কলকাতা, 24 ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা ৷ এমনটাই স্পষ্ট করে জানিয়ে দিল জুনিয়র চিকিৎসকদের এই সংগঠন ৷ চিকিৎসা কেবল সেবা নয়, তা হল মানুষের অধিকার ৷ সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের সভার আগে এই কথা মনে করিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা । আর চিকিৎসার অধিকার পাওয়া জন্য বৈঠকে হাজির না হয়ে বরং এবার পথে নামবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ।
প্রসঙ্গত, আরজি কর ধর্ষণ ও খুন-কাণ্ডের পর কেটে গিয়েছে 6 মাস । তারপর প্রথমবার রাজ্যের চিকিৎসকদের সঙ্গে মুখোমুখি বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার ধনধান্য অডিটোরামে চিকিৎসকদের সঙ্গে তাঁর এই সভা অনুষ্ঠিত হবে। এই সভার মূল কথা হল, চিকিৎসার অপর নাম সেবা । এই সভার আয়োজন করেছে স্টেট গ্রিভান্স রিড্রেসাল সেল ।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে এই সভাকে ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন । চিকিৎসক সংগঠনের কথায়, এর আগের নবান্নের সভা ঘরে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের যে সমস্ত আশ্বাস দিয়েছিলেন, তার কোনটাই এখনও পূরণ হয়নি । তাই এই সভাকে ধিক্কার জানাচ্ছেন তাঁরা । তারই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট মনে করছে, এই সভাকে কেন্দ্র করে অভিযোগ নেওয়ার নামে মেডিক্যাল কলেজগুলিতে নতুন করে তৈরি হয়েছে থ্রেট কালচার এবং লবি ।
জুনিয়র চিকিৎসক পুলস্থ আচার্য বলেন, "আমরা আমাদের যে প্রশ্নগুলি এতবার ও এতদিন ধরে সরকারের কাছে জানিয়ে এসেছি এবং যার উত্তরে আমরা শুধু পেয়েছি মিথ্যে আশ্বাস, আর সাধারণ মানুষ পেয়েছে শত্রু হিসেবে ডাক্তার শ্রেণিকে। এর পরিবর্তন আসবে আমাদের হাত ধরেই । এই সভার প্রচারের কাজে কলেজে কলেজে গিয়ে অভিযোগ গ্রহণের নামে মিথ্যা প্রহসন এবং নতুন লবির ধমকানি চমকানি করা হয়েছে ।"
পাশাপাশি এদিন তিনি প্রশ্ন তোলেন, রাজ্য়ের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের ভূমিকা নিয়েও । কারণ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা প্রথম দিন থেকেই স্বাস্থ্যসচিবের অপসারণ দাবি জানিয়ে এসেছেন। তবে স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক রদবদল হলেও নিজের পদে বহাল রয়েছে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ।
সেই বিষয়ে জুনিয়র চিকিৎসক পুলস্থ আচার্য বলেন, "যেই স্বাস্থ্যসচিব অবৈধ ট্রান্সফার থেকে শুরু করে একাধিক দুর্নীতিতে প্রত্যক্ষভাবে যুক্ত, এই বৈঠকে যোগদানের জন্য সব কলেজ ও হাসপাতালকে নোটিশ পাঠাচ্ছেন তিনি । যার 137 পাতার ফাইল আমরা মুখ্যসচিব মারফত মুখ্যমন্ত্রীর কাছে পাঠালেও একবিন্দু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো হয়নি, বরং স্বাস্থ্যক্ষেত্রে এক পদে বহাল থেকে প্রতিনিয়ত দুর্নীতিকে লালন পালন করতে সাহায্য করে চলেছেন তিনি ।"
তাই একাধিক জায়গায় অভিযোগ জানালেও তা পূরণ না-হওয়ার কথা জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট । এবার পথে নামবেন জুনিয়র চিকিৎসকরাই । এক মাস ধরে তাঁরা চিকিৎসক থেকে রোগী সকলের থেকে অভিযোগ শুনবেন।
জুনিয়র চিকিৎসক পুলস্থ আচার্যের কথায়, "আগামী এক মাস বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অভিযোগ সংগ্রহ কর্মসূচি চালাব । যেখানে কেবল চিকিৎসক নয়, রোগীদেরও কী কী অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তা সামনে এনে রাখব । যা যা অভিযোগ আমরা পাব নথিবদ্ধ করা হবে এবং তা থেকে আসল দাবিপত্র বানানো হবে । অন্যদিকে চিকিৎসক, মেডিকেল ছাত্র ছাত্রী, স্বাস্থ্যকর্মীদের যে অভিযোগ তা নিয়েও অভিযোগপত্র গ্রহণ করা হবে সার্ভের মাধ্যমে । আমরা মনে করি, যথাযথভাবে এই অভাব অভিযোগের কথা গুলো সকলের সামনে আসা উচিত ।"