হায়দরাবাদ, 19 জানুয়ারি: স্পেন এবং পর্তুগালের সঙ্গে 2030 ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো ৷ দায়িত্ব বর্তানোর পর থেকেই ফুটবলপ্রেমীদের আলোচনা কেন্দ্রে আশরফ হাকিমির দেশ ৷ মরক্কোর বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে চর্চার মধ্যেই সম্প্রতি সামনে এসেছে ভয়ানক তথ্য এবং ছবি ৷ ডেইলি মেইলের রিপোর্ট অনুযায়ী উত্তর আফ্রিকার দেশটি 2030 ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে 30 লক্ষ পথকুকুর হত্য়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই নিধন-যজ্ঞ ৷
বিশ্বের সামনে দেশের বিভিন্ন শহরকে ঝাঁ-চকচকেভাবে উপস্থাপন করতে গিয়ে মরক্কোর এহেন নির্মম পরিকল্পনায় নিন্দার ঝড় সর্বত্র ৷ গতবছর থেকে হাজারো পথকুকুরকে ইতিমধ্যেই সেদেশে হত্যা করা হয়েছে বলে ডেইলি মেইলের রিপোর্টে প্রকাশ ৷ বিষাক্ত খাবার খাইয়ে, গুলি করে অবলা প্রাণীদের সেদেশে মেরে ফেলার ছবিও সামনে এসেছে ৷ এমন অবস্থায় আসরে নেমেছে আন্তর্জাতিক পশুপ্রেমী সংগঠন আইডব্লিউএপিসি (IAWPC) ৷ এর বিরুদ্ধে প্রতিবাদেও সরব হয়েছে তাঁরা ৷
বিশ্বজুড়ে নিন্দার পরিপ্রেক্ষিতে অবস্থা বেগতিক দেখে ফিফা'কে মরক্কো জানায়, গতবছর অগস্টে পথকুকুর নিধন-যজ্ঞে রাশ টেনেছে তাঁরা ৷ অথচ আইডব্লিউএপিসি দাবি করছে, নির্মম হত্যা এখনও জারি রয়েছে আফ্রিকার দেশটিতে ৷ সংগঠনটি জানিয়েছে, মরক্কোর রাস্তাঘাটে যত্রতত্র গানম্যান ঘুরে বেড়াচ্ছে ৷ কুকুর দেখলেই গুলি করা হচ্ছে তাদের ৷ এরপর যন্ত্রণায় ছটফট শুরু করলে অবলা প্রাণীদের ট্রাকে তুলে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে এবং মেরে ফেলা হচ্ছে ৷
Boycott Morocco!
— pawan malhotra🇮🇳 (@malhotrapawan69) January 17, 2025
Killing millions of stray dogs for the 2030 FIFA World Cup is NOT " cleaning up"—it's mass murder! poisoning, shooting, and brutalizing innocent animals for tourism must be condemned. speak up! 🐾#BoycottMorocco #SaveMoroccoDogs #FIFA2030 #PETA pic.twitter.com/UPeE0vNrCg
এ ব্যাপারে বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফা'কে খোলা চিঠি লিখেছেন জনপ্রিয় পশু সংরক্ষণবিদ জেন গুডল ৷ অবিলম্বে মরক্কোয় পথকুকুর হত্য়া বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি ৷ ইন্টারন্য়াশনাল অ্যানিম্য়াল কোয়ালিশনের (IAC) তরফে একাধিক তথ্য এবং রিপোর্ট পাওয়ার পরেও ফিফা এবিষয়ে কোনও পদক্ষেপ না -করায় হতাশ তিনি ৷ মরক্কো এহেন নিধন-যজ্ঞ বন্ধ না-করলে বিশ্বকাপ আয়োজনের অধিকার কেড়ে নেওয়ার দাবিও তুলেছেন তিনি ৷ গুডলের মতে, ফুটবলপ্রেমীর অনেকেই পশুপ্রেমী ৷ তাঁরা কখনোই এই বর্বরোচিত সিদ্ধান্ত মেনে নেবেন না ৷
3 million dogs in Morocco are at risk of being killed ahead of the 2030 FIFA World Cup. The massacre has already started. Take action today to stop this mindless slaughter. Sign the petition now: https://t.co/kRoWTKqVB6 #stopkillingdogsinmorocco #FIFAWorldCup #YallaVamos2030 pic.twitter.com/b2vzrHWFGd
— Peter Egan (@PeterEgan6) November 28, 2024
সোশাল মিডিয়াতেও বইছে নিন্দার ঝড় ৷ অবিলম্বে এই হত্য়ালীলা বন্ধ করার পক্ষে সরব হয়েছেন সকলেই ৷ পথকুকুরদের বংশবৃদ্ধি রোধ করতে মরক্কো সরকারকে অন্য পন্থা নিতে বলছেন অনেকে ৷ এক এক্স ব্য়বহারকারী লিখেছেন, "এই নির্মম নিধন চলতে থাকলে সকল দেশের উচিত বিশ্বকাপ বয়কট করা ৷" ফিফা এই বিষয়ে কবে মুখ খোলে, সেদিকেই এখন তাকিয়ে সকলে ৷