দিনমজুর ৷ দুর্ঘটনার আসল কারণ কী, তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে ৷"