কলকাতা, 20 ডিসেম্বর: শুক্রবারের রাত কাঁপাতে শহরে উপস্থিত জনপ্রিয় সঙ্গীতশিল্পী তথা সঙ্গীত পরিচালক বি প্রাক। এদিন সকালেই কলকাতায় পা রাখেন তিনি। সন্ধে 6টায় পিসি চন্দ্র গার্ডেনে গান গাইবেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তথা পরিচালক।
আসল নাম প্রতীক বচ্চন। পাঞ্জাবি ও হিন্দি গানে নিজের জায়গা বুঝিয়ে দিয়েছেন তিনি। প্রাকের বাবা ভারিন্দর বচ্চনও একজন পাঞ্জাবী সঙ্গীত প্রযোজক এবং সঙ্গীতজ্ঞ। 2012 সালে প্রাক গীতিকার জনির সঙ্গে দেখা করেন এবং 'বি প্রাক' নামে তাঁর সহযোগী হিসেবে কাজ শুরু করেন। 2013 সালে, তিনি তাঁর প্রথম গান 'সোচ' নিয়ে আসেন শ্রোতার দরবারে। যা হার্ডি সান্ধুর গাওয়া এবং সুর বি প্রাকের।
কলকাতায় বি প্রাক (ইটিভি ভারত) 2020 সালে, তিনি 'কুছ ভি হো যায়ে', 'বেশারাম বেওয়াফা', 'কিয়ন' এবং 'বারস বারস'- এর মতো ট্র্যাকগুলি নিয়ে আসেন এবং তিনি অ্যামি ভির্কের চলচ্চিত্র 'সুফনা'র জন্য গান বাঁধেন। কয়েকটি গানও পরিবেশন করেন এই ছবিতে। তবে লোকের মুখে শিল্পীর নাম ছড়িয়ে পড়ে যখন 'শেরশাহ' ছবির 'মন ভরেয়া' গান সামনে আসে ৷ প্রাকের অনবদ্য ও জোরালো স্বর মানুষের মনে ছাপ ফেলে ৷
2021 সালের গোড়ার দিকে, তিনি 'মাজা' এবং একই বছরে, মিউজিক ভিডিওতে নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং সুনন্দা শর্মার সঙ্গে 'জানি' এবং 'বারিশ কি জায়ে' প্রকাশ করেন তিনি। 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 'তেরি মিট্টি' গানটির জন্য সেরা মেল প্লেব্যাক সিঙ্গার হিসেবে জাতীয় পুরস্কার জিতেছিলেন প্রাক। 2021 সালের জুলাই মাসে, তিনি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানি অভিনীত 'শেরশাহ' ছবিতে জন্য 'রাঁঝা' গানটিও গেয়েছিলেন।
এহেন প্রাক এবার মন মাতাবেন কলকাতাবাসীর। সকাল সকাল ভালোবাসার শহরে হাজির হয়েছেন তিনি। 'কলকাতা ওডিসি'' শীর্ষক অনুষ্ঠানে শীতের শহর মাতাবেন তিনি।