ETV Bharat / sports

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইসলামিক স্টেটের অশুভ ছায়া, সতর্কতা জারি পাকিস্তানে - TERROR THREAT ON CHAMPIONS TROPHY

ইসলামিক স্টেট খোরাসান প্রদেশের পরিকল্পনা গোচরে এসেছে পাক গুপ্তচর সংস্থার ৷ তাই জারি হয়েছে সতর্কতা ৷ কী সেই পরিকল্পনা?

HOST PAKISTAN ON HIGH ALERT
পাকিস্তানে সতর্কতা (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 24, 2025, 5:55 PM IST

ইসলামাবাদ, 24 ফেব্রুয়ারি: মধ্যগগনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ রবিবার দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে বাইশ গজের অন্যতম চর্চিত ভারত-পাক লড়াই ৷ এমন সময় চ্য়াম্পিয়ন্স ট্রফিতে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের অশুভ ছায়া ৷ যা নিয়ে সতর্ক করল পাকিস্তানের গুপ্তচর সংস্থা ৷ পাকিস্তানে ম্য়াচ দেখতে আসা ভিনদেশের নাগরিকদের অপহরণ করে নাকি মোটা অঙ্কের অর্থ আদায়ের ফাঁদ পেতেছে ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (ISKP) ৷ এই মর্মে পাকিস্তানকে সতর্ক করেছে সেদেশের গুপ্তচর সংস্থা ৷

1996 সালের পর প্রথমবার অর্থাৎ, প্রায় তিন দশক পর আইসিসি'র কোনও টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে পাকিস্তানে ৷ অবশ্য নিরাপত্তা ইস্যুতে ভারতীয় দল সেদেশে যেতে অস্বীকার করায় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্ট ৷ ভারতীয় দল তাঁদের ম্য়াচগুলি খেলছে দুবাইয়ে ৷ আয়োজক পাকিস্তান ইতিমধ্যেই বেশ কিছু বিষয়ে বিতর্কে জড়িয়েছে ৷ ইংল্য়ান্ড বনাম অস্ট্রেলিয়া ম্য়াচে ভুল করে ভারতীয় জাতীয় সঙ্গীত বেজে ওঠায় মুখ পুড়েছে আয়োজকদের ৷ এমতাবস্থায় গুপ্তচর সংস্থার সতর্কবার্তায় নড়েচড়ে বসেছে সেদেশের সরকার ৷

2009 সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলার স্মৃতি এখনও টাটকা ৷ সেই দুঃসহ স্মৃতি মাথায় রেখে গুপ্তচর সংস্থার সতর্কবার্তার পর চলতি আইসিসি ইভেন্ট সুস্থভাবে শেষ করা পাকিস্তানের জন্য সত্যিকারের চ্যালেঞ্জ ৷ পরিকল্পনা রূপায়ণের জন্য ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (ISKP) মূল শহর থেকে বেশ কিছুটা দূরে ঘাঁটি তৈরি করেছে বলে জানানো হয়েছে, যেখানে বাইক কিংবা রিকশা ছাড়া পৌঁছনো সম্ভব নয় ৷ ইন্ডিয়া ট্যুডে'র রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে ৷

সিসিটিভি আওতার বাইরে থাকা বিভিন্ন স্থান, বাড়িকেই পছন্দের জায়গা হিসেবে বেছে নিয়েছে সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন ৷ তাদের টার্গেট মূলত চিন কিংবা মধ্যপ্রাচ্যের নাগরিকরা ৷ জঙ্গি সংগঠনগুলির কড়া নজরে বন্দর এলাকা, বিমানবন্দর এলাকা কিংবা বিভিন্ন অফিসপাড়া ৷ শুধু পাকিস্তান নয়, আফগানিস্তানেও ইসলামিক স্টেট তাঁদের এই কার্যকলাপের পরিকল্পনা করেছে বলে সাবধান করেছে সেদেশের (আফগানিস্তান) গুপ্তচর সংস্থা ৷ গতবছর ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ-পোষিত জঙ্গি সংগঠন আল-আজাইম এক মিডিয়া রিলিজে ক্রিকেটের তীব্র বিরোধিতা করেছিল ৷ আফগানিস্তান ক্রিকেট দলকে সেদেশের তালিবান সরকার সমর্থন করায় সেই জঙ্গি সংগঠন সমালোচনা করে জানায়, ক্রিকেট জাতীয়তাবাদের জন্ম দেয়, যা ইসলামের জিহাদ মতাদর্শের পরিপন্থী ৷

আরও পড়ুন:

ইসলামাবাদ, 24 ফেব্রুয়ারি: মধ্যগগনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ৷ রবিবার দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে বাইশ গজের অন্যতম চর্চিত ভারত-পাক লড়াই ৷ এমন সময় চ্য়াম্পিয়ন্স ট্রফিতে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের অশুভ ছায়া ৷ যা নিয়ে সতর্ক করল পাকিস্তানের গুপ্তচর সংস্থা ৷ পাকিস্তানে ম্য়াচ দেখতে আসা ভিনদেশের নাগরিকদের অপহরণ করে নাকি মোটা অঙ্কের অর্থ আদায়ের ফাঁদ পেতেছে ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (ISKP) ৷ এই মর্মে পাকিস্তানকে সতর্ক করেছে সেদেশের গুপ্তচর সংস্থা ৷

1996 সালের পর প্রথমবার অর্থাৎ, প্রায় তিন দশক পর আইসিসি'র কোনও টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে পাকিস্তানে ৷ অবশ্য নিরাপত্তা ইস্যুতে ভারতীয় দল সেদেশে যেতে অস্বীকার করায় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্ট ৷ ভারতীয় দল তাঁদের ম্য়াচগুলি খেলছে দুবাইয়ে ৷ আয়োজক পাকিস্তান ইতিমধ্যেই বেশ কিছু বিষয়ে বিতর্কে জড়িয়েছে ৷ ইংল্য়ান্ড বনাম অস্ট্রেলিয়া ম্য়াচে ভুল করে ভারতীয় জাতীয় সঙ্গীত বেজে ওঠায় মুখ পুড়েছে আয়োজকদের ৷ এমতাবস্থায় গুপ্তচর সংস্থার সতর্কবার্তায় নড়েচড়ে বসেছে সেদেশের সরকার ৷

2009 সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলার স্মৃতি এখনও টাটকা ৷ সেই দুঃসহ স্মৃতি মাথায় রেখে গুপ্তচর সংস্থার সতর্কবার্তার পর চলতি আইসিসি ইভেন্ট সুস্থভাবে শেষ করা পাকিস্তানের জন্য সত্যিকারের চ্যালেঞ্জ ৷ পরিকল্পনা রূপায়ণের জন্য ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (ISKP) মূল শহর থেকে বেশ কিছুটা দূরে ঘাঁটি তৈরি করেছে বলে জানানো হয়েছে, যেখানে বাইক কিংবা রিকশা ছাড়া পৌঁছনো সম্ভব নয় ৷ ইন্ডিয়া ট্যুডে'র রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে ৷

সিসিটিভি আওতার বাইরে থাকা বিভিন্ন স্থান, বাড়িকেই পছন্দের জায়গা হিসেবে বেছে নিয়েছে সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন ৷ তাদের টার্গেট মূলত চিন কিংবা মধ্যপ্রাচ্যের নাগরিকরা ৷ জঙ্গি সংগঠনগুলির কড়া নজরে বন্দর এলাকা, বিমানবন্দর এলাকা কিংবা বিভিন্ন অফিসপাড়া ৷ শুধু পাকিস্তান নয়, আফগানিস্তানেও ইসলামিক স্টেট তাঁদের এই কার্যকলাপের পরিকল্পনা করেছে বলে সাবধান করেছে সেদেশের (আফগানিস্তান) গুপ্তচর সংস্থা ৷ গতবছর ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ-পোষিত জঙ্গি সংগঠন আল-আজাইম এক মিডিয়া রিলিজে ক্রিকেটের তীব্র বিরোধিতা করেছিল ৷ আফগানিস্তান ক্রিকেট দলকে সেদেশের তালিবান সরকার সমর্থন করায় সেই জঙ্গি সংগঠন সমালোচনা করে জানায়, ক্রিকেট জাতীয়তাবাদের জন্ম দেয়, যা ইসলামের জিহাদ মতাদর্শের পরিপন্থী ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.