মুম্বই, 13 নভেম্বর: রিল লাইফের মতো রিয়েল লাইফেও মাকে সহ্য করতে পারছে না কন্যা সন্তান ৷ 'অনুপমা' ধারাবাহিকে এমন দৃশ্য প্রায় সময়ই দেখা গিয়েছে ৷ ছোটপর্দার সেই চিত্রনাট্য এবার রূপালি গঙ্গোপাধ্যায়ের জীবনে ৷ 'অনুপমা' খ্যাত তারকা রূপালির বিরুদ্ধে সোশাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য করেন সৎ-মেয়ে ইশা ভার্মা ৷
বেশ কিছুদিন ধরেই সৎ মাকে নিয়ে সরব ইশা ৷ তাঁর সঙ্গে থাকা যায় না বলেও মন্তব্য করেছিলেন তিনি ৷ এরপর সেই পর্যায় আরও বেড়ে যায় ৷ তখন আর চুপ থাকেন না রূপালি ৷ 50 কোটি টাকার মানহানি মামলা করেন তিনি ৷ এরপরেই সৎ মেয়ে ইশা সামাজিক মাধ্যম থেকে সমস্ত রকম অবমাননাকর পোস্ট সরিয়ে দিয়েছেন ৷ নৈতিক জয় বলে দাবি করেছেন রূপালির আইনজীবী সানা রইস ৷
রূপালির আইনজীবী সানা রইস খানের নেতৃত্বে আইনি হস্তক্ষেপ নেওয়া হয় ৷ সৎ মেয়ের করা পোস্ট ডিলিট হতেই খুশি সানা ৷ সোমবার 'অনুপমা' অভিনেত্রী ইশাকে 50 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠান। এরপরে, ভার্মা অবমাননাকর ভিডিয়ো সরিয়ে দেন ৷ যে ভিডিয়োতে তিনি অভিযোগ করেছিলেন সৎ মা রূপালির আশেপাশে থাকলে তিনি নিরাপদ অনুভব করেন না ৷ এমনকী, নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও প্রাইভেট করে নিয়েছেন ইশা ৷
এই বিষয়ে রূপালি গঙ্গোপাধ্যায়ের আইনজীবী সানা রইস খান বলেন, "আইনি নোটিশের পর মানহানিকর পোস্ট অপসারণ সত্যের জয়।" সানা আইএএনএসকে বলেছেন, "তার সৎ-কন্যা আমাদের আইনি নোটিশের পরে মানহানিকর পোস্টগুলি সরিয়ে দিয়েছেন এবং তাঁর টুইটার অ্যাকাউন্টও মুছে দিয়েছেন, যা আমরা ন্যায়বিচারের দিক থেকে অর্থপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখছি।"