ETV Bharat / sports

শতরানে উজ্জ্বল অশ্বিন, বিপর্যয় সামলে ঘরের ছেলের ব্য়াটে ঘুরে দাঁড়াল ভারত - INDIA VS BANGLADESH TEST - INDIA VS BANGLADESH TEST

ASHWIN HITS CENTURY: টপ-অর্ডারের ব্যর্থতার দিনে চিপকে ভারতীয় দলের সাহারা হলেন 'ঘরের ছেলে' রবি অশ্বিন ৷ ষষ্ঠ টেস্ট শতরানে দলকে আইসিইউ থেকে বের করে বসালেন চালকের আসনে ৷ অশ্বিনের সঙ্গী হলেন জাদেজা ৷ দিনের শেষে 102 রানে অপরাজিত দক্ষিণী ব্যাটার ৷ প্রথমদিনের শেষে ভারত 6 উইকেটে 339 ৷

ASHWIN HITS CENTURY
চেন্নাইয়ে শতরান অশ্বিনের (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 19, 2024, 4:58 PM IST

Updated : Sep 19, 2024, 5:27 PM IST

চেন্নাই, 19 সেপ্টেম্বর: বিপর্যয় সামলে চিপকে বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল ভারত ৷ সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিনের ধ্রুপদী শতরান ৷ ঘরের ছেলেকে দারুণ সঙ্গ দিলেন রবীন্দ্র জাদেজাও ৷ রোহিত শর্মা-বিরাট কোহলি-কেএল রাহুলের মত তাবড় ব্য়াটারদের ব্যর্থতার দিনে দলকে সাহারা দিলেন দক্ষিণী ব্যাটার ৷ 108 বল খেলে টেস্ট কেরিয়ারের ষষ্ঠ শতরানটি এদিন পূর্ণ করলেন অশ্বিন ৷ যা অক্সিজেন দিয়ে গেল 144 রানে পাঁচ উইকেট হারানো গৌতম গম্ভীর প্রশিক্ষণাধীন ভারতকে ৷ প্রথমদিনের শেষে ভারতের রান 6 উইকেটে 339 ৷

সপ্তম উইকেটে রবীন্দ্র জাদেজাকে সঙ্গী করে চিপকে এদিন অবিভক্ত 195 রানের জুটি গড়লেন অশ্বিন ৷ দিনের শেষে 102 রানে অপরাজিত তিনি ৷ জাদেজা অপরাজিত 86 রানে ৷ চিপকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের শুরুটা যত দ্রুত সম্ভব ভুলতে চাইবেন ভারতের টপ-অর্ডার ব্য়াটাররা ৷ কোচ হিসেবে লাল বলের ক্রিকেটের শুরুটা ভুলতে চাইবেন গৌতম গম্ভীরও ৷ হাসান মাহমুদের ভয়ঙ্কর স্পেলে মেরিনা বিচের শহরে এদিন প্রায় আইসিইউ'তে চলে গিয়েছিল ভারত ৷ মর্নিং সেশনে 34 রানে 3 উইকেট খোয়ানো দলকে প্রাথমিকভাবে টেনে তোলেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্ত ৷

রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলির পাশাপাশি ঋষভ পন্তকে ফিরিয়ে নায়ক মাহমুদ অবশ্য অশ্বিনকে ফেরানোর ডেলিভারি খুঁজে পেতে ব্যর্থ প্রথমদিন ৷ টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনে 39 রান এল পন্তের ব্যাটে ৷ অর্ধশতরান পূর্ণ করে 56 রানে ফেরেন যশস্বী ৷ দ্বিতীয় সেশনে কেএল রাহুল আউট হওয়ার পর জুটি বাঁধেন অশ্বিন-জাদেজা ৷ এরপর দিনের বাকি সময়টা ভারতের ৷ বাংলাদেশের বিরুদ্ধে সপ্তম উইকেটে ভারতের সর্বাধিক রানের পার্টনারশিপও গড়ে ফেললেন দু'জনে ৷

যে পিচে জুজু দেখেছিল ভারতের টপ-অর্ডার ৷ সেই পিচেই নাজমুল শান্তর বোলারদের শাসন করে গেলেন অশ্বিন-জাদেজা ৷ মাহমুদের 4 উইকেট পাশে একটি করে উইকেট নিলেন নাহিদ রানা ও মেহদি হাসান মিরাজ ৷ কিন্তু লক্ষ্যে অবিচল ছিলেন অশ্বিন ৷ 78 তম ওভারে শাকিব আল হাসানকে মিড-উইকেটে ঠেলে দিয়ে কেরিয়ারের ষষ্ঠ টেস্ট শতরান পূর্ণ করেন অশ্বিন ৷ শতরান পূর্ণ করার পথে অশ্বিন মারেন 10টি চার, 2টি ছয় ৷ 117 বল খেলে 86 রানে অপরাজিত জাদেজাও মারেন সমসংখ্যক চার-ছয় ৷

চেন্নাই, 19 সেপ্টেম্বর: বিপর্যয় সামলে চিপকে বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল ভারত ৷ সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিনের ধ্রুপদী শতরান ৷ ঘরের ছেলেকে দারুণ সঙ্গ দিলেন রবীন্দ্র জাদেজাও ৷ রোহিত শর্মা-বিরাট কোহলি-কেএল রাহুলের মত তাবড় ব্য়াটারদের ব্যর্থতার দিনে দলকে সাহারা দিলেন দক্ষিণী ব্যাটার ৷ 108 বল খেলে টেস্ট কেরিয়ারের ষষ্ঠ শতরানটি এদিন পূর্ণ করলেন অশ্বিন ৷ যা অক্সিজেন দিয়ে গেল 144 রানে পাঁচ উইকেট হারানো গৌতম গম্ভীর প্রশিক্ষণাধীন ভারতকে ৷ প্রথমদিনের শেষে ভারতের রান 6 উইকেটে 339 ৷

সপ্তম উইকেটে রবীন্দ্র জাদেজাকে সঙ্গী করে চিপকে এদিন অবিভক্ত 195 রানের জুটি গড়লেন অশ্বিন ৷ দিনের শেষে 102 রানে অপরাজিত তিনি ৷ জাদেজা অপরাজিত 86 রানে ৷ চিপকে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের শুরুটা যত দ্রুত সম্ভব ভুলতে চাইবেন ভারতের টপ-অর্ডার ব্য়াটাররা ৷ কোচ হিসেবে লাল বলের ক্রিকেটের শুরুটা ভুলতে চাইবেন গৌতম গম্ভীরও ৷ হাসান মাহমুদের ভয়ঙ্কর স্পেলে মেরিনা বিচের শহরে এদিন প্রায় আইসিইউ'তে চলে গিয়েছিল ভারত ৷ মর্নিং সেশনে 34 রানে 3 উইকেট খোয়ানো দলকে প্রাথমিকভাবে টেনে তোলেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্ত ৷

রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলির পাশাপাশি ঋষভ পন্তকে ফিরিয়ে নায়ক মাহমুদ অবশ্য অশ্বিনকে ফেরানোর ডেলিভারি খুঁজে পেতে ব্যর্থ প্রথমদিন ৷ টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনে 39 রান এল পন্তের ব্যাটে ৷ অর্ধশতরান পূর্ণ করে 56 রানে ফেরেন যশস্বী ৷ দ্বিতীয় সেশনে কেএল রাহুল আউট হওয়ার পর জুটি বাঁধেন অশ্বিন-জাদেজা ৷ এরপর দিনের বাকি সময়টা ভারতের ৷ বাংলাদেশের বিরুদ্ধে সপ্তম উইকেটে ভারতের সর্বাধিক রানের পার্টনারশিপও গড়ে ফেললেন দু'জনে ৷

যে পিচে জুজু দেখেছিল ভারতের টপ-অর্ডার ৷ সেই পিচেই নাজমুল শান্তর বোলারদের শাসন করে গেলেন অশ্বিন-জাদেজা ৷ মাহমুদের 4 উইকেট পাশে একটি করে উইকেট নিলেন নাহিদ রানা ও মেহদি হাসান মিরাজ ৷ কিন্তু লক্ষ্যে অবিচল ছিলেন অশ্বিন ৷ 78 তম ওভারে শাকিব আল হাসানকে মিড-উইকেটে ঠেলে দিয়ে কেরিয়ারের ষষ্ঠ টেস্ট শতরান পূর্ণ করেন অশ্বিন ৷ শতরান পূর্ণ করার পথে অশ্বিন মারেন 10টি চার, 2টি ছয় ৷ 117 বল খেলে 86 রানে অপরাজিত জাদেজাও মারেন সমসংখ্যক চার-ছয় ৷

Last Updated : Sep 19, 2024, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.