ETV Bharat / entertainment

'ঘটি-বাটি থাকলে ঠোকাঠুকি লাগবে'- কেন বললেন অনন্যা-অনির্বাণ ? - SOTTI BOLE SOTTI KICHU NEI

মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'সত্যি বলে সত্যি কিছু নেই'। শুটিংয়ের নানা অভিজ্ঞতা শেয়ার করলেন অনির্বাণ চক্রবর্তী-অনন্যা চট্টোপাধ্যায় ৷

Ananya Chatterjee, Anirban Chakrabarty
অনির্বাণ চক্রবর্তী-অনন্যা চট্টোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 4 hours ago

Updated : 4 hours ago

কলকাতা, 10 জানুয়ারি: মুক্তির অপেক্ষায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'সত্যি বলে সত্যি কিছু নেই'। 23 জানুয়ারি মুক্তি পাবে এই ছবি ৷ টলিউডের বারো জন প্রথম সারির অভিনেতাকে নিয়ে এই ছবির চিত্রনাট্য বুনেছেন সৃজিত, যা 'এক রুকা হুয়া ফয়সলা' নাটকের উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে।

বিভিন্ন চরিত্রে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, ফাল্গুনি চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায় প্রমুখ।
কেমন ছিল ছবির শুটিং জার্নি ইটিভি ভারতের সঙ্গে আড্ডা দিলেন অনির্বাণ চক্রবর্তী এবং অনন্যা চট্টোপাধ্যায়।

মুখোমুখি আড্ডায় অনন্যা-অনির্বাণ (ইটিভি ভারত)

অনির্বাণ বলেন, "আমি একজন অবাঙালি ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছি এখানে। এরকম কোনও চরিত্রে এর আগে আমি অভিনয় করিনি। এখানে যে বারোটি গুরুত্বপূর্ণ চরিত্র তারা সকলেই বিভিন্ন পেশা থেকে এসেছে। আর সকলের কস্টিউম এমন রাখা হয়েছে যে তাদের দেখলেই চেনা যাবে যে তারা কে কোন পেশার।" অনন্যা চট্টোপাধ্যায় বলেন, "আমি এখানে অ্যাডভারটাইজিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি। আমার চরিত্রের নাম রূপা।

সমসাময়িক সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি কতটা ফুটে উঠবে এই ছবিতে ? অনির্বাণ বলেন, "খুব বুদ্ধি করে এখানে পরিচালক যে 12টা চরিত্র তথা প্রতিনিধি রেখেছেন তাঁদের ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রাখা হয়েছে ৷ ভাষা থেকে সংস্কৃতি, ধর্ম থেকে রাজনীতি সবকিছুই ভিন্ন ৷ সেখানে যে দ্বন্দ্বের সম্ভাবনা তখন এই 12জনকে একসঙ্গে করে দিয়েছে ৷ পরিস্থিতির নানা জটিলতা, উত্তর এই সিনেমার মাধ্যমে উঠে আসবে ৷"

অনন্যা বলেন, "বিভিন্ন রকম ঘটি-বাটি একসঙ্গে থাকলে যেমন ঠোকাঠুকি লাগে সেটা বিভিন্ন কারণে হতে পারে ৷ তার মধ্য দিয়ে অনেক উত্তর খুঁজে পাবে দর্শক ৷" অন্যদিকে সৃজিতের সঙ্গে কাজ করা প্রসঙ্গ উঠলে অনন্যা বলেন, "পরিচালকের এই টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ৷ সৃজিতকে অনেক শান্ত হিসাবে পেয়েছি ৷ খুব ভালো লেগেছে ৷" এখন দেখার প্রেক্ষাগৃহে এই ছবি দর্শকদের কতটা মন জয় করতে পারে ৷

কলকাতা, 10 জানুয়ারি: মুক্তির অপেক্ষায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি 'সত্যি বলে সত্যি কিছু নেই'। 23 জানুয়ারি মুক্তি পাবে এই ছবি ৷ টলিউডের বারো জন প্রথম সারির অভিনেতাকে নিয়ে এই ছবির চিত্রনাট্য বুনেছেন সৃজিত, যা 'এক রুকা হুয়া ফয়সলা' নাটকের উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে।

বিভিন্ন চরিত্রে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, ফাল্গুনি চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, কাঞ্চন মল্লিক, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায় প্রমুখ।
কেমন ছিল ছবির শুটিং জার্নি ইটিভি ভারতের সঙ্গে আড্ডা দিলেন অনির্বাণ চক্রবর্তী এবং অনন্যা চট্টোপাধ্যায়।

মুখোমুখি আড্ডায় অনন্যা-অনির্বাণ (ইটিভি ভারত)

অনির্বাণ বলেন, "আমি একজন অবাঙালি ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছি এখানে। এরকম কোনও চরিত্রে এর আগে আমি অভিনয় করিনি। এখানে যে বারোটি গুরুত্বপূর্ণ চরিত্র তারা সকলেই বিভিন্ন পেশা থেকে এসেছে। আর সকলের কস্টিউম এমন রাখা হয়েছে যে তাদের দেখলেই চেনা যাবে যে তারা কে কোন পেশার।" অনন্যা চট্টোপাধ্যায় বলেন, "আমি এখানে অ্যাডভারটাইজিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি। আমার চরিত্রের নাম রূপা।

সমসাময়িক সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি কতটা ফুটে উঠবে এই ছবিতে ? অনির্বাণ বলেন, "খুব বুদ্ধি করে এখানে পরিচালক যে 12টা চরিত্র তথা প্রতিনিধি রেখেছেন তাঁদের ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রাখা হয়েছে ৷ ভাষা থেকে সংস্কৃতি, ধর্ম থেকে রাজনীতি সবকিছুই ভিন্ন ৷ সেখানে যে দ্বন্দ্বের সম্ভাবনা তখন এই 12জনকে একসঙ্গে করে দিয়েছে ৷ পরিস্থিতির নানা জটিলতা, উত্তর এই সিনেমার মাধ্যমে উঠে আসবে ৷"

অনন্যা বলেন, "বিভিন্ন রকম ঘটি-বাটি একসঙ্গে থাকলে যেমন ঠোকাঠুকি লাগে সেটা বিভিন্ন কারণে হতে পারে ৷ তার মধ্য দিয়ে অনেক উত্তর খুঁজে পাবে দর্শক ৷" অন্যদিকে সৃজিতের সঙ্গে কাজ করা প্রসঙ্গ উঠলে অনন্যা বলেন, "পরিচালকের এই টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ৷ সৃজিতকে অনেক শান্ত হিসাবে পেয়েছি ৷ খুব ভালো লেগেছে ৷" এখন দেখার প্রেক্ষাগৃহে এই ছবি দর্শকদের কতটা মন জয় করতে পারে ৷

Last Updated : 4 hours ago
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.