পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

গোলাপি-কালো গাউনে কানের লাল গালিচায় 'বার্বি গার্ল' কিয়ারা - Cannes 2024 - CANNES 2024

Kiara Advani at Cannes 2024: সুন্দর গোলাপি এবং কালো গাউন পরে কানে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফাউন্ডেশনে উইমেন ইন সিনেমা গালা ডিনারের লাল গালিচায় হাঁটলেন কিয়ারা আদবানি । ভারতীয় সিনেজগতের হয়ে সেখানে প্রতিনিধিত্ব করছেন তিনি ।

Kiara Advani at Cannes
কিয়ারা আডবাণী (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 11:23 AM IST

Updated : May 19, 2024, 11:29 AM IST

হায়দরাবাদ, 19 মে: রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফাউন্ডেশনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন বলি অভিনেত্রী কিয়ারা আদবানি ৷ কানের ফ্রেঞ্চ রিভেরায় সম্প্রতি উইমেন ইন সিনেমা গালা ডিনারে যোগ দিয়েছিলেন 'শেরশাহ' অভিনেত্রী ৷ সেখান থেকে একের পর এক ছবি প্রকাশ্যে আসছে তাঁর ৷ এবার সামনে এল কিয়ারার তৃতীয় লুক ৷

সোশাল মিডিয়ায় উইমেন ইন সিনেমা গালা ডিনারে কিয়ারার একাধিক ছবি শেয়ার করা হয়েছে ৷ যেখানে গোলাপি এবং কালো লম্বা গাউনে লাল গালিচায় হাঁটতে দেখা যাচ্ছে তাঁকে ৷ মাটি লুটানো বিস্তৃত তাঁর গাউনটির পিছনে একটি বড় গোলাপি বো লাগানো রয়েছে ৷ সঙ্গে হাতে রয়েছে কালো লেসের গ্লাভস ৷ গলায় 'সত্যপ্রেম কি কথা' খ্যাত অভিনেত্রী পরেছেন সূক্ষ্ম কাজের হীরের নেকলেস ৷ সঙ্গে মাথায় সুন্দর করে উঁচু করে খোপা বেঁধেছেন তিনি ৷ ঠোঁটে রয়েছে গ্লসি লিপস্টিক ৷ সবকিছুর মেলবন্ধন কিয়ারাকে বার্বি লুক দিয়েছে ৷ এদিন কিয়ারার সঙ্গে ছবিতে ছিলেন ইভা লঙ্গোরিয়া, রিচার্ড গেরে এবং নাওমি ক্যাম্পবেলের মতো সুপরিচিত আন্তর্জাতিক সেলিব্রিটিরাও ।

সোশাল মিডিয়ায় কিয়ারার পোস্ট করা স্টোরি (ইনস্টাগ্রাম)

কিয়ারা আদবানি এই প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন ৷ আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করে দেশের মুখ উজ্জ্বল করছেন তিনি ৷ ফলে বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে বারবার তিনি উঠে আসছেন ৷ দেশের মানুষ মুখিয়ে রয়েছে বিদেশের মাটিতে কিয়ারার সাজ-পোশাকের ঝলক দেখার জন্য ৷ অভিনেত্রীও অনুরাগীদের মন রাখছেন এবং কান থেকে বিভিন্ন ছবি ভাগ করে নিচ্ছেন তাঁর সোশাল মিডিয়ার মাধ্যমে ৷ যারা জানেন না তাদের জন্য বলে রাখা ভালো, বিশ্বের বিনোদন শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন নামী ব্যক্তিত্বের সঙ্গে ভারতের হয়ে কিয়ারা আদবানিও রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফাউন্ডেশনের উইমেন ইন সিনেমা গালা ডিনারে যোগ দিয়েছিলেন ৷

মঙ্গলবার রাতে কোয়েন্টিন ডুপিয়েক্সের 'দ্য সেকেন্ড অ্যাক্ট' (Le Deuxieme Acte) এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাধ্যমে শুরু হয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যাল ৷ যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন লি সিডোক্স, ভিনসেন্ট লিন্ডো, লুইস গ্যারেল, এবং রাফায়েল কোয়েনার্ড ৷ কানে উপস্থিত অন্যান্য ভারতীয় অভিনেত্রীদের মধ্যে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন, শোভিতা ধুলিপালা এবং অদিতি রাও হায়দারি ।

আরও পড়ুন:

  1. সাদা খোলামোলা পোশাকে কানের গালা ডিনারে লাস্যময়ী কিয়ারা, দেখুন ভিডিয়ো
  2. থ্রিডি মেটালিক পোশাকে বয়স থমকে ঐশ্বর্য'র, রেড কার্পেটে যেন এক 'সোনালী পরী'
  3. 48 বছর পার, কান উৎসবে বিরল সম্মান পেল শ্যাম বেনেগলের 'মন্থন'
Last Updated : May 19, 2024, 11:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details