পশ্চিমবঙ্গ

west bengal

হয়রানির শিকার, পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ অভিনেত্রীর - Kadambari Jethwani

By ETV Bharat Entertainment Team

Published : Sep 14, 2024, 5:05 PM IST

Mumbai actress Files case against police:বলিউড অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানি এক রাজনৈতিক নেতা ও প্রযোজক কেভিআর বিদ্যাসাগরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ৷ তিনি অভিযোগ করেছেন তাঁর ও পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল ৷ অভিনেত্রী আরও জানিয়েছেন, এই ঘটনায় তিন আইপিএস অফিসারও যুক্ত ৷

Mumbai actress Files case against police
পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের মুম্বইয়ের অভিনেত্রীর (ইটিভি ভারত)

মুম্বই, 14 সেপ্টেম্বর: চলতি বছরে জমি বিবাদকে কেন্দ্র করে পুলিশের কাছে হয়রানির 'শিকার' হন মুম্বইয়ের অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানি ৷ মিথ্যা তথ্য ও কাগজ সামনে এনে অভিনেত্রী ও তাঁর বাবা-মাকে 43 দিন বিজয়ওয়ারা জেলে থাকতে হয়েছিল ৷ এবার সেই মামলার তদন্ত পুনরায় শুরু হয়েছে ৷ অন্ধ্রপ্রদেশ সরকার ইতিমধ্যেই ওয়েস্ট জোন অ্যাসিসট্যান্ট কমিশনার অফ পুলিশ অর্থাৎ এসিপি কে হনুমন্ত রাও ও ইব্রাহিমপত্তনম থানার পুলিশ অফিসার এম সত্যনারায়ণাকে বরখাস্ত করেছে ৷ শনিবার ডায়রেক্টর জেনারেল অফ পুলিশ দ্বারকা তিরুমালা রাও সাসপেনশন অর্ডার জারি করেছেন ৷ পাশাপাশি, অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্তও শুরু হচ্ছে বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, কাদম্বরী যখন পুলিশ হেফাজতে ছিলেন তখন হনুমন্ত রাও বিজয়বরাতে আসেন ৷ এই কেসে তদন্তের তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন ৷ সিআই সত্যনারায়ন ছিলেন তদন্তকারী অফিসার যিনি মামলার পটভূমি পরীক্ষা না করেই একটি মামলা নথিভুক্ত করেন এবং আঘমেঘাকে গ্রেফতার করেন ৷ আইপিএস পি. সীতারামঞ্জনেয়ু, কান্তিরানা তাথা এবং বিশাল গুন্নির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ৷

ইব্রাহিমপত্তনম থানায় জেঠওয়ানির অভিযোগ

মুম্বইয়ের অভিনেত্রী কাদম্বরী জেঠওয়ানি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তৎকালীন গোয়েন্দা বিভাগের প্রধান পি. সীতারামঞ্জনেউ, বিজয়ওয়াড়ার সিপি কান্তিরানা তাথা, ডিসিপি বিশাল গুন্নি এবং ওয়াইএসআরসিপি নেতা কুক্কালা বিদ্যাসাগরের বিরুদ্ধে ৷ যিনি তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলেন। নকল নথি সামনে রেখে অভিনেত্রীকে গ্রেফতার করার অভিযোগ উঠেছে এই পুলিশ অফিসারদের বিরুদ্ধে ৷

অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে যোগসাজশ ও বেআইনি কাজ করার অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে অভিনেত্রী তাঁর বাবা-মাকে ও আইনজীবী পিভিজি উমেশ চন্দ্র এবং পলের সঙ্গে ইব্রাহিমপটনম স্টেশনে পৌঁছন। অভিযোগ তুলে দেওয়া হয় সিআই চন্দ্রশেখরের কাছে । এমনকী, প্রযোজক কেভিআর বিদ্যাসাগরে বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সিআই চন্দ্রশেখর ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন অভিনেত্রীকে ৷ অন্যদিকে, অভিনেত্রীর আইনজীবী জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ সরকার ও পুলিশের প্রতি ন্যায়বিচার পাওয়ার পূর্ণ আস্থা রাখছেন তাঁরা৷

ABOUT THE AUTHOR

...view details