ETV Bharat / entertainment

শুটিং থেকে ফেরার পথে অভিনেত্রীর গাড়ি পিষে দিল শ্রমিকদের - URMILA KOTHARE

জনপ্রিয় অভিনেত্রী শুটিং থেকে ফিরছিলেন ৷ রাস্তায় মেট্রোর কাজ চলছিল, সেইসময়ই তাঁর গাড়ি চাপা দিল শ্রমিকদের ৷ মৃত্যু হয় একজনের ৷

ACTTRESS CAR RAN OVER LABOURER
অভিনেত্রীর গাড়ি পিষে দিল শ্রমিকদের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2024, 6:28 PM IST

মুম্বই, 28 ডিসেম্বর: রাতে শুটিং সেরে ফিরছিলেন ৷ সেইসময় জনপ্রিয় মরাঠি অভিনেত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারায় ৷ শুক্রবার রাতে রাস্তায় তখন মেট্রোর কাজ করছিলেন কিছুজন শ্রমিক ৷ মুম্বইয়ের কান্দিভালির পয়নসার মেট্রো স্টেশনের কাছে মরাঠি অভিনেত্রী ঊর্মিলা কোঠারির গাড়ি তখন চাপা দেয় দুই শ্রমিককে ৷

আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ৷ চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় ৷ অন্যজনের অবস্থা গুরুতর ৷ দুর্ঘটনায় গাড়িটি একদম দুমড়ে-মুচড়ে গিয়েছে । চালকের বিরুদ্ধে সামতা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ এই ঘটনায় বেপরোয়া গাড়ি চালানো এবং গাফিলতির কারণে মৃত্যু-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রীর চালক। সামান্য আহত হয়েছেন অভিনেত্রীও।

প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, গাড়িতে এযারব্যাগ ছিল ৷ দুর্ঘটনার সময় ওই এয়ারব্যাগের খুলে যেতেই মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন অভিনেত্রী ৷ পুলিশের প্রাথমিক অনুমান, দ্রুতগতিতে আসছিল গাড়িটি। চালকের গাফিলতিতেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে শ্রমিকদের ৷

ঊর্মিলা কোঠারি (কানেতকর), মরাঠি চলচ্চিত্র দুনিয়ায় একজন খ্যাতিনামা অভিনেত্রী ৷ একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন ৷ পাশাপাশি 'দুনিয়াদারি', 'শুভমঙ্গল সাবধান', 'তি সাধ্যা কায় কারতে'-র মতো সিনেমাতে অভিনয় করেছেন। তিনি প্রবীণ চলচ্চিত্র পরিচালক মহেশ কোঠারির ছেলে অভিনেতা তথা চলচ্চিত্র নির্মাতা আদ্দিনাথ কোঠারিকে বিয়ে করেছেন ৷ তাঁদের একটি 6 বছরের কন্য়া সন্তানও রয়েছে ৷ তবে, অভিনেত্রীর কাছ থেকে এই দুর্ঘটনা নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

মুম্বই, 28 ডিসেম্বর: রাতে শুটিং সেরে ফিরছিলেন ৷ সেইসময় জনপ্রিয় মরাঠি অভিনেত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারায় ৷ শুক্রবার রাতে রাস্তায় তখন মেট্রোর কাজ করছিলেন কিছুজন শ্রমিক ৷ মুম্বইয়ের কান্দিভালির পয়নসার মেট্রো স্টেশনের কাছে মরাঠি অভিনেত্রী ঊর্মিলা কোঠারির গাড়ি তখন চাপা দেয় দুই শ্রমিককে ৷

আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ৷ চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় ৷ অন্যজনের অবস্থা গুরুতর ৷ দুর্ঘটনায় গাড়িটি একদম দুমড়ে-মুচড়ে গিয়েছে । চালকের বিরুদ্ধে সামতা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ এই ঘটনায় বেপরোয়া গাড়ি চালানো এবং গাফিলতির কারণে মৃত্যু-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রীর চালক। সামান্য আহত হয়েছেন অভিনেত্রীও।

প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, গাড়িতে এযারব্যাগ ছিল ৷ দুর্ঘটনার সময় ওই এয়ারব্যাগের খুলে যেতেই মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন অভিনেত্রী ৷ পুলিশের প্রাথমিক অনুমান, দ্রুতগতিতে আসছিল গাড়িটি। চালকের গাফিলতিতেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে শ্রমিকদের ৷

ঊর্মিলা কোঠারি (কানেতকর), মরাঠি চলচ্চিত্র দুনিয়ায় একজন খ্যাতিনামা অভিনেত্রী ৷ একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন ৷ পাশাপাশি 'দুনিয়াদারি', 'শুভমঙ্গল সাবধান', 'তি সাধ্যা কায় কারতে'-র মতো সিনেমাতে অভিনয় করেছেন। তিনি প্রবীণ চলচ্চিত্র পরিচালক মহেশ কোঠারির ছেলে অভিনেতা তথা চলচ্চিত্র নির্মাতা আদ্দিনাথ কোঠারিকে বিয়ে করেছেন ৷ তাঁদের একটি 6 বছরের কন্য়া সন্তানও রয়েছে ৷ তবে, অভিনেত্রীর কাছ থেকে এই দুর্ঘটনা নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.