ETV Bharat / bharat

কুম্ভ থেকে ফেরার পথে বাস-জিপ সংঘর্ষ, 6 পুণ্য়ার্থীর মৃত্যু - MP JABALPUR ACCIDENT

কর্ণাটকের বাসিন্দা পুণ্য়ার্থীরা মহাকুম্ভে স্নান করতে প্রয়াগরাজ গিয়েছিলেন। সেখান থেকে তাঁরা জিপে করে বাড়ি ফিরছিলেন।

MP JABALPUR ACCIDENT
কুম্ভ থেকে ফেরার পথে বাস-জিপের সংঘর্ষ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2025, 3:30 PM IST

জব্বলপুর, 24 ফেব্রুয়ারি: মহাকুম্ভ থেকে ফেরার পথে সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় মৃত 6 পুণ্যার্থী ৷ মধ্যপ্রদেশের সিহোরার কাছে বাস ও জিপের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় আরও দু'জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য সিহোরা হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখান থেকে তাঁদের জব্বলপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে ৷ নিহতরা সকলেই কর্ণাটকের বাসিন্দা বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, তাঁরা মহাকুম্ভে স্নান করতে প্রয়াগরাজ গিয়েছিলেন। সেখান থেকে তারা জিপে করে কর্ণাটকে ফিরছিলেন। ভোর পাঁচটা নাগাদ জব্বলপুরের সিহোরার কাছে খেতোলায়, দ্রুতগামী জিপটি ডিভাইডার ভেঙে ভুল সাইডে এসে একটি বাসকে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল, জিপটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ দু'জন গুরুতর আহতও হন। বাসের চালক পলাতক ৷

জব্বলপুরের কালেক্টর দীপক কুমার সাক্সেনা বলেন, "এই দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে, দু'জন আহত।" আহতদের নাম সদাশিব ও অপলানি মুস্তাফ বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছে বিরূপাক্ষ, গৌমতী, ভাস্বরাজ, বলচাঁদ রাজু, সুনীল এবং বীরেন্দ্র।

ডায়াল 100-এর মাধ্যমে জব্বলপুর পুলিশ ঘটনার তথ্য পায়। এরপরই ঘটনাস্থলে পৌঁছন জব্বলপুরের কালেক্টর ও পুলিশ সুপার। আহতদের মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে, মহাকুম্ভ থেকে ফেরার পথে জব্বলপুরে অন্য এক দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে ৷ এরা সকলেই হায়দরাবাদের বাসিন্দা ৷ খান্ডোয়ায় আরও একটি দুর্ঘটনায় ট্রলির সঙ্গে ধাক্কা লাগে গাড়ির ৷ পাশাপাশি দেবাসে মহাকুম্ভ থেকে ওমকারেশ্বরে যাওয়ার পথে গাড়িতে ট্রাকের ধাক্কায় দম্পতির মৃত্যু হয়েছে ৷

জব্বলপুর, 24 ফেব্রুয়ারি: মহাকুম্ভ থেকে ফেরার পথে সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় মৃত 6 পুণ্যার্থী ৷ মধ্যপ্রদেশের সিহোরার কাছে বাস ও জিপের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় আরও দু'জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য সিহোরা হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখান থেকে তাঁদের জব্বলপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে ৷ নিহতরা সকলেই কর্ণাটকের বাসিন্দা বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, তাঁরা মহাকুম্ভে স্নান করতে প্রয়াগরাজ গিয়েছিলেন। সেখান থেকে তারা জিপে করে কর্ণাটকে ফিরছিলেন। ভোর পাঁচটা নাগাদ জব্বলপুরের সিহোরার কাছে খেতোলায়, দ্রুতগামী জিপটি ডিভাইডার ভেঙে ভুল সাইডে এসে একটি বাসকে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল, জিপটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ দু'জন গুরুতর আহতও হন। বাসের চালক পলাতক ৷

জব্বলপুরের কালেক্টর দীপক কুমার সাক্সেনা বলেন, "এই দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে, দু'জন আহত।" আহতদের নাম সদাশিব ও অপলানি মুস্তাফ বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছে বিরূপাক্ষ, গৌমতী, ভাস্বরাজ, বলচাঁদ রাজু, সুনীল এবং বীরেন্দ্র।

ডায়াল 100-এর মাধ্যমে জব্বলপুর পুলিশ ঘটনার তথ্য পায়। এরপরই ঘটনাস্থলে পৌঁছন জব্বলপুরের কালেক্টর ও পুলিশ সুপার। আহতদের মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে, মহাকুম্ভ থেকে ফেরার পথে জব্বলপুরে অন্য এক দুর্ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে ৷ এরা সকলেই হায়দরাবাদের বাসিন্দা ৷ খান্ডোয়ায় আরও একটি দুর্ঘটনায় ট্রলির সঙ্গে ধাক্কা লাগে গাড়ির ৷ পাশাপাশি দেবাসে মহাকুম্ভ থেকে ওমকারেশ্বরে যাওয়ার পথে গাড়িতে ট্রাকের ধাক্কায় দম্পতির মৃত্যু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.