ETV Bharat / state

ভিন রাজ্যে গোপন অভিযানে কলকাতা পুলিশের STF, হদিস বেআইনি অস্ত্র কারখানার - ILLEGAL FIREARMS FACTORY

ভিন রাজ্যে অভিযান চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র কারখানার হদিস পেল কলকাতা পুলিশের এসটিএফ ৷ উদ্ধার আগ্নেয়াস্ত্র বানানোর বিপুল পরিমাণ সরঞ্জাম ৷

ILLEGAL FIREARMS FACTORY
ভিন রাজ্যে গোপন অভিযান কলকাতা STF'র (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2025, 11:53 AM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: সম্প্রতি দক্ষিণ 24 পরগনায় অভিযান চালান কলকাতা পুলিশের এসটিএফ গোয়েন্দারা ৷ সেই অভিযানে প্রায় 190 রাউন্ড গুলি উদ্ধার করেন তাঁরা । পরে বিবাদী বাগে একটি বৈধ্য আগ্নেয়াস্ত্রের দোকানে তল্লাশি চালিয়ে দুস্কৃতীদের অস্ত্র পাচারের ছবি সামনে আনেন তাঁরা । এবার ঝাড়খণ্ডে গোপন অভিযান চালাল এসটিএফ । উদ্ধার অস্ত্র বানানোর বিপুল পরিমাণ সরঞ্জাম । বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছেন এসটিএফ গোয়েন্দারা ৷

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে স্থানীয় পুলিশের সহযোগীতায় ঝাড়খণ্ডের গিরিডিতে অবস্থিত একটি আগ্নেয়াস্ত্র কারখানায় তল্লাশি অভিযান চালান কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷ অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছেন তাঁরা ৷

এই প্রসঙ্গে কলকাতা পুলিশের এসটিএফের দায়িত্বে থাকা ভি সলেমন নেশাকুমার বলেন, "এই অভিযানে রাঁচির এটিএস আমাদের সাহাজ্য করেছে ।" তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে, একাধিক আগ্নেয়াস্ত্রও । সেই সঙ্গে, উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র বানানোর সরঞ্জাম, একাধিক লেদ মেশিন, গুলি বানানোর সরঞ্জাম-সহ একাধিক সামগ্রী ।

ঘটনায় গ্রেফতার করা হয়েছে মহম্মদ দাইমুদ্দিন, মহম্মদ শাকিল, মহম্মদ ইমরান, মহম্মদ আফরোজ, রূপেশ শর্মা ও মহম্মদ সনু নামে কয়েকজন দুষ্কৃতীকে । ধৃতরা সকলেই আন্তর্জাতিক আগ্নেয়াস্ত্র পাচারকারী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে বলে অনুমান তদন্তকারীদের । তাদের কলকাতায় ফেরানোর তোড়জোড় শুরু করেছেন কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা ।

উল্লেখ্য, চলতি মাসে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ অভিযানে বেশ কয়েকজন ধরা পড়ে । তারা প্রত্যেকেই বেআইনি আগ্নেয়াস্ত্র পাচারকারী বলে দাবি তদন্তকারীদের । কলকাতা পুলিশের এসটিএফ-এর পাশাপাশি রাজ্য পুলিশের এসটিএফের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য । জানা গিয়েছে, কলকাতার বৈধ্য আগ্নেয়াস্ত্রের দোকান থেকে দেদার পাচার হচ্ছে আগ্নেয়াস্ত্র । সেই খবর সামনে আসার পরই ঝাড়খণ্ডে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ ৷

পড়ুন: আইনি গেরোয় আটকে এনওসি, রাজপথ থেকে উধাত্ত হতে পারে অ্যাপ বাইক ট্যাক্সি

কলকাতা, 24 ফেব্রুয়ারি: সম্প্রতি দক্ষিণ 24 পরগনায় অভিযান চালান কলকাতা পুলিশের এসটিএফ গোয়েন্দারা ৷ সেই অভিযানে প্রায় 190 রাউন্ড গুলি উদ্ধার করেন তাঁরা । পরে বিবাদী বাগে একটি বৈধ্য আগ্নেয়াস্ত্রের দোকানে তল্লাশি চালিয়ে দুস্কৃতীদের অস্ত্র পাচারের ছবি সামনে আনেন তাঁরা । এবার ঝাড়খণ্ডে গোপন অভিযান চালাল এসটিএফ । উদ্ধার অস্ত্র বানানোর বিপুল পরিমাণ সরঞ্জাম । বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছেন এসটিএফ গোয়েন্দারা ৷

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে স্থানীয় পুলিশের সহযোগীতায় ঝাড়খণ্ডের গিরিডিতে অবস্থিত একটি আগ্নেয়াস্ত্র কারখানায় তল্লাশি অভিযান চালান কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷ অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছেন তাঁরা ৷

এই প্রসঙ্গে কলকাতা পুলিশের এসটিএফের দায়িত্বে থাকা ভি সলেমন নেশাকুমার বলেন, "এই অভিযানে রাঁচির এটিএস আমাদের সাহাজ্য করেছে ।" তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে, একাধিক আগ্নেয়াস্ত্রও । সেই সঙ্গে, উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র বানানোর সরঞ্জাম, একাধিক লেদ মেশিন, গুলি বানানোর সরঞ্জাম-সহ একাধিক সামগ্রী ।

ঘটনায় গ্রেফতার করা হয়েছে মহম্মদ দাইমুদ্দিন, মহম্মদ শাকিল, মহম্মদ ইমরান, মহম্মদ আফরোজ, রূপেশ শর্মা ও মহম্মদ সনু নামে কয়েকজন দুষ্কৃতীকে । ধৃতরা সকলেই আন্তর্জাতিক আগ্নেয়াস্ত্র পাচারকারী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে বলে অনুমান তদন্তকারীদের । তাদের কলকাতায় ফেরানোর তোড়জোড় শুরু করেছেন কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা ।

উল্লেখ্য, চলতি মাসে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ অভিযানে বেশ কয়েকজন ধরা পড়ে । তারা প্রত্যেকেই বেআইনি আগ্নেয়াস্ত্র পাচারকারী বলে দাবি তদন্তকারীদের । কলকাতা পুলিশের এসটিএফ-এর পাশাপাশি রাজ্য পুলিশের এসটিএফের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য । জানা গিয়েছে, কলকাতার বৈধ্য আগ্নেয়াস্ত্রের দোকান থেকে দেদার পাচার হচ্ছে আগ্নেয়াস্ত্র । সেই খবর সামনে আসার পরই ঝাড়খণ্ডে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ ৷

পড়ুন: আইনি গেরোয় আটকে এনওসি, রাজপথ থেকে উধাত্ত হতে পারে অ্যাপ বাইক ট্যাক্সি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.