ETV Bharat / entertainment

সুহোত্রর প্রেমে পাগল সৃজলা, ছারখার সংসার, মানালি পারবে রাশ ধরে রাখতে ? - CAST FIRST LOOK FROM NEW WEB SERIES

সম্পর্কের টানাপোড়েন শুধু নয়, অন্ধ ভালোবাসার কানাগলিতে হারিয়ে যাওয়া ৷ হইচইতে আসছে নতুন ওয়েব সিরিজ ৷ প্রকাশ্যে চরিত্রদের প্রথম ঝলক ৷

hoichoi new web series
হইচইয়ে আসছে নতুন ওয়েব সিরিজ (PR Handout)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 4 hours ago

হায়দরাবাদ, 10 জানুয়ারি: হইচইয়ে আসতে চলেছে টানটান উত্তেজনায় ভরপুর এক ত্রিকোণ ভালোবাসার গল্প ৷ যেখানে ভালোবাসা যেমন আছে তেমনই আছে প্রতিহিংসার আগুন ৷ অন্ধ ভালোবাসা তিনটে জীবনকে কীভাবে খাদের ধারে নিয়ে যেতে পারে, তেমনই এক কাহিনী তুলে ধরছেন পরিচালক অরিজিৎ টোটন চক্রবর্তী ৷ প্রকাশ্যে এল সিরিজে চরিত্রদের প্রথম ঝলক ৷

গল্পের শুরু হলদিয়ায় ৷ যেখানে মাফিয়া সাম্রাজ্যে প্রেমহীন শৈশব এবং নির্মম লালন-পালনের শিকার পল্লবী ৷ বাড়িতে অবহেলা-রুক্ষতা যখন নিত্যদিনের সঙ্গী তখন স্কুল শিক্ষক অরিন্দম যেন এক টুকরো মরুদ্যান ৷ শিক্ষকের মায়া-মমতা ও যত্নশীলতায় ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে পড়ে পল্লবী ৷ খাঁচার ভিতর ছটছট করতে থাকা বন্দি পাখি পল্লবী অরিন্দমের সঙ্গে খোলা আকাশে ওড়ার স্বপ্ন দেখতে থাকে ৷ কিন্তু অরিন্দম বিবাহিত ৷ তাঁর স্ত্রী মিথিলার সঙ্গে তাঁর সুখের সংসার ৷ মিথিলাকে অরিন্দমের জীবন থেকে সরাতে পল্লবী কতদূর যাবে ?অরিন্দমের ভালোবাসা কি পাবে পল্লবী নাকি অন্য উপায় অবলম্বন করবে ? অন্য়দিকে মিথিলা কি পারবে তাঁর সুখের সংসারে ভাঙন রক্ষা করতে ? সম্পর্কের জটিল ধাঁধার উত্তর পাওয়া যাবে সিরিজ মুক্তির পরেই ৷

তবে এখনও পর্যন্ত সিরিজের নাম ঠিক হয়নি ৷ অভিনয়ে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায় (অরিন্দম), সৃজলা গুহ (পল্লবী) ও মানালি মনীষা দে (মিথিলা)কে ৷ সিরিজের ক্রিয়েটিভ ডিরেক্টর অদিতি রায় ৷ নতুন এই সিরিজে সুহোত্রর অরিন্দম চরিত্র আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের ছেলের মতোই ৷ যিনি ইতিহাসের অধ্যাপক ৷ শিক্ষকতা তার প্রথম ভালোবাসা ৷ মা-স্ত্রীকে নিয়ে সরল-সাধারণ জীবন যাপন করতেই সে অভ্যস্ত ৷ অন্যদিকে অরিন্দমের স্ত্রী মিথিলাও একজন গৃহবধূ ৷ ছোট্ট সংসার নিয়ে তাঁরও সুখের জীবন ৷

অরিন্দম-মিথিলার জীবনে ঝড় তোলে পল্লবী ৷ চোখের সামনে সবকিছু ওলটপালট হওয়া থেকে কীভাবে পরিবারকে রক্ষা করবে মিথিলা ? পল্লবীর হাত থেকে নিজের স্বামীকে বাচাঁতে পারবে কি না, তা সিরিজ দেখলেই জানা যাবে ৷ তবে সম্পর্কের নয়া সমীকরণের আনাচে কানাচে ভালোবাসার সঙ্গে যে রহস্য-রোমাঞ্চ, ভয় জড়িয়ে থাকতে চলেছে তা আন্দাজ করাই যায় ৷

হায়দরাবাদ, 10 জানুয়ারি: হইচইয়ে আসতে চলেছে টানটান উত্তেজনায় ভরপুর এক ত্রিকোণ ভালোবাসার গল্প ৷ যেখানে ভালোবাসা যেমন আছে তেমনই আছে প্রতিহিংসার আগুন ৷ অন্ধ ভালোবাসা তিনটে জীবনকে কীভাবে খাদের ধারে নিয়ে যেতে পারে, তেমনই এক কাহিনী তুলে ধরছেন পরিচালক অরিজিৎ টোটন চক্রবর্তী ৷ প্রকাশ্যে এল সিরিজে চরিত্রদের প্রথম ঝলক ৷

গল্পের শুরু হলদিয়ায় ৷ যেখানে মাফিয়া সাম্রাজ্যে প্রেমহীন শৈশব এবং নির্মম লালন-পালনের শিকার পল্লবী ৷ বাড়িতে অবহেলা-রুক্ষতা যখন নিত্যদিনের সঙ্গী তখন স্কুল শিক্ষক অরিন্দম যেন এক টুকরো মরুদ্যান ৷ শিক্ষকের মায়া-মমতা ও যত্নশীলতায় ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে পড়ে পল্লবী ৷ খাঁচার ভিতর ছটছট করতে থাকা বন্দি পাখি পল্লবী অরিন্দমের সঙ্গে খোলা আকাশে ওড়ার স্বপ্ন দেখতে থাকে ৷ কিন্তু অরিন্দম বিবাহিত ৷ তাঁর স্ত্রী মিথিলার সঙ্গে তাঁর সুখের সংসার ৷ মিথিলাকে অরিন্দমের জীবন থেকে সরাতে পল্লবী কতদূর যাবে ?অরিন্দমের ভালোবাসা কি পাবে পল্লবী নাকি অন্য উপায় অবলম্বন করবে ? অন্য়দিকে মিথিলা কি পারবে তাঁর সুখের সংসারে ভাঙন রক্ষা করতে ? সম্পর্কের জটিল ধাঁধার উত্তর পাওয়া যাবে সিরিজ মুক্তির পরেই ৷

তবে এখনও পর্যন্ত সিরিজের নাম ঠিক হয়নি ৷ অভিনয়ে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায় (অরিন্দম), সৃজলা গুহ (পল্লবী) ও মানালি মনীষা দে (মিথিলা)কে ৷ সিরিজের ক্রিয়েটিভ ডিরেক্টর অদিতি রায় ৷ নতুন এই সিরিজে সুহোত্রর অরিন্দম চরিত্র আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের ছেলের মতোই ৷ যিনি ইতিহাসের অধ্যাপক ৷ শিক্ষকতা তার প্রথম ভালোবাসা ৷ মা-স্ত্রীকে নিয়ে সরল-সাধারণ জীবন যাপন করতেই সে অভ্যস্ত ৷ অন্যদিকে অরিন্দমের স্ত্রী মিথিলাও একজন গৃহবধূ ৷ ছোট্ট সংসার নিয়ে তাঁরও সুখের জীবন ৷

অরিন্দম-মিথিলার জীবনে ঝড় তোলে পল্লবী ৷ চোখের সামনে সবকিছু ওলটপালট হওয়া থেকে কীভাবে পরিবারকে রক্ষা করবে মিথিলা ? পল্লবীর হাত থেকে নিজের স্বামীকে বাচাঁতে পারবে কি না, তা সিরিজ দেখলেই জানা যাবে ৷ তবে সম্পর্কের নয়া সমীকরণের আনাচে কানাচে ভালোবাসার সঙ্গে যে রহস্য-রোমাঞ্চ, ভয় জড়িয়ে থাকতে চলেছে তা আন্দাজ করাই যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.