মুম্বই, 28 ডিসেম্বর: রাতে শুটিং সেরে ফিরছিলেন ৷ সেইসময় জনপ্রিয় মরাঠি অভিনেত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারায় ৷ শুক্রবার রাতে রাস্তায় তখন মেট্রোর কাজ করছিলেন কিছুজন শ্রমিক ৷ মুম্বইয়ের কান্দিভালির পয়নসার মেট্রো স্টেশনের কাছে মরাঠি অভিনেত্রী ঊর্মিলা কোঠারির গাড়ি তখন চাপা দেয় দুই শ্রমিককে ৷
আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ৷ চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় ৷ অন্যজনের অবস্থা গুরুতর ৷ দুর্ঘটনায় গাড়িটি একদম দুমড়ে-মুচড়ে গিয়েছে । চালকের বিরুদ্ধে সামতা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ এই ঘটনায় বেপরোয়া গাড়ি চালানো এবং গাফিলতির কারণে মৃত্যু-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রীর চালক। সামান্য আহত হয়েছেন অভিনেত্রীও।
Mumbai: Actress Urmila Kanetkar's car hit two laborers in Kandivali, Mumbai. The incident occurred when the car, traveling at high speed, lost control and struck the workers, one of whom died on the spot, while the other was severely injured and hospitalized. Both the actress and… pic.twitter.com/1ZrwYNKuvf
— IANS (@ians_india) December 28, 2024
প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, গাড়িতে এযারব্যাগ ছিল ৷ দুর্ঘটনার সময় ওই এয়ারব্যাগের খুলে যেতেই মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন অভিনেত্রী ৷ পুলিশের প্রাথমিক অনুমান, দ্রুতগতিতে আসছিল গাড়িটি। চালকের গাফিলতিতেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে শ্রমিকদের ৷
ঊর্মিলা কোঠারি (কানেতকর), মরাঠি চলচ্চিত্র দুনিয়ায় একজন খ্যাতিনামা অভিনেত্রী ৷ একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন ৷ পাশাপাশি 'দুনিয়াদারি', 'শুভমঙ্গল সাবধান', 'তি সাধ্যা কায় কারতে'-র মতো সিনেমাতে অভিনয় করেছেন। তিনি প্রবীণ চলচ্চিত্র পরিচালক মহেশ কোঠারির ছেলে অভিনেতা তথা চলচ্চিত্র নির্মাতা আদ্দিনাথ কোঠারিকে বিয়ে করেছেন ৷ তাঁদের একটি 6 বছরের কন্য়া সন্তানও রয়েছে ৷ তবে, অভিনেত্রীর কাছ থেকে এই দুর্ঘটনা নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷