মুম্বই, 19 সেপ্টেম্বর: প্রখ্যাত সঙ্গীত পরিচালক তথা হিমেশ রেশমিয়ার বাবা, বিপিন রেশমিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 87 বছর ৷ তিনি বুধবার রাত 8.30 নাগাদ মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিরনিদ্রায় গিয়েছেন ৷ কিছুদিন আগেই তিনি শ্বাসজনিত ও বয়সজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া শিল্পীমহলে ৷
জানা গিয়েছে, হাসপাতাল থেকে দেহ বাড়িতে আনা হবে ৷ সেখান থেকে শেষযাত্রা শুরু হবে ৷ জুহুতে সম্পন্ন হবে শেষকৃত্য ৷ প্রখ্যাত সঙ্গীত পরিচালককে শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন বন্ধু, পরিবারের সদস্যরা ছাড়াও ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক মানুষজন ৷
বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে বড় অবদান রয়েছে প্রয়াত বিপিন রেশমিয়ার ৷ তাঁর গান বিভিন্ন সময়ে দর্শক দরবারে সমাদৃত হয়েছে ৷ ট্রাডিশনাল মিউজিকের সঙ্গে কনটেম্পোরারি মিউজিকের মিশ্রণ নিয়ে তিনি তাঁর সঙ্গীত জীবনে নানা পরীক্ষা করেছেন ৷ 2014 সালে মুক্তি পাওয়া 'দ্য এক্সপোজ', 2016 সালে মুক্তি পাওয়া 'তেরা সুরুর', ও 1988 সালে মুক্তি পাওয়া 'ইনসাফ কি জং' উল্লেখ্যযোগ্য ৷
2021 সালে একদা ইন্সটাগ্রামে হিমেশ তাঁর বাবার মুক্তি না পাওয়া বেশ কিছু গান নিয়ে কথা বলেছিলেন ৷ তিনি জানিয়েছিলেন, তাঁর বাবা বেশ কিছু দুর্দান্ত গান তৈরি করেছেন ৷ যে গান গেয়েছিলেন লতা মঙ্গেশকর ও কিশোর কুমার ৷ কিন্তু দুর্ভাগ্যবশত, সেই গান মুক্তি পায়নি ৷ এরপরেই তিনি জানিয়েছিলেন, সেই গান তিনি সামনে আনবেন ৷ শুধু তাই নয়, বাবার সঙ্গে কাজ করতে গিয়েই হিমেশ সঙ্গীত সত্ত্বা সামনে আসে সলমন খানের ৷ এরপরেই ভাইজানের সিনেমা 'প্যায়ার কিয়া তো ডরনা কয়্যা' ছবিতে মিউজিক কম্পোজার হিসাবে জার্নি শুরু করেন হিমেশ রেশমিয়া ৷