ETV Bharat / entertainment

ধর্ষণের অভিযোগে গ্রেফতার সলমন-শ্রদ্ধার গানের কোরিয়োগ্রাফার - choreographer Jani Master

author img

By PTI

Published : 11 hours ago

Updated : 9 hours ago

Choreographer Jani Master Arrested: যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন জনপ্রিয় কোরিয়োগ্রাফার জনি মাস্টার ৷ তিনি বলিউডে 'স্ত্রী 2' ছবির গান 'কাটি রাত মে...' কোরিয়োগ্রাফ করেছেন ৷ এছাড়াও কাজ করেছেন সলমন খান, আল্লু অর্জুন, রাম চরণের সঙ্গে ৷

Choreographer Jani Master Arrested
গ্রেফতার কোরিয়াগ্রাফার (ইটিভি ভারত)

মুম্বই, 19 সেপ্টেম্বর: জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কোরিয়োগ্রাফার জনি মাস্টারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ৷ মহিলা সহকর্মীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁর আসল নাম শাইক জনি ৷ সাইবেরাবাদ পুলিশ তাঁকে গোয়া থেকে গ্রেফতার করেছে ৷ সংবাদ সংস্থা পিটিআইকে এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, তাঁকে আজ আদালতে তোলা হবে ৷ আদালত থেকে ট্রানজিট রিমান্ডে অভিযুক্ত কোরিয়োগ্রাফারকে হায়দরাবাদে আনা হবে ৷

জানা গিয়েছে, 21 বছর বয়সি কোরিয়োগ্রাফারের মহিলা অ্যাসিসট্যান্ট তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ৷ ওই নির্যাতিতা অভিযোগে জানিয়েছেন, একাধিক প্রোজেক্টে কাজ করার সময় বেশ কিছু মাস ধরে তাঁকে অ্যাবিউস করা হয়েছে৷

মহিলার অভিযোগে আরও জানিয়েছেন, শুটিংয়ের কারণে বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে যেতে হত ৷ চেন্নাই, মুম্বই, হায়দরাবাদে প্রায় তাঁদের সফর করতে হত ৷ সেই সময়ও তাঁর উপর যৌন নীপিড়ন চলেছে বলে অভিযোগ উঠে এসেছে ৷ শুধু তাই নয়, হায়দরাবাদের বাসিন্দা ওই মহিলা জানিয়েছেন, তাঁর সঙ্গে বাড়িতে খারাপ ব্যবহার করেছেন অভিযুক্ত জনি ৷

জানা গিয়েছে, জনি এর আগে সলমন খানের সঙ্গে কোরিয়োগ্রাফার হিসাবে 'কিসি কা ভাই কিসি কা জান' ছবিতে কাজ করেছেন ৷ নেল্লোরের বাসিন্দা জনি একাধিক তেলুগু ছবিতে নৃত্যশিল্পী হিসাবে কাজ করেন ৷ সেখান থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর জার্নি শুরু ৷ 'দ্রোণা' ছবিতে কোরিয়োগ্রাফার হিসাবে তিনি পরিচিতি পান ৷ এরপর 'রাচা' ছবিতে রাম চরণের সঙ্গে তিনি কাজ করেন ৷ এছাড়াও তিনি কাজ করেছেন জুনিয়র এনটি আর, আল্লু অর্জুন, রবি তেজা, পবণ কল্যানের মতো তারকাদের সঙ্গে ৷

শুধু তাই নয়, বলিউডেও তিনি সুনাম কুড়িয়েছেন একাধিক ছবির গানে কোরিয়োগ্রাফ করে ৷ তার মধ্যে উল্লেখযোগ্য, সলমন খানের 'জয় হো', ও রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুরের 'স্ত্রী 2' ৷ এই ছবিতে 'কাটি রাত মে...' গান কোরিয়োগ্রাফ করেছেন জনি ৷ এছাড়াও জেলার ছবির জনপ্রিয় গান 'কাভালা', গানের কোরিয়োগ্রাফও করেছেন জনি ৷ এই গানে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তামান্না ভাটিয়া ৷ চলতি বছর তিনি কোরিয়োগ্রাফার হিসাবে জাতীয় পুরস্কারও পেয়েছেন ৷' থিরুচিত্রামবলম' ছবির গান 'মেঘাম কারুক্কথার' জন্য তিনি জাতীয় পুরস্কার পান

মুম্বই, 19 সেপ্টেম্বর: জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কোরিয়োগ্রাফার জনি মাস্টারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ৷ মহিলা সহকর্মীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁর আসল নাম শাইক জনি ৷ সাইবেরাবাদ পুলিশ তাঁকে গোয়া থেকে গ্রেফতার করেছে ৷ সংবাদ সংস্থা পিটিআইকে এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, তাঁকে আজ আদালতে তোলা হবে ৷ আদালত থেকে ট্রানজিট রিমান্ডে অভিযুক্ত কোরিয়োগ্রাফারকে হায়দরাবাদে আনা হবে ৷

জানা গিয়েছে, 21 বছর বয়সি কোরিয়োগ্রাফারের মহিলা অ্যাসিসট্যান্ট তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ৷ ওই নির্যাতিতা অভিযোগে জানিয়েছেন, একাধিক প্রোজেক্টে কাজ করার সময় বেশ কিছু মাস ধরে তাঁকে অ্যাবিউস করা হয়েছে৷

মহিলার অভিযোগে আরও জানিয়েছেন, শুটিংয়ের কারণে বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে যেতে হত ৷ চেন্নাই, মুম্বই, হায়দরাবাদে প্রায় তাঁদের সফর করতে হত ৷ সেই সময়ও তাঁর উপর যৌন নীপিড়ন চলেছে বলে অভিযোগ উঠে এসেছে ৷ শুধু তাই নয়, হায়দরাবাদের বাসিন্দা ওই মহিলা জানিয়েছেন, তাঁর সঙ্গে বাড়িতে খারাপ ব্যবহার করেছেন অভিযুক্ত জনি ৷

জানা গিয়েছে, জনি এর আগে সলমন খানের সঙ্গে কোরিয়োগ্রাফার হিসাবে 'কিসি কা ভাই কিসি কা জান' ছবিতে কাজ করেছেন ৷ নেল্লোরের বাসিন্দা জনি একাধিক তেলুগু ছবিতে নৃত্যশিল্পী হিসাবে কাজ করেন ৷ সেখান থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর জার্নি শুরু ৷ 'দ্রোণা' ছবিতে কোরিয়োগ্রাফার হিসাবে তিনি পরিচিতি পান ৷ এরপর 'রাচা' ছবিতে রাম চরণের সঙ্গে তিনি কাজ করেন ৷ এছাড়াও তিনি কাজ করেছেন জুনিয়র এনটি আর, আল্লু অর্জুন, রবি তেজা, পবণ কল্যানের মতো তারকাদের সঙ্গে ৷

শুধু তাই নয়, বলিউডেও তিনি সুনাম কুড়িয়েছেন একাধিক ছবির গানে কোরিয়োগ্রাফ করে ৷ তার মধ্যে উল্লেখযোগ্য, সলমন খানের 'জয় হো', ও রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুরের 'স্ত্রী 2' ৷ এই ছবিতে 'কাটি রাত মে...' গান কোরিয়োগ্রাফ করেছেন জনি ৷ এছাড়াও জেলার ছবির জনপ্রিয় গান 'কাভালা', গানের কোরিয়োগ্রাফও করেছেন জনি ৷ এই গানে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তামান্না ভাটিয়া ৷ চলতি বছর তিনি কোরিয়োগ্রাফার হিসাবে জাতীয় পুরস্কারও পেয়েছেন ৷' থিরুচিত্রামবলম' ছবির গান 'মেঘাম কারুক্কথার' জন্য তিনি জাতীয় পুরস্কার পান

Last Updated : 9 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.