কলকাতা, 19 সেপ্টেম্বর: যখনই বিনিয়োগের কথা আসে, প্রথম যে জিনিসটি মাথায় আসে তা হল ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত। কারণ, ফিক্সড ডিপোজিটেরতে টাকা বিনিয়োগ করার অর্থ হল আপনার টাকা নিরাপদ থাকবে এবং আপনি নিশ্চিত বেশি রিটার্ন পাবেন। আপনি যদি ফিক্সড ডিপোজিটের করার কথাও ভাবছেন, সে ক্ষেত্রেও আপনার প্রথমে জেনে রাখতে হবে যে, কোন ব্যাঙ্কে কত হারে সুদ দিচ্ছে । এসবিআই, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কানারা ব্যাঙ্ক, পিএনবি এবং ইয়েস ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে কত হারে সুদ দিচ্ছে, তা জেনে নিন।
SBI ফিক্সড ডিপোজিটের সুদের হার
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ফিক্সড ডিপোজিটে 3.5 শতাংশ থেকে 7.10 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। একই সঙ্গে প্রবীণ নাগরিকদের জন্য 0.50 শতাংশ অতিরিক্ত সুদ দেওয়া হচ্ছে। ব্যাঙ্কের 400 দিনের অমৃত কলশ ফিক্সড ডিপোজিটে আপনাকে 7.10 শতাংশ সুদ দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রবীণ নাগরিকদের 7.60 শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে ।
ICICI ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার
আইসিআইসিআই ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে 3 শতাংশ থেকে 7.25 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ৷ যেখানে প্রবীণ নাগরিকদের 3.5 শতাংশ থেকে 7.8 শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে । ব্যাঙ্ক 15 মাস থেকে 18 মাসের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ 7.25 শতাংশ এবং 7.8 শতাংশ হারে সুদ দিচ্ছে ৷
HDFC ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার
এইচডিএফসি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে 3 শতাংশ থেকে 7.35 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ৷ যেখানে প্রবীণ নাগরিকদের 3.5 শতাংশ থেকে 7.85 শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে। ব্যাঙ্ক 2 বছর 11 মাস থেকে 35 মাস পর্যন্ত সময়ের জন্য সর্বোচ্চ হারে সুদ দেয় ।
কানারা ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের সুদের হার
কানারা ব্যাঙ্ক 7-10 দিনের ফিক্সড ডিপোজিটে 4 শতাংশ থেকে 7.25 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে ৷ যেখানে প্রবীণ নাগরিকদের 4 শতাংশ থেকে 7.75 শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে । 444 দিনের ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদ দেওয়া হচ্ছে এই ব্যাঙ্কে ।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের সুদের হার
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে 3.5 শতাংশ থেকে 7.25 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকরা 4 শতাংশ থেকে 7.75 শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে 400 দিন মেয়াদী ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ সুদ দেওয়া হচ্ছে ।