কলকাতা, 19 জানুয়ারি: 767 পর্বে গিয়ে শেষ হতে চলেছে ধারাবাহিক 'হরগৌরী পাইস হোটেল'। শেষ দিনের শুটিংকে মনে রাখার মতো করে তুললেন প্রযোজক নীলাঞ্জনা শর্মা ।
2022 সালের 12 সেপ্টেম্বর শুরু হয় এই ধারাবাহিক । শেষ সম্প্রচার 26 জানুয়ারি, 2025 । শেষদিনের শুটিংয়ের পর সন্ধ্যায় ধারাবাহিকের অভিনেতা থেকে কলাকুশলী - সকলকে 'হরগৌরী পাইস হোটেল-767' লেখা একটি স্মারক তুলে দেন নীলাঞ্জনা । চ্যানেলের প্রতিনিধিরাও বাদ পড়েননি । শুধু কী তাই ! এনটি ওয়ান স্টুডিয়োর চা বিক্রেতাকেও স্মারক তুলে দিতে ভোলেননি নীলাঞ্জনা । সকল সদস্যকে নিয়ে তিনি এদিন কেক কাটেন । চ্যানেলের পক্ষ থেকে নীলাঞ্জনার হাতে তুলে দেওয়া হয় 'হরগৌরী পাইস হোটেল'-এ শঙ্করদের (গল্পের মূল নায়ক) বাড়ি, মানে পাইস হোটেলের রেপ্লিকা ।
নীলাঞ্জনার চোখ এদিন ভিজে যাচ্ছিল বারবার । সামলে নিচ্ছিলেন । চোখে জল ছিল অভিনেতা থেকে কলাকুশলীদেরও । তবে এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করে সবাই দারুণ খুশি । প্রসঙ্গত, যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনার হাত ধরেই যাত্রা শুরু করে এই ধারাবাহিক । প্রথম দিনের সাংবাদিক সম্মেলনে তাঁরাই ছিলেন মধ্যমণি । শেষদিনে এদিন নীলাঞ্জনার পাশে যীশু না-থাকলেও, ছিল তাঁদের দুই মেয়ে সারা এবং জারা ।
শারীরিক অসুস্থতার কারণে মিঠু চক্রবর্তীকে ছেড়ে দিতে হয়েছিল এই ধারাবাহিক । এদিন সন্ধ্যায় তিনিও হাজির হন সেটে । ধারাবাহিকের সকল সদস্যর মুখে এদিন শুধুই নীলাঞ্জনার জয়গান । তিনি যেন প্রযোজক নন, তিনি কারও বন্ধু, কারও দিদি, কারও কাছে আবার মায়ের সমান । গল্পে শঙ্করের বাবার চরিত্রে অভিনয় করেন অনিন্দ্য সরকার । বলেন, "নীলাঞ্জনা সেটে এলে মনে হত না যে প্রযোজক এসেছে । মনে হত বন্ধু শুটিং দেখতে এসেছে ।"
এদিন নীলাঞ্জনা বলেন, "ছয় বছর পর যখন কাজে ফিরলাম তখন হরগৌরী পাইস হোটেল নিয়ে ফিরলাম । তাই এটা আমার কাছে খুব স্পেশাল । সব কাজই স্পেশাল হয় যদিও । আগামীতেও আমি পরিবারের গল্প বলতে চাই । পরিবার হল আমাদের সকলের জীবনের চাবিকাঠি । আমরা আমাদের শিকড়কে অস্বীকার করতে পারি না । সম্পর্ক এবং পরিবার আমার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায় । তাই আগামীতেও আমি এই নিয়েই এগোব ।"