কলকাতা, 22 ডিসেম্বর: শীতকাল মানেই দিকে দিকে নানা ধরনের অনুষ্ঠান । শহর কলকাতা ইতিমধ্যেই সেজে উঠেছে বড়দিনের সাজে । পাশাপাশি রয়েছে পৌষ পার্বণ উৎসব । এরই মাঝে এক শীতের সন্ধ্যায় কলকাতার মানুষকে সুরের জাদুতে ভরিয়ে দিলেন সঙ্গীতশিল্পী তথা সুরকার বি প্রাক ।
রবিবার পিসি চন্দ্র গার্ডেনে (গোল্ড একরস) আয়োজিত এক জমজমাট অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন তিনিই । 'কলকাতা ওডিসি' শীর্ষক এই অনুষ্ঠান শুধুমাত্র একটি পারফরম্যান্স নয়, বরং সেখানে ছিল কলকাতার প্রতি শ্রদ্ধা নিবেদন । এই শহরে এসে বি প্রাক মহানগরীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ।
বি প্রাক এদিন শোনাতে ভোলেননি 'অ্যানিমাল' ছবির গান 'ম্যায় কিসি অর কা হুঁ ফিলহাল', 'রাব ভি খেল হ্যায় খেলে রোজ লাগাভে মেলে' এবং সাম্প্রতিক চার্টবাস্টার 'সারি দুনিয়া জালা দেঙ্গে'। এ ছাড়াও গানের তালিকায় ছিল বি প্রাকের নিজস্ব আরও গান । পিসি চন্দ্র গার্ডেনে এদিন মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো । শিল্পীর কাছে আসতে থাকে একের পর এক অনুরোধ । সবার অনুরোধ রেখেছেন জনপ্রিয় শিল্পী । বি প্রাকের গানের তালে মেতে ওঠেন উপস্থিত দর্শকেরা । গান, বাজনা এবং আলোর রোশনাইতে এক অন্য চেহারা নিয়েছিল পিসি চন্দ্র গার্ডেন ।
আয়োজক প্রণব জয়সওয়াল বলেন, "বি প্রাকের জন্য এত মানুষের ভিড় দেখে আমরা অভিভূত । 'কলকাতা ওডিসি' আমাদের জন্য একটি স্বপ্ন ছিল । আর সেটাকে সফল করার নেপথ্যে যাঁদের অবদান, তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল । 'কলকাতা ওডিসি' শুধুমাত্র বি প্রাকের অসাধারণ প্রতিভাই তুলে ধরেনি, বরং মানুষকে একত্রিত করতে, তাঁদের স্মৃতি তৈরি করতে এবং কলকাতার সমৃদ্ধ ঐতিহ্যকে সম্মান জানানোর পথ হিসেবে কাজ করেছে।"