চেন্নাই, 10 জানুয়ারি: দ্রাবিড়ভূমে হিন্দি ভাষার প্রতি বিদ্বেষ আজকের নয় ৷ সরকারি ভাষা হিসেবে জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ায় সাতের দশকে তামিলনাড়ুতে যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছিল, তার রেশ এখনও রয়েছে ৷ সম্প্রতি হিন্দি বিদ্বেষ উসকে দিয়ে শিরোনামে সদ্য আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিন ৷ বৃহস্পতিবার চেন্নাইয়ে একটি ইঞ্জিনিয়ারিং কলেজের সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া ভাষণে তারকা ক্রিকেটার জানিয়ে দিলেন, হিন্দি হতে পারে সরকারি ভাষা; কিন্তু কোনওভাবেই রাষ্ট্রীয় ভাষা নয় ৷
অশ্বিনের মন্তব্যে তামিল ভাষার প্রতি আবেগ স্পষ্ট ৷ কিন্তু স্বাভাবিকভাবেই অশ্বিনের এই মন্তব্য বিতর্ক তৈরি করেছে ৷ দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম যখন ঘরের ছেলের পাশে দাঁড়িয়ে তাঁর মন্তব্যকে সমর্থন করেছে ৷ তখন বিজেপি আসরে নেমে অশ্বিনকে বিতর্ক থেকে দূরে থাকার অনুরোধ করেছে ৷
চেন্নাইয়ের এক ইঞ্জিনিয়ারিং কলেজে বক্তব্য রাখতে উঠে অশ্বিন ছাত্রদের কাছে জানতে চান, কতজন তামিল, ইংরেজি কিংবা হিন্দি জানেন ৷ খুব স্বাভাবিকভাবেই তামিলের হয়েই অধিকাংশ ছাত্রছাত্রী গলা ফাটান ৷ ইংরেজির হয়েও সাড়া মেলে অনেক ৷ কিন্তু হিন্দির হয়ে সেই অর্থে সাড়া মেলেনি ছাত্রছাত্রীদের থেকে ৷ বিষয়টি উল্লেখ করে অশ্বিন তখন বলেন, "আমি এটাই বোঝাতে চাইছি ৷ হিন্দি সরকারি ভাষা, কোনওভাবেই আমাদের রাষ্ট্রীয় ভাষা নয় ৷"
Tamil Nadu: Former off spinner Ravichandran Ashwin says, " ...i thought i'd say it all. it's (hindi) not our national language; it's an official language. okay, anyway"
— IANS (@ians_india) January 10, 2025
(09="" 01="" 2025) pic.twitter.com/bR47icWZEU
অশ্বিনের মন্তব্য সমর্থন করে ডিএমকে নেতা টিকেএস এলাঙ্গোভান বলেন, "বহু রাজ্যের মানুষ যখন ভিন্ন ভাষায় কথা বলে তখন হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা কীভাবে হতে পারে?" বিরোধিতা করে বিজেপি নেতা উমা আনন্দন বলেন, "ডিএমকে অশ্বিনকে সমর্থন করবে এটা তো অস্বাভাবিক নয় ৷ কিন্তু আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, উনি কি দেশের হয়ে খেলেন নাকি তামিলনাড়ুর হয়ে?" সবমিলিয়ে হিন্দি-বিদ্বেষ দেখিয়ে বিতর্কে 537টি টেস্ট উইকেটের মালিক ৷
গতবছর তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি হিন্দি মাস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ৷ পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন খোলা চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ সেখানে চেন্নাই দূরদর্শনে হিন্দি মাস উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজনের কড়া নিন্দা করেন স্ট্যালিন ৷