ETV Bharat / entertainment

তিনি একজন সম্পূর্ণ মানুষ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে নস্টালজিক গৌতম হালদার - SOUMITRA CHATTERJEE BIRTHDAY

কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে নিয়ে স্মৃতি রোমন্থন করলেন প্রখ্যাত নাট্যকার গৌতম হালদার ।

ETV BHARAT
সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে নস্টালজিক গৌতম হালদার (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 19, 2025, 2:30 PM IST

কলকাতা, 19 জানুয়ারি: পাঁচ বছর হল তিনি নেই ৷ তবু মানুষের মনে আজও তাঁর উজ্জ্বল উপস্থিতি ৷ বেঁচে থাকলে আজই 90 পূরণ করতেন ৷ সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ তাঁর জন্মদিনে স্বনামধন্য অভিনেতাকে নিয়ে নিজের জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নিলেন আর এক প্রখ্যাত নাট্যকার গৌতম হালদার ।

1935 সালের 19 জানুয়ারি কলকাতার মীর্জাপুর স্ট্রিটে (এখনকার সূর্য সেন স্ট্রিট) জন্ম নাট্যকার, অভিনেতা, লেখক তথা বাচিক শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের । 'অপুর সংসার' দিয়ে সিনেমায় হাতেখড়ি । এরপর তাঁর সুদীর্ঘ কর্মজীবনে মিলেছে একাধিক সম্মানীয় পুরস্কার । তালিকায় রয়েছে 'পদ্মভূষণ', 'দাদাসাহেব ফালকে', দুটি 'জাতীয় পুরস্কার', 'সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার'। নাট্যজগতের উজ্জ্বল নক্ষত্র তিনি ।

সেই নাট্যকার সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে আজ তাঁকে নিয়ে স্মৃতি রোমন্থন করে নাট্যকার গৌতম হালদার বললেন, "সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে অল্প পরিসরে বলা কঠিন । শেষ হবে না । প্রকৃত অর্থে একজন সম্পূর্ণ মানুষ ছিলেন তিনি । এক কথায় তাঁকে বিশ্লেষণ করা সম্ভব না । আমার দেখা তাঁর প্রথম নাটক 'নামজীবন'। তখন সবেমাত্র আমি নাটক করা শুরু করেছি । উত্তর কলকাতায় দেখতে গিয়েছিলাম 'নামজীবন'। চল্লিশ বছর আগেকার কথা । অন্যান্য নাটকও তখন দেখছি, আর ওটাও দেখলাম । চমকে উঠেছিলাম দেখে । কী অদ্ভুত, কী অসাধারণ, কী অসামান্য অভিনয় ! বাস্তবের রূপায়ণ করলেন মঞ্চে । তখনকার বাস্তবজীবন, সামাজিক জীবন কী নিখুঁতভাবে তুলে ধরেছেন 'নামজীবন' নাটকে । চোখের সামনে বাস্তব । 'নামজীবন' নামের সঙ্গে কী অদ্ভুত মিল গল্পে ।"

তিনি এও বলেন, "আরেকটি নাটকে দেখি তাঁকে । দর্শকের দিকে পিছন ফিরে কথা বলছেন । তাঁর সাবলীল অভিনয়ে উঠে আসছে গোটা কাহিনি । এতটুকু বুঝতে অসুবিধা হওয়ার অবকাশ নেই । সুদীর্ঘ কর্মজীবনে কত কাজ করে গিয়েছেন মানুষটা । ওই যে বললাম, ওঁকে নিয়ে অল্প পরিসরে বিশ্লেষণ অসম্ভব ।"

গৌতম হালদারের কথায়, "থিয়েটার তো শুধু নয় অসংখ্য সিনেমা, কবিতাপাঠ, লেখালিখি সবই করেছেন এক জীবনে । কাজ করেছেন কবিতার স্বর নিয়ে । সম্পূর্ণ একটি জীবনের অভিজ্ঞতার নাম সৌমিত্র চট্টোপাধ্যায় । তপন থিয়েটারে বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় 'ক্যালিগুলা' নাটক দেখতে এসেছিলেন তিনি । ওঁর মেয়ে পৌলমী আমার সঙ্গে 'ক্যালিগুলা'তে অভিনয় করেছেন । ওঁর কাছ থেকেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন, অধ্যবসায় নিয়ে অনেক গল্প শুনেছি । সেগুলো খুব ব্যক্তিগত । কাজই তাঁকে সম্মান দিয়েছে । যে সম্মানের তিনি সুযোগ্য মানুষ ।"

কলকাতা, 19 জানুয়ারি: পাঁচ বছর হল তিনি নেই ৷ তবু মানুষের মনে আজও তাঁর উজ্জ্বল উপস্থিতি ৷ বেঁচে থাকলে আজই 90 পূরণ করতেন ৷ সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ তাঁর জন্মদিনে স্বনামধন্য অভিনেতাকে নিয়ে নিজের জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নিলেন আর এক প্রখ্যাত নাট্যকার গৌতম হালদার ।

1935 সালের 19 জানুয়ারি কলকাতার মীর্জাপুর স্ট্রিটে (এখনকার সূর্য সেন স্ট্রিট) জন্ম নাট্যকার, অভিনেতা, লেখক তথা বাচিক শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের । 'অপুর সংসার' দিয়ে সিনেমায় হাতেখড়ি । এরপর তাঁর সুদীর্ঘ কর্মজীবনে মিলেছে একাধিক সম্মানীয় পুরস্কার । তালিকায় রয়েছে 'পদ্মভূষণ', 'দাদাসাহেব ফালকে', দুটি 'জাতীয় পুরস্কার', 'সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার'। নাট্যজগতের উজ্জ্বল নক্ষত্র তিনি ।

সেই নাট্যকার সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে আজ তাঁকে নিয়ে স্মৃতি রোমন্থন করে নাট্যকার গৌতম হালদার বললেন, "সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে অল্প পরিসরে বলা কঠিন । শেষ হবে না । প্রকৃত অর্থে একজন সম্পূর্ণ মানুষ ছিলেন তিনি । এক কথায় তাঁকে বিশ্লেষণ করা সম্ভব না । আমার দেখা তাঁর প্রথম নাটক 'নামজীবন'। তখন সবেমাত্র আমি নাটক করা শুরু করেছি । উত্তর কলকাতায় দেখতে গিয়েছিলাম 'নামজীবন'। চল্লিশ বছর আগেকার কথা । অন্যান্য নাটকও তখন দেখছি, আর ওটাও দেখলাম । চমকে উঠেছিলাম দেখে । কী অদ্ভুত, কী অসাধারণ, কী অসামান্য অভিনয় ! বাস্তবের রূপায়ণ করলেন মঞ্চে । তখনকার বাস্তবজীবন, সামাজিক জীবন কী নিখুঁতভাবে তুলে ধরেছেন 'নামজীবন' নাটকে । চোখের সামনে বাস্তব । 'নামজীবন' নামের সঙ্গে কী অদ্ভুত মিল গল্পে ।"

তিনি এও বলেন, "আরেকটি নাটকে দেখি তাঁকে । দর্শকের দিকে পিছন ফিরে কথা বলছেন । তাঁর সাবলীল অভিনয়ে উঠে আসছে গোটা কাহিনি । এতটুকু বুঝতে অসুবিধা হওয়ার অবকাশ নেই । সুদীর্ঘ কর্মজীবনে কত কাজ করে গিয়েছেন মানুষটা । ওই যে বললাম, ওঁকে নিয়ে অল্প পরিসরে বিশ্লেষণ অসম্ভব ।"

গৌতম হালদারের কথায়, "থিয়েটার তো শুধু নয় অসংখ্য সিনেমা, কবিতাপাঠ, লেখালিখি সবই করেছেন এক জীবনে । কাজ করেছেন কবিতার স্বর নিয়ে । সম্পূর্ণ একটি জীবনের অভিজ্ঞতার নাম সৌমিত্র চট্টোপাধ্যায় । তপন থিয়েটারে বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় 'ক্যালিগুলা' নাটক দেখতে এসেছিলেন তিনি । ওঁর মেয়ে পৌলমী আমার সঙ্গে 'ক্যালিগুলা'তে অভিনয় করেছেন । ওঁর কাছ থেকেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন, অধ্যবসায় নিয়ে অনেক গল্প শুনেছি । সেগুলো খুব ব্যক্তিগত । কাজই তাঁকে সম্মান দিয়েছে । যে সম্মানের তিনি সুযোগ্য মানুষ ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.