পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

অস্কারজয়ী সুরকার এআর রহমানের 29 বছরের দাম্পত্য জীবনে ইতি - AR RAHMAN SAIRA BANU SEPARATING

অস্কার বিজয়ী সুরকার এআর রহমান ও স্ত্রী সায়রা বানুর 29 বছরের দাম্পত্য জীবনের ইতি ! এমনটাই জানিয়েছেন সায়রা বানুর আইনজীবী ৷

AR Rahman Wife Saira Banu Separating
এআর রহমান ও স্ত্রী সায়রা বানু (ফাইল চিত্র, পিটিআই)

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2024, 8:01 AM IST

চেন্নাই, 20 নভেম্বর: প্রখ্যাত সঙ্গীত শিল্পী এআর রহমান ও স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদ ৷ 29 বছরের দাম্পত্য জীবনে ইতি ৷ এমনটাই জানিয়েছেন রহমানের স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ ৷ খাদিজা, রহিমা ও আমীন নামে এই দম্পতির তিনটি সন্তান রয়েছে ৷

"বিয়ের অনেক বছর পর, মিসেস সায়রা তাঁর স্বামী এ আর রহমানের থেকে আলাদা হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন । মানসিক চাপের কারণে তাঁদের সম্পর্কের মধ্যে বিচ্ছেদের এই সিদ্ধান্ত বলেও জানিয়েছেন সায়রা । একে অপরের প্রতি গভীর ভালোবাসা সত্ত্বেও দম্পতি মনে করছেন যে, অসুবিধা তাঁদের মধ্যে একটি অপ্রতিরোধ্য ব্যবধান তৈরি হয়েছে, যা এই সময়ে কোনও ভাবেই কেউ পূরণ করতে সক্ষম নয় ৷" এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন সায়রার আইনজীবী বন্দনা শাহ ।

সায়রা বানুর আইনজীবী আরও জানিয়েছেন, দীর্ঘ তিক্ততাই এই বিচ্ছেদের কারণ । উভয় পক্ষই আপ্রাণ চেষ্টা করলেও তা মেটানো সম্ভব হয়নি ৷ ফলে দীর্ঘ দাম্পত্যের পর এই সিদ্ধান্ত নিতে যথেষ্ট কষ্ট হয়েছে সায়রার । একইসঙ্গে আইনজীবীর মাধ্যমে সায়রার অনুরোধ, এই মুহূর্তে বিষয়টি নিয়ে কেউ যেন তাঁকে বিব্রত না করেন । তিনি মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন । কারণ, দীর্ঘ দাম্পত্য জীবনে ইতি টানা সহজ নয় ।

মঙ্গলবার গভীর রাতে এক্স পোস্টে এআর রহমান লেখেন, "আমরা 30 বছরে পৌঁছনোর আশা করেছিলাম ৷ কিন্তু সবকিছুই মনে হয়, একটি অদেখা সমাপ্তি বহন করে ৷ এমনকি ভগ্নহৃদয়ের ভারে ভগবানের সিংহাসনও কেঁপে উঠতে পারে ৷ তবুও এই ছিন্নভিন্নতায় আমরা অর্থ খুঁজছি ৷ যদিও সেগুলি আমাদের বন্ধুদের কাছে আবার জায়গা খুঁজে পাবে না ৷ আমরা এই ভঙ্গুর অধ্যায়ের মধ্য দিয়ে চলার সময় আপনার দয়ার জন্য এবং আমাদের গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের ধন্যবাদ।"

ABOUT THE AUTHOR

...view details