ETV Bharat / bharat

'ভগবান নই, আমি মানুষ-ই' প্রথম পডকাস্টে নিজের বক্তব্য খণ্ডালেন মোদি - PM MODI MAKES PODCAST DEBUT

প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন আমি একটি ভাষণে অসংবেদনশীল মন্তব্য করেছিলাম ৷ আমার ভুল হয়েছিল ৷ আমিও মানুষ, ভগবান নই ৷’’

PM Narendra Modi
পডকাস্টে নিজের বক্তব্যই খণ্ডালেন মোদি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

Updated : 3 hours ago

নয়াদিল্লি, 10 জানুয়ারি: ‘‘আমি ভগবান নই, মানুষ-ই ৷ ভুল আমারও হয় ৷’’ বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁকে দেশের এক অংশের জনগণ শুধু ভগবানের আসনেই বসায়নি, মোদি নিজেও বলেছিলেন, তিনি ভগবানেরই অংশ ৷ পক্ষান্তরে ভগবান ৷ এবার একটি পডকাস্টে প্রধানমন্ত্রী বললেন, তিনি মানুষ, ভগবান নন ৷

তাঁর প্রথম পডকাস্ট রেকর্ড করেছেন নরেন্দ্র মোদি ৷ জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথের সঙ্গে ওই পডকাস্টটি সম্ভবত শুক্রবার প্রকাশিত হবে। তার আগে সামনে এসেছে পডকাস্টটির একটি প্রোমো ৷ 2 মিনিট 13 সেকেন্ডের ওই প্রোমোই এখন নেটদুনিয়ায় ‘ভাইরাল’ ৷ তার কারণ, প্রধানমন্ত্রীর ওই স্বীকারোক্তি ৷ মোদি বলেন, ‘‘গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন আমি একটি ভাষণে অসংবেদনশীল মন্তব্য করেছিলাম ৷ আমার ভুল হয়েছিল ৷ আমিও মানুষ, ভগবান নই ৷’’

2024 লোকসভা ভোটের আগে মোদি বলেছিলেন, “আমার জন্ম জৈবিক উপায়ে হয়নি । আমাকে ঈশ্বর এই ধরাধামে পাঠিয়েছেন । বিশেষ কোনও উদ্দেশ্যে আমাকে পাঠানো হয়েছে । আমাকে সেই কাজ শেষ করে ফিরে যেতে হবে ৷” প্রধানমন্ত্রীর সেই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছিল । নির্বাচনের মুখে তা হাতিয়ার করে আক্রমণ শানিয়েছিল বিরোধীরাও ৷ যদিও তাতে বিশেষ কাজ হয়নি ৷ তৃতীয়বার ক্ষমতায় ফিরেছে ‘ব্র্যান্ড’ মোদিই ৷

দিল্লিতে বিধানসভা নির্বাচন আসন্ন ৷ আম আদমি পার্টি, কংগ্রেস ও বিজেপির ত্রিমুখী লড়াইয়ে জমজমাট রাজনীতির তখৎ দখলের লড়াই ৷ ভোটপ্রচারে স্বভাবতই আম আদমি পার্টির তীব্র সমালোচনা করছেন প্রধানমন্ত্রী ৷ এবার প্রথম পডকাস্টে দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে মোদি কী বলেন, সেদিকেই তাকিয়ে নেটদুনিয়া ৷

আরও পড়ুন

নয়াদিল্লি, 10 জানুয়ারি: ‘‘আমি ভগবান নই, মানুষ-ই ৷ ভুল আমারও হয় ৷’’ বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁকে দেশের এক অংশের জনগণ শুধু ভগবানের আসনেই বসায়নি, মোদি নিজেও বলেছিলেন, তিনি ভগবানেরই অংশ ৷ পক্ষান্তরে ভগবান ৷ এবার একটি পডকাস্টে প্রধানমন্ত্রী বললেন, তিনি মানুষ, ভগবান নন ৷

তাঁর প্রথম পডকাস্ট রেকর্ড করেছেন নরেন্দ্র মোদি ৷ জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথের সঙ্গে ওই পডকাস্টটি সম্ভবত শুক্রবার প্রকাশিত হবে। তার আগে সামনে এসেছে পডকাস্টটির একটি প্রোমো ৷ 2 মিনিট 13 সেকেন্ডের ওই প্রোমোই এখন নেটদুনিয়ায় ‘ভাইরাল’ ৷ তার কারণ, প্রধানমন্ত্রীর ওই স্বীকারোক্তি ৷ মোদি বলেন, ‘‘গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন আমি একটি ভাষণে অসংবেদনশীল মন্তব্য করেছিলাম ৷ আমার ভুল হয়েছিল ৷ আমিও মানুষ, ভগবান নই ৷’’

2024 লোকসভা ভোটের আগে মোদি বলেছিলেন, “আমার জন্ম জৈবিক উপায়ে হয়নি । আমাকে ঈশ্বর এই ধরাধামে পাঠিয়েছেন । বিশেষ কোনও উদ্দেশ্যে আমাকে পাঠানো হয়েছে । আমাকে সেই কাজ শেষ করে ফিরে যেতে হবে ৷” প্রধানমন্ত্রীর সেই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছিল । নির্বাচনের মুখে তা হাতিয়ার করে আক্রমণ শানিয়েছিল বিরোধীরাও ৷ যদিও তাতে বিশেষ কাজ হয়নি ৷ তৃতীয়বার ক্ষমতায় ফিরেছে ‘ব্র্যান্ড’ মোদিই ৷

দিল্লিতে বিধানসভা নির্বাচন আসন্ন ৷ আম আদমি পার্টি, কংগ্রেস ও বিজেপির ত্রিমুখী লড়াইয়ে জমজমাট রাজনীতির তখৎ দখলের লড়াই ৷ ভোটপ্রচারে স্বভাবতই আম আদমি পার্টির তীব্র সমালোচনা করছেন প্রধানমন্ত্রী ৷ এবার প্রথম পডকাস্টে দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে মোদি কী বলেন, সেদিকেই তাকিয়ে নেটদুনিয়া ৷

আরও পড়ুন

Last Updated : 3 hours ago
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.