হায়দরাবাদ: ভারতে দু’টি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট Samsung। এই দু’টি মডেল Samsung Galaxy M16 5G এবং Galaxy M06 5G । সংস্থার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইতিমধ্যেই দুটি ফোনের টিজার প্রকাশিত হয়েছে ৷ তবে দু’টি মডেল কবে প্রকাশিত হবে তা এখনও নির্দিষ্টভাবে জানানো হয়নি। তবে পোস্টে এই দু’টি স্মার্টফোনের বেশ কিছু ফিচার প্রকাশ করা হয়েছে। আসুন এবার জেনে নেওয়া যাক মডেল দু’টির বৈশিষ্ট্য ৷
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X হ্যন্ডেলে Samsung-এর করা পোস্ট অনুসারে জানা গিয়েছে, এই দুটি ফোনই শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করা হবে। ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনে এই দু’টি মডেলের একটি পোস্টারও প্রকাশিত হয়েছে ৷ যেখানে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ কোরিয়ার এই খ্যাতনামা সংস্থাটি এই মডেল দু’টি অ্যামাজনের মাধ্যমে বিক্রি করবে।
Prepare to witness the true Monster power that can't be beaten.
— Samsung India (@SamsungIndia) February 23, 2025
Stay tuned to know more. #CantBeatTheMonster #GalaxyM06 5G #GalaxyM16 5G #Samsung pic.twitter.com/Vtwo0MXMIE
এটাই সত্য়ি! বিশ্বের সবচেয়ে পাতলা ও ফোল্ডেবল স্মার্টফোন আনল Oppo
স্যামসাংয়ের দুটি আসন্ন মডেল
Amazon-এ প্রকাশিত স্মার্টফোনের Samsung Galaxy M16 5G এবং Galaxy M06 5G-এর পিছনের দিকের নকশা দেখা গিয়েছে । এই দুটি ফোনের পিছনে একটি ক্যাপসুলের মতো ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে ৷ যেটি বাঁ-দিকে অবস্থিত। Samsung Galaxy M16 5G এর ব্যাক ক্যামেরা সেটআপে তিনটি ক্যামেরা সেন্সর রয়েছে ৷ তবে Samsung Galaxy M06 5G এর ব্যাক ক্যামেরা সেটআপে একটু আলাদা ৷ এতে দুটি ব্যাক ক্যামেরা সেন্সর রয়েছে । এই দু’টি ফোনের পিছনে ক্যামেরা মডিউলের পাশে একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে । যাতে ছবি গুণগতমান এবং ছবি দু’টোই ভালো হয় ৷
Samsung Galaxy M06 5G মডেল নম্বর SM-M166P-সহ Geekbench-এর তালিকাতেও দেখা গিয়েছে। এই তালিকা থেকে দেখা যাচ্ছে যে ফোনটির প্রসেসরে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 SoC চিপসেট থাকতে পারে । এই চিপসেটের সাহায্যে, কোম্পানি এই ফোনে 8GB RAM দিতে পারে। এছাড়াও, এই ফোনটি অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক One UI 6 OS থাকবে ।