জলপাইগুড়ি, 19 সেপ্টেম্বর: বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ সেখানেই বান্ধবীর বন্ধুদের দ্বারা গণধর্ষণের শিকার চা বাগানের তরুণী । গ্রেফতার হয়েছে পাঁচ যুবক । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজারের এক চা-বাগানে ।
ঘটনাটি ঘটেছিল গত সোমবার । জানা গিয়েছে, বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে বান্ধবীর বন্ধুদের দ্বারা গণধর্ষণের শিকার হন ওই তরুণী । ঘটনার পর মঙ্গলবার মালবাজার থানায় গোটা ঘটনাটি লিখিত আকারে জানান নির্যাতিতা তরুণী । তাঁর অভিযোগ, সাইলি চা-বাগানের হাটখোলাতে তাঁর বান্ধবীর সঙ্গে দেখা করতে যান । সে সময় নির্যাতিতার বান্ধবী তাঁর বন্ধু সমীর ও রাহুলের সঙ্গে পরিচয় করিয়ে দেয় । সেখানে তাঁর আরও কয়েকজন বন্ধু চলে আসে ৷ তাঁরা নির্যাতিতাকে বিয়ার খেতে দেয় । এরপরেই ওই তরুণী অজ্ঞান হয়ে পড়েন । তারপর 17 তারিখ ভোর চারটের সময় তাঁর জ্ঞান ফেরে । এরপরেই ওই তরুণী বুঝতে পারেন তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে । সেই সঙ্গে তাঁর পকেটে থাকা 18 হাজার টাকা, হাতঘড়ি ও টি-শার্ট নেই । এরপরেই মালবাজার থানায় লিখিত অভিযোগ করেন তিনি । অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল রাতে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে । আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয় ।
মালবাজারের এসডিপিও গায়কোয়াড় নীলেশ শ্রীকান্ত জানান, অভিযোগের পরেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে । জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার উমেশ খাণ্ডবাহালে বলেন, ‘‘নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে আমরা পাঁচজনকে গ্রেফতার করেছি । ধৃতরা হল সমীর পান্না (22), রাহুল কেরকেট্টা (23), সুদেশ ভাগওয়ার (19), সাহিদ তির্কি (24), অনুরাজ বারা (19) । ধৃতরা সবাই রানিচেরা চা বাগানের বাসিন্দা । মালবাজার থানায় মামলা রুজু করা হয়েছে । ধৃতদের বিরুদ্ধে BNS এর 61, 70(1), 303(2), 75(2) ধারায় মামলা রুজু করেছে মালবাজার থানার পুলিশ ।"