কলকাতা, 22 ডিসেম্বর: 'বেলাশুরু'র পর বেশ অনেক দিনের বিরতি । ফের শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের সঙ্গে কাজ করলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য । এক মায়ের চরিত্রে অভিনয় করলেন তিনি । আছে তাঁর একটি কন্যাসন্তান । ইতিমধ্যেই হাজির হয়েছে অপরাজিতা এবং অহনার সেই অভিনয় ।
আসলে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় একটি বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গিয়েছে অপরাজিতা এবং ছোট্ট অহনাকে । এ বিষয়ে অপরাজিতা আঢ্য বলেন, "উইন্ডোজের সঙ্গে কাজ মানেই আমার জীবনের গেম চেঞ্জ হচ্ছে । আমার সময় ঘুরতে চলেছে । পুজোর পর থেকে এ বছরের শেষটা আমার ভালো যাচ্ছিল না । এরপরে শিব (শিবপ্রসাদ) এবং নন্দিতাদি'র সঙ্গে আমার এই কাজ । ভালোর অপেক্ষায় আছি ।"
অভিনেত্রী এ দিন আরও বলেন, "উইন্ডোজের সঙ্গে কাজ করলে আমার নিজেকে কুইন মনে হয় । ওরা এতটাই খাতির করে আমাকে ।" অপরাজিতা আঢ্যের ভূয়সী প্রশংসা করতে শোনা গেল পরিচালক নন্দিতা রায়কেও ৷ তাঁর কথায়, "অপার মুখের মধ্যেই মাতৃত্বভাব রয়েছে । ওঁকে দিয়ে এমন কাজ করানো কোনও কঠিন ব্যাপারই নয় । এই কাজটা করে আমাদেরও ভালো লাগল । কারণ পারিবারিক টান এখানে রয়েছে । আর উইন্ডোজ যে ছবিই বানায় সেখানে পারিবারিক বন্ধন থাকে । ছবির শেষে সকলের সঙ্গে সকলের মিল থাকে । এই বিজ্ঞাপনের গল্পেও সেরকমই কিছু আছে ।"
অন্যদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, "অপা আর আমার কাজের শুরুটা এক সময়েই । অপার সঙ্গে শুধু কাজের জন্য বন্ধুত্ব নয় । স্পেশাল বন্ধুত্ব আছে । ওঁর সঙ্গে অটুট বন্ধন আমাদের ।"
প্রসঙ্গত, উইন্ডোজের প্রযোজনায় 'ফাটাফাটি' ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের কথা ছিল অপরাজিতা আঢ্যর । কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি । সেই ছবির পরিচালক ছিলেন অরিত্র মুখোপাধ্যায় । তাই তিনি কাকে নেবেন সেই ব্যাপারে তাঁকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল উইন্ডোজ । সেই সূত্রে অপরাজিতা আঢ্যর 'ফাটাফাটি'তে কাজ করা হয়নি । তবে 'প্রাক্তন' থেকে শুরু করে 'বেলাশেষে' ও 'বেলাশুরু', উইন্ডোজের সব ছবিতেই ছিলেন অপরাজিতা আঢ্য ।