ETV Bharat / entertainment

গানে গানে আলোয় ফেরার আশ্বাস শিল্পী সৌমিতা সাহার কণ্ঠে - Durga Puja Song - DURGA PUJA SONG

Puja Song Release: পুজোর আবহে আরজি কর কাণ্ডের সুবিচার পাওয়ার সুর ৷ সেই সুরে মিলিত হয়েছে সঙ্গীত শিল্পী সৌমিতা সাহার কণ্ঠে 'রূপং দেহি'।

Puja Song Release
শিল্পী সৌমিতা সাহার কণ্ঠে 'রূপং দেহি' গান (PR Handout)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 20, 2024, 5:55 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: দরজায় কড়া নাড়ছে বাঙালির বড় উঠসব, দুর্গোৎসব। যদিও অন্যান্য বছরের চেয়ে এই বছরের পুজো অনেকটা আলাদা। এক আঁধার রাতের আঁচল সরে আসার দীর্ঘ অপেক্ষা, অপেক্ষা সুবিচারের। এমন অন্ধকার সময়ে আলোয় ফেরার গান নিয়ে প্রকাশ পেতে চলেছে সঙ্গীত শিল্পী সৌমিতা সাহার কণ্ঠে 'রূপং দেহি'। বাংলার মেলতুনেস রেকর্ডস ও মহারাষ্ট্রের ওয়েস্টার্ন মিউজিক রেকর্ডস'-এর যৌথ উদ্যোগে প্রকাশ পেতে চলছে 'রূপং দেহি'।

শিল্পী বলেন, "আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে প্রতিনিয়ত মনে হচ্ছে যেন গোটা সময়টা একটা আঁধার রাতের চাদর, এটি মুছে গিয়ে থেকে আলোর ঠিকানা স্থায়ী হতে পারে মায়ের আগমনে। আমাদের দুর্গারা যেমন প্রাণের ভয় না পেয়ে করোনার মোকাবিলা করেছিলেন, তাদের দেখেই মনে হয় আরোগ্যের দেবীর রূপ যেন আমরা মর্তে খুঁজে পাই আমাদের নারী মেডিকেল কর্মীদের মধ্যে। সমান ভাবেই যারা সমরে বিজয়িনী, লড়াই করেছেন দেশের জন্য, বা যারা বিচার চেয়ে রাস্তায় নেমেছে, দেবীর দুর্গতিনাশিনী রূপ আমার চোঁখে আমি যেন তাদের মধ্যেই খুঁজে পাই ।"

উল্লেখ্য, সৌমিতার কথা ও সুরে এই গানে যেমন রয়েছে আরোগ্যের দেবীর কথা, তেমনই রয়েছে দেবীর রুদ্র রূপের আভাসও। গানের কথায় বারবার ফিরে এসেছে অন্ধকার থেকে আলোয় ফেরার কথা। বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব, এই সময় বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রকাশ পায় নতুন গান। এই বছর যেন গানের সুরেও বিরাজমান সমকালীন সময়ের কথা রয়েছে।

সব ধরনের গানে পারদর্শী সৌমিতার ইন্দ ফরাসি মেলবন্ধনে বৈচিত্র্যময় রবি গানের ভিডিয়ো ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছে বহু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। শিল্পীর নিজের লেখা ও সুরে তৈরি গানও বেশ জনপ্রিয়তা লাভ করেছে সম্প্রতি। অন্ধকারে উৎস হতে, এই আলোয় ফেরার গানটির শব্দ গ্রহণ করেছেন রানা মণ্ডল, দক্ষিণ কলকাতার নিউআর জে স্টুডিয়োতে মিউজিক মিক্সের দায়িত্বে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাউন্ড ইঞ্জিনিয়ার নেরো জেমস্।

কলকাতা, 20 সেপ্টেম্বর: দরজায় কড়া নাড়ছে বাঙালির বড় উঠসব, দুর্গোৎসব। যদিও অন্যান্য বছরের চেয়ে এই বছরের পুজো অনেকটা আলাদা। এক আঁধার রাতের আঁচল সরে আসার দীর্ঘ অপেক্ষা, অপেক্ষা সুবিচারের। এমন অন্ধকার সময়ে আলোয় ফেরার গান নিয়ে প্রকাশ পেতে চলেছে সঙ্গীত শিল্পী সৌমিতা সাহার কণ্ঠে 'রূপং দেহি'। বাংলার মেলতুনেস রেকর্ডস ও মহারাষ্ট্রের ওয়েস্টার্ন মিউজিক রেকর্ডস'-এর যৌথ উদ্যোগে প্রকাশ পেতে চলছে 'রূপং দেহি'।

শিল্পী বলেন, "আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে প্রতিনিয়ত মনে হচ্ছে যেন গোটা সময়টা একটা আঁধার রাতের চাদর, এটি মুছে গিয়ে থেকে আলোর ঠিকানা স্থায়ী হতে পারে মায়ের আগমনে। আমাদের দুর্গারা যেমন প্রাণের ভয় না পেয়ে করোনার মোকাবিলা করেছিলেন, তাদের দেখেই মনে হয় আরোগ্যের দেবীর রূপ যেন আমরা মর্তে খুঁজে পাই আমাদের নারী মেডিকেল কর্মীদের মধ্যে। সমান ভাবেই যারা সমরে বিজয়িনী, লড়াই করেছেন দেশের জন্য, বা যারা বিচার চেয়ে রাস্তায় নেমেছে, দেবীর দুর্গতিনাশিনী রূপ আমার চোঁখে আমি যেন তাদের মধ্যেই খুঁজে পাই ।"

উল্লেখ্য, সৌমিতার কথা ও সুরে এই গানে যেমন রয়েছে আরোগ্যের দেবীর কথা, তেমনই রয়েছে দেবীর রুদ্র রূপের আভাসও। গানের কথায় বারবার ফিরে এসেছে অন্ধকার থেকে আলোয় ফেরার কথা। বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব, এই সময় বিভিন্ন শিল্পীর কণ্ঠে প্রকাশ পায় নতুন গান। এই বছর যেন গানের সুরেও বিরাজমান সমকালীন সময়ের কথা রয়েছে।

সব ধরনের গানে পারদর্শী সৌমিতার ইন্দ ফরাসি মেলবন্ধনে বৈচিত্র্যময় রবি গানের ভিডিয়ো ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছে বহু আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। শিল্পীর নিজের লেখা ও সুরে তৈরি গানও বেশ জনপ্রিয়তা লাভ করেছে সম্প্রতি। অন্ধকারে উৎস হতে, এই আলোয় ফেরার গানটির শব্দ গ্রহণ করেছেন রানা মণ্ডল, দক্ষিণ কলকাতার নিউআর জে স্টুডিয়োতে মিউজিক মিক্সের দায়িত্বে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাউন্ড ইঞ্জিনিয়ার নেরো জেমস্।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.