মুম্বই, 29 অগস্ট:বাঁধ ভেঙেছে ধৈর্য্যের ৷ আরজি কর কাণ্ডে নির্যাতিতা এখন সুবিচার পাননি ৷ কবে দোষীরা শাস্তি পাবে এবার সেই প্রশ্ন তুললেন অরিজিৎ সিং ৷ রাজপথে না নামলেও গানে গানে জানালেন প্রতিবাদ ৷ পাশাপাশি, সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন, এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য ৷
'জমছে এক পাহাড়, অসহ্য অবিচার'- প্রতিবাদী স্বর অরিজিতের কণ্ঠে - Arijit Singh releases Aar Kobe Song - ARIJIT SINGH RELEASES AAR KOBE SONG
Arijit Singh on Kolkata Doctor Rape and Murder Protest: আরজি কর কাণ্ডে প্রতিবাদে পথে নামেননি অরিজিৎ সিং ৷ তবে গানে গানে ফুটিয়ে তুললেন প্রতিবাদের ভাষা ৷ সুবিচার কবে পাওয়া যাবে প্রশ্ন তুললেন অরিজিৎও ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল শিল্পীর এই গান শুনেছেন ?
By ETV Bharat Entertainment Team
Published : Aug 29, 2024, 3:58 PM IST
বৃহস্পতিবার অরিজিৎ সিং এক্স হ্যান্ডেলে (টুইটার) ও ইউটিউবে আর কবে গান শেয়ার করেছন ৷ ইউটিউবে ডেসক্রিপশন সেকশনে তিনি লেখেন, "9 অগস্ট রাতে আর জি করের ঘটনা দেশকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে ৷ ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে ঘুনের ঘটনায় বিচারের দাবি উঠেছে দেশজুড়ে ৷ এই গান আসলে বিচারের জন্য কান্না ৷ সেই সকল মহিলাদের উদ্দেশ্যে যাঁরা নিঃশব্দে নির্যাতন সহ্য করে চলেছেন ৷ এই গান পরিবর্তনের দাবিতে ৷ এই গান অভয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ৷ এই গান শুধুমাত্র প্রতিবাদী গান ভাবলে ভুল করা হবে ৷ সুবিচার চেয়ে লড়াইয়ের গান ৷"
তিনি আরও লেখেন, "এটা সকলকে মনে করিয়ে দেওয়া যে নারীদের সুরক্ষা এবং মর্যাদার জন্য আমাদের লড়াই এখনও শেষ হয়নি। আমরা যখন গান গাই, আমরা তাঁদের অক্লান্ত পরিশ্রমের কথা মনে রাখি যারা সামনের সারিতে আছেন—আমাদের ডাক্তার, আমাদের সাংবাদিক এবং আমাদের ছাত্ররা যারা শুধু সম্মান নয়, সুরক্ষা পাওয়ার অধিকার রাখেন ৷ আমাদের সঙ্গে প্রতিবাদে গলার স্বর মেলান ৷ এই গান হয়ে উঠুক আশাল আলো ৷ হয়ে উঠুক ন্যায়বিচার পাওযার আর্জি ৷ এই গান হয়ে উঠুক পরিবর্তনের স্বর ৷ যাতে যে এই ধরনের ট্র্যাজেডি আর কখনও না ঘটে।" 'আর কবে'- গানের শুরুতে জাতীয় পুরস্কারজয়ী শিল্পী তাঁর গুরু বা শিক্ষকদের শ্রদ্ধা জানিয়েছেন ৷ যেখানে রয়েছেন শিল্পীর মা, মাস্টারমশাই ও দিদা ৷