ETV Bharat / bharat

চন্দ্রবাবু নাইডু-নীতিশ কুমার ছাড়াও মুসলিম সাংসদরাও ওয়াকফ বিল সমর্থন করেছেন: রিজিজু - WAQF AMENDMENT BILL

30 জানুয়ারি ওয়াকফ বিল সম্পর্কিত সংসদীয় যৌথ কমিটি সংখ্যাগরিষ্ঠ ভোটে রিপোর্টটি গ্রহণ করে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে জমা দেয়।

WAQF AMENDMENT BILL
ওয়াকফ বিল নিয়ে কিরেন রিজিজুর সাংবাদিক বৈঠক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2025, 3:49 PM IST

শ্রীনগর, 15 ফেব্রুয়ারি: কেন্দ্রের এনডিএ সরকারের দুই শরিক জেডিইউ প্রধান নীতিশ কুমার এবং টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু ওয়াকফ (সংশোধনী) বিলের বিষয়ে নিজেদের সমর্থন জানিয়েছেন ৷ শনিবার কাশ্মীরে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এমনটাই জানিয়েছেন ৷

2025-26 বাজেট সম্পর্কে শ্রীনগরে এক সাংবাদিক বৈঠকে রিজিজু দাবি করেন, অনেক মুসলিম সাংসদও বিলটিকে সমর্থন করছেন। তাঁর কথায়, "মুসলিম সাংসদরাও এই বিলের সঙ্গে একমত ৷ তাঁরা ব্যক্তিগতভাবে আমার কাছে বিলটির প্রতি তাদের সমর্থন জানিয়েছেন ৷" তিনি দাবি করেছেন, তাঁর মন্ত্রক সংশোধনীতে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব পেয়েছে। রিজিজু বলেন, "বিলটি ওয়াকফের সম্পত্তিতে স্বচ্ছতা নিশ্চিত করবে ৷ সম্প্রদায়ের উপকার করবে ৷"

30 জানুয়ারি ওয়াকফ (সংশোধনী) বিল সম্পর্কিত সংসদীয় যৌথ কমিটি সংখ্যাগরিষ্ঠ ভোটে রিপোর্টটি গ্রহণ করে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে জমা দেয়। কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল ভিন্নমতের নোটের কিছু অংশ সংশোধন করেছিলেন বলে সংসদীয় প্যানেলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিরোধী সাংসদরা। বৃহস্পতিবার সংসদের উভয় কক্ষে এই রিপোর্ট পেশ করা হয় ৷ যেখানে বিরোধী দলের দাবি অনুযায়ী লোকসভার স্পিকার সম্পূর্ণ ভিন্নমতের নোট জমা দেওয়ার অনুমতি দেন ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, বিজেপি-র এতে কোনও আপত্তি নেই।

সংসদীয় বিষয়ক মন্ত্রী রিজিজু অবশ্য বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বিরোধী দলের সাংসদদের অভিযোগ খারিজ করেন ৷ তারপরও রাজ্যসভায় বিশৃঙ্খলা দেখা যায় ৷ কংগ্রেস সাংসদ সৈয়দ নাসির হুসেন রিজিজুর বিরুদ্ধে সংসদকে বিভ্রান্ত করার অভিযোগ করেন। তাঁর কথায়, "আমার নিজস্ব ভিন্নমতের নোটটি মুছে ফেলা হয়েছে ৷" পরে সংসদীয় বিষয়ক মন্ত্রী বলেন, "রাজ্যসভায় যখন রিপোর্টটি পেশ করা হয়, তখন কিছু বিরোধী সাংসদ আপত্তি তুলে দাবি করেন যে তাদের ভিন্নমতের নোট মুছে ফেলা হয়েছে।"

শ্রীনগর, 15 ফেব্রুয়ারি: কেন্দ্রের এনডিএ সরকারের দুই শরিক জেডিইউ প্রধান নীতিশ কুমার এবং টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু ওয়াকফ (সংশোধনী) বিলের বিষয়ে নিজেদের সমর্থন জানিয়েছেন ৷ শনিবার কাশ্মীরে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এমনটাই জানিয়েছেন ৷

2025-26 বাজেট সম্পর্কে শ্রীনগরে এক সাংবাদিক বৈঠকে রিজিজু দাবি করেন, অনেক মুসলিম সাংসদও বিলটিকে সমর্থন করছেন। তাঁর কথায়, "মুসলিম সাংসদরাও এই বিলের সঙ্গে একমত ৷ তাঁরা ব্যক্তিগতভাবে আমার কাছে বিলটির প্রতি তাদের সমর্থন জানিয়েছেন ৷" তিনি দাবি করেছেন, তাঁর মন্ত্রক সংশোধনীতে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব পেয়েছে। রিজিজু বলেন, "বিলটি ওয়াকফের সম্পত্তিতে স্বচ্ছতা নিশ্চিত করবে ৷ সম্প্রদায়ের উপকার করবে ৷"

30 জানুয়ারি ওয়াকফ (সংশোধনী) বিল সম্পর্কিত সংসদীয় যৌথ কমিটি সংখ্যাগরিষ্ঠ ভোটে রিপোর্টটি গ্রহণ করে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে জমা দেয়। কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল ভিন্নমতের নোটের কিছু অংশ সংশোধন করেছিলেন বলে সংসদীয় প্যানেলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিরোধী সাংসদরা। বৃহস্পতিবার সংসদের উভয় কক্ষে এই রিপোর্ট পেশ করা হয় ৷ যেখানে বিরোধী দলের দাবি অনুযায়ী লোকসভার স্পিকার সম্পূর্ণ ভিন্নমতের নোট জমা দেওয়ার অনুমতি দেন ৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, বিজেপি-র এতে কোনও আপত্তি নেই।

সংসদীয় বিষয়ক মন্ত্রী রিজিজু অবশ্য বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বিরোধী দলের সাংসদদের অভিযোগ খারিজ করেন ৷ তারপরও রাজ্যসভায় বিশৃঙ্খলা দেখা যায় ৷ কংগ্রেস সাংসদ সৈয়দ নাসির হুসেন রিজিজুর বিরুদ্ধে সংসদকে বিভ্রান্ত করার অভিযোগ করেন। তাঁর কথায়, "আমার নিজস্ব ভিন্নমতের নোটটি মুছে ফেলা হয়েছে ৷" পরে সংসদীয় বিষয়ক মন্ত্রী বলেন, "রাজ্যসভায় যখন রিপোর্টটি পেশ করা হয়, তখন কিছু বিরোধী সাংসদ আপত্তি তুলে দাবি করেন যে তাদের ভিন্নমতের নোট মুছে ফেলা হয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.