কলকাতা, 1 ফেব্রুয়ারি: চলতি মরশুমে জাঁকিয়ে ঠান্ডা পড়ার আগেই শীত বিদায়ক্ষণ উপস্থিত। আংশিক মেঘলা আকাশ। ঠান্ডা হাওয়ার উপস্থিতি নেই বললেই চলে ৷ একটু জোরে হাঁটলে কপালে পিঠে ঘাম জমছে ৷ মাঘের মাঝামাঝি সময়েই যেন শীতের বিদায় ঘণ্টা। আজ ভোরের আকাশ কুয়াশাচ্ছন্ন এবং বেলায় মেঘলা থাকবে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 ও 21 ডিগ্রির আশেপাশে থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই ৷ বরং সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা দুই বাড়বে। যার ইঙ্গিত গত 48 ঘণ্টায় ইতিমধ্যে মিলেছে ৷ তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ৷ পশ্চিমি ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বেড়ে গিয়েছে ৷ এর ফলে রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া ৷ আগামী কয়েক দিনে নতুন করে আরও পশ্চিমি ঝঞ্ঝা ঢুকতে পারে বাংলায়।
দক্ষিণবঙ্গের সর্বত্র আপাতত শুকনো আবহাওয়া থাকবে। কুয়াশার কারণে সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং পুরুলিয়ায়। এই জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার কারণে কমতে পারে দৃশ্যমানতা। বাঁকুড়া, বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশা থাকবে। আপাতত আগামী 5 দিনে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই ৷
উত্তরবঙ্গেও আবহাওয়া মূলত শুকনো থাকবে। শুধু দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও ঘন কুয়াশা থাকতে পারে আজ শনিবার। এই জেলাগুলিতে দৃশ্যমানতা নেমে যেতে পারে 50 মিটারের মধ্যে।
শুক্রবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 5.6 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 93 শতাংশ এবং সর্বনিম্ন 73 শতাংশ।