ETV Bharat / entertainment

'এবার ঘুরে দাঁড়ানোর পালা'- কার উদ্দেশ্যে বার্তা সলমন খানের ? - SIKANDAR TEASER OUT

ঈদের বক্সঅফিস দখল করতে ময়দানে উপস্থিত হলেন সলমন খান ৷ মুক্তি পেল 'সিকন্দর' ছবির টিজার ৷

Sikandar teaser
মুক্তি পেল 'সিকন্দর' ছবির টিজার (মুভি পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 14 hours ago

হায়দরাবাদ, 28 ডিসেম্বর: চলতি বছর ফাঁকা গেলেও 2025 সালের ঈদে আগে থেকেই নিমন্ত্রণ দিয়ে রাখলেন সলমন খান ৷ আসছে 'সিকন্দর' ৷ চলতি বছর সলমান খানকে প্রধান অভিনেতা হিসেবে কোনও ছবিতে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে অনুরাগীদের পাশাপাশি সলমন নিজেও যেন তাঁর ছবি 'সিকন্দর'-এর মুক্তির অপেক্ষায় ছিলেন ৷ সামনে এল 'সিকন্দর'-এর টিজার।

এই ছবির টিজার প্রথমে গতকাল অর্থাৎ 27 ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুর কারণে তা স্থগিত হয়ে যায় ৷এরপর নির্মাতাদের তরফে জানানো হয় এদিন সকাল 11.07 মিনিটে সোশাল মিডিয়ায় আসবে টিজার ৷ কিন্তু সেই সময়ও পরিবর্তন করা হয় ৷ অবশেষে বিকেল 4.05 নাগাদ সামনে আসে বহুল প্রতীক্ষিত 'সিকন্দর' ছবির টিজার ৷

টিজার আসার পরেই অনুরাগীদের শুভেচ্ছা বন্যায় ভাসছে নেটপাড়া ৷ 1.41 মিনিটের টিজারে ভাইজানের দুর্দান্ত এন্ট্রি, অ্যাকশন ও তুখোড় সংলাপে জমে যায় প্রতিটা দৃশ্য ৷ সলমনের কণ্ঠে শোনা যায়, " শুনেছি অনেক লোক আমার পিছনে পড়ে রয়েছেন ৷ ব্যাস.. এবার আমার ঘুরে দাঁড়ানোর পালা ৷" পুরো সোয়্যাগ নিয়ে সলমন যেভাবে সামনে এসেছেন তা এককথায় সিটি মার মোমেন্ট ৷

পাশাপাশি এই দিন সিকন্দর ছবির ফার্স্ট লুক পোস্টারও শেয়ার করেছেন অভিনেতা ৷ এই টিজার আসার পর শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায় ৷ অনেকেই মনে করছেন, যেন বিষ্ণোই গ্যাংকে ইঙ্গিত করে সলমনের মুখে শোনা গিয়েছে অনবদ্য সংলাপ ৷ কারণ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে একাধিক বার সলমনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ এমনকী, সলমনের গ্যালাক্সিতে চলে আক্রমণ ৷ তারপর টিজারে সলমনের ঘুরে দাঁড়ানোর মন্তব্য যেন কাকতালীয়ভাবে মিলে গিয়েছে ৷

সিকন্দর ছবির পরিচালনা করেছেন এআর মুরুগাদোস ৷ যিনি আমির খানের সঙ্গে 'গজনি' পরিচালনা করেছিলেন ৷ প্রথমবার পরিচালক কাজ করলেন সলমনের সঙ্গে ৷ ভাইজানের বিপরীতে রয়েছেন রশ্মিকা মন্দানা ও কাজল আগরওয়াল ৷ 2025 সালের মার্চ মাসে ঈদে মুক্তি পাবে 'সিকন্দর'। এর আগে চলতি বছর সলমনকে 'বেবি জন' ও রোহিত শেঠ্ঠির কপ অ্যাকশন সিনেমা 'সিংঘম এগেইন'-এ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে ৷

হায়দরাবাদ, 28 ডিসেম্বর: চলতি বছর ফাঁকা গেলেও 2025 সালের ঈদে আগে থেকেই নিমন্ত্রণ দিয়ে রাখলেন সলমন খান ৷ আসছে 'সিকন্দর' ৷ চলতি বছর সলমান খানকে প্রধান অভিনেতা হিসেবে কোনও ছবিতে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে অনুরাগীদের পাশাপাশি সলমন নিজেও যেন তাঁর ছবি 'সিকন্দর'-এর মুক্তির অপেক্ষায় ছিলেন ৷ সামনে এল 'সিকন্দর'-এর টিজার।

এই ছবির টিজার প্রথমে গতকাল অর্থাৎ 27 ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ৷ কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুর কারণে তা স্থগিত হয়ে যায় ৷এরপর নির্মাতাদের তরফে জানানো হয় এদিন সকাল 11.07 মিনিটে সোশাল মিডিয়ায় আসবে টিজার ৷ কিন্তু সেই সময়ও পরিবর্তন করা হয় ৷ অবশেষে বিকেল 4.05 নাগাদ সামনে আসে বহুল প্রতীক্ষিত 'সিকন্দর' ছবির টিজার ৷

টিজার আসার পরেই অনুরাগীদের শুভেচ্ছা বন্যায় ভাসছে নেটপাড়া ৷ 1.41 মিনিটের টিজারে ভাইজানের দুর্দান্ত এন্ট্রি, অ্যাকশন ও তুখোড় সংলাপে জমে যায় প্রতিটা দৃশ্য ৷ সলমনের কণ্ঠে শোনা যায়, " শুনেছি অনেক লোক আমার পিছনে পড়ে রয়েছেন ৷ ব্যাস.. এবার আমার ঘুরে দাঁড়ানোর পালা ৷" পুরো সোয়্যাগ নিয়ে সলমন যেভাবে সামনে এসেছেন তা এককথায় সিটি মার মোমেন্ট ৷

পাশাপাশি এই দিন সিকন্দর ছবির ফার্স্ট লুক পোস্টারও শেয়ার করেছেন অভিনেতা ৷ এই টিজার আসার পর শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায় ৷ অনেকেই মনে করছেন, যেন বিষ্ণোই গ্যাংকে ইঙ্গিত করে সলমনের মুখে শোনা গিয়েছে অনবদ্য সংলাপ ৷ কারণ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে একাধিক বার সলমনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ এমনকী, সলমনের গ্যালাক্সিতে চলে আক্রমণ ৷ তারপর টিজারে সলমনের ঘুরে দাঁড়ানোর মন্তব্য যেন কাকতালীয়ভাবে মিলে গিয়েছে ৷

সিকন্দর ছবির পরিচালনা করেছেন এআর মুরুগাদোস ৷ যিনি আমির খানের সঙ্গে 'গজনি' পরিচালনা করেছিলেন ৷ প্রথমবার পরিচালক কাজ করলেন সলমনের সঙ্গে ৷ ভাইজানের বিপরীতে রয়েছেন রশ্মিকা মন্দানা ও কাজল আগরওয়াল ৷ 2025 সালের মার্চ মাসে ঈদে মুক্তি পাবে 'সিকন্দর'। এর আগে চলতি বছর সলমনকে 'বেবি জন' ও রোহিত শেঠ্ঠির কপ অ্যাকশন সিনেমা 'সিংঘম এগেইন'-এ ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.