ETV Bharat / bharat

পদপিষ্টে প্রাণ গিয়েছে অনেকের, সোমেও ভিড় নয়াদিল্লি স্টেশনে - TIGHT SECURITY AT NDLS

শনির রাতে নয়াদিল্লি স্টেশনে হুড়োহুড়িতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে 18 জনের ৷ সোমের সকালেও ভিড় অব্যাহত ৷ তাই কড়া নিরাপত্তায় স্টেশন চত্বর ৷

NEW DELHI RAILWAY STATION
ভিড় নয়াদিল্লি স্টেশনে (পিটিআই)
author img

By PTI

Published : Feb 17, 2025, 10:40 AM IST

নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: মহাকুম্ভে যাওয়ার পথে শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনা ৷ প্রাণ গিয়েছে 18 জনের ৷ ট্রেন আসতে দেরি হওয়ায় নয়াদিল্লি স্টেশনে অত্যধিক ভিড় হয় ৷ ট্রেনের ঘোষণা হতেই শুরু হয় হুড়োহুড়ি ৷ সোমবার সকালেও নয়াদিল্লি স্টেশনে যাত্রীদের ভিড় অব্যাহত ৷ যার জেরে স্টেশন চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷

রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (GRP)-সহ দিল্লি পুলিশ স্টেশনে ভিড় সামলাতে অতিরিক্ত কর্মী মোতায়েন রয়েছেন ৷ এদিন সকালে ওভারব্রিজ, ওভারব্রিজের সিঁড়ি এবং প্ল্যাটফর্মগুলি যাত্রীদের ভিড় ছিল একেবারে ঠাসা ৷ তাঁদের মধ্যে অনেকেই জানেন না, বিশেষ ট্রেনের সময়সূচি ৷ যা নিয়ে বিভ্রান্ত তাঁরা ৷ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও রেল পুলিশ হিমশিম খাচ্ছে ৷ যাত্রীদের বেশিরভাগই প্রয়াগরাজের মহাকুম্ভে সঙ্গমে যাবেন বলে জানিয়েছেন ৷

NEW DELHI RAILWAY STATION
কড়া নিরাপত্তায় স্টেশন চত্বর (পিটিআই)

আজ সকালে জলের কলের সামনে দীর্ঘ লাইনও দেখা যায় এদিন ৷ বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেখানে ৷ পাশাপাশি, যাঁদের কাছে ভারী ব্যাগ রয়েছে তাঁরা ভিড়ের মধ্যে হিমশিম খাচ্ছেন। রেলওয়ে সুরক্ষা বাহিনীর (RPF) কর্মীরা পরিস্থিতি আয়ত্তে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷ যাত্রীদের সাহায্য়ে তাঁরা ঠেলাঠেলি, হুড়োহুড়ি না-করে ছোট মাইক্রোফোন ব্যবহার করে জানাচ্ছেন, ত্রিবেণী সঙ্গমে যাওয়ার জন্য পরবর্তী বিশেষ ট্রেনের জন্য অপেক্ষা করতে ৷

NEW DELHI RAILWAY STATION
ভিড় সামলাতে অতিরিক্ত কর্মী মোতায়েন রয়েছেন (পিটিআই)

আরপিএফের কর্মকর্তারা জানাচ্ছেন, প্রয়াগরাজে যাওয়ার জন্য এই ভিড় আগামী কয়েকদিন ধরে চলতে পারে ৷ কারণ প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তিনি বলেন, "আমরা পুরো দমে কাজ করছি, কিন্তু এত বিপুল সংখ্যক যাত্রীর ভিড় সামাল দেওয়া সহজ নয় ৷" এদিকে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবারের রাতের পদপিষ্টের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ভিড় সামলাতে অতিরিক্ত বিশেষ ট্রেনের ঘোষণা দিয়েছেন।

NEW DELHI RAILWAY STATION
শনির রাতে নয়াদিল্লি স্টেশনের ছবি (এপি)

উল্লেখ্য, প্রয়াগরাজগামী যে ট্রেনে ওঠা নিয়ে এত কাণ্ড, সেই ট্রেনের ছবি সামনে আসার পর তা একেবারে শিউড়ে ওঠার মতো। তিলধারণের জায়গা পর্যন্ত ছিল না। এসি না জেনারেল কামরা, বোঝা দায়। দমবন্ধকর পরিস্থিতি। সেই ভিড় ট্রেন ধরতে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে একের পর এক আহতর মৃত্যু। মাত্রাতিরিক্ত ভিড়ের জেরেই দুর্ঘটনা, দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা ৷ তাঁরা এও দাবি করেছেন, এত ভিড়েও রেল পুলিশের তরফে কোনও নিরাপত্তা চোখে পড়েনি ৷ পাশাপাশি এমন ঘটনাও সামনে এসেছে গত পরশু রাতে ট্রেন আসার ঘোষণা ভুল প্ল্যাটফর্মে করা হয় ৷ তারজন্যই এমন বিপত্তি ৷ যদিও রেলের তরফে একথা অস্বীকার করা হয়েছে ৷

নয়াদিল্লি, 17 ফেব্রুয়ারি: মহাকুম্ভে যাওয়ার পথে শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনা ৷ প্রাণ গিয়েছে 18 জনের ৷ ট্রেন আসতে দেরি হওয়ায় নয়াদিল্লি স্টেশনে অত্যধিক ভিড় হয় ৷ ট্রেনের ঘোষণা হতেই শুরু হয় হুড়োহুড়ি ৷ সোমবার সকালেও নয়াদিল্লি স্টেশনে যাত্রীদের ভিড় অব্যাহত ৷ যার জেরে স্টেশন চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷

রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (GRP)-সহ দিল্লি পুলিশ স্টেশনে ভিড় সামলাতে অতিরিক্ত কর্মী মোতায়েন রয়েছেন ৷ এদিন সকালে ওভারব্রিজ, ওভারব্রিজের সিঁড়ি এবং প্ল্যাটফর্মগুলি যাত্রীদের ভিড় ছিল একেবারে ঠাসা ৷ তাঁদের মধ্যে অনেকেই জানেন না, বিশেষ ট্রেনের সময়সূচি ৷ যা নিয়ে বিভ্রান্ত তাঁরা ৷ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও রেল পুলিশ হিমশিম খাচ্ছে ৷ যাত্রীদের বেশিরভাগই প্রয়াগরাজের মহাকুম্ভে সঙ্গমে যাবেন বলে জানিয়েছেন ৷

NEW DELHI RAILWAY STATION
কড়া নিরাপত্তায় স্টেশন চত্বর (পিটিআই)

আজ সকালে জলের কলের সামনে দীর্ঘ লাইনও দেখা যায় এদিন ৷ বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেখানে ৷ পাশাপাশি, যাঁদের কাছে ভারী ব্যাগ রয়েছে তাঁরা ভিড়ের মধ্যে হিমশিম খাচ্ছেন। রেলওয়ে সুরক্ষা বাহিনীর (RPF) কর্মীরা পরিস্থিতি আয়ত্তে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৷ যাত্রীদের সাহায্য়ে তাঁরা ঠেলাঠেলি, হুড়োহুড়ি না-করে ছোট মাইক্রোফোন ব্যবহার করে জানাচ্ছেন, ত্রিবেণী সঙ্গমে যাওয়ার জন্য পরবর্তী বিশেষ ট্রেনের জন্য অপেক্ষা করতে ৷

NEW DELHI RAILWAY STATION
ভিড় সামলাতে অতিরিক্ত কর্মী মোতায়েন রয়েছেন (পিটিআই)

আরপিএফের কর্মকর্তারা জানাচ্ছেন, প্রয়াগরাজে যাওয়ার জন্য এই ভিড় আগামী কয়েকদিন ধরে চলতে পারে ৷ কারণ প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তিনি বলেন, "আমরা পুরো দমে কাজ করছি, কিন্তু এত বিপুল সংখ্যক যাত্রীর ভিড় সামাল দেওয়া সহজ নয় ৷" এদিকে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবারের রাতের পদপিষ্টের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ভিড় সামলাতে অতিরিক্ত বিশেষ ট্রেনের ঘোষণা দিয়েছেন।

NEW DELHI RAILWAY STATION
শনির রাতে নয়াদিল্লি স্টেশনের ছবি (এপি)

উল্লেখ্য, প্রয়াগরাজগামী যে ট্রেনে ওঠা নিয়ে এত কাণ্ড, সেই ট্রেনের ছবি সামনে আসার পর তা একেবারে শিউড়ে ওঠার মতো। তিলধারণের জায়গা পর্যন্ত ছিল না। এসি না জেনারেল কামরা, বোঝা দায়। দমবন্ধকর পরিস্থিতি। সেই ভিড় ট্রেন ধরতে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে একের পর এক আহতর মৃত্যু। মাত্রাতিরিক্ত ভিড়ের জেরেই দুর্ঘটনা, দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা ৷ তাঁরা এও দাবি করেছেন, এত ভিড়েও রেল পুলিশের তরফে কোনও নিরাপত্তা চোখে পড়েনি ৷ পাশাপাশি এমন ঘটনাও সামনে এসেছে গত পরশু রাতে ট্রেন আসার ঘোষণা ভুল প্ল্যাটফর্মে করা হয় ৷ তারজন্যই এমন বিপত্তি ৷ যদিও রেলের তরফে একথা অস্বীকার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.