পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

সোনার পদক এল 'কাবুলিওয়ালা'র 'মিনি' অনুমেঘার ঘরে - Anumegha Kahali - ANUMEGHA KAHALI

Child Actress Anumegha Kahali: 'বোধিসত্বর বোধবুদ্ধি', 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে সকলের মন জয় করে নিয়েছিল খুদে অভিনেত্রী অনুমেঘা কাহালি। নজর কাড়ে 'কাবুলিওয়ালা' ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গেও ৷ অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও পরিবারের মুখ উজ্জ্বল করল অনুমেঘা কাহালি ৷

Child Actress Anumegha Kahali
পড়াশোনায় সোনা জিতল অনুমেঘা কাহালি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 7:44 PM IST

কলকাতা, 2 জুলাই: টেলি সিনে অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা শিশু শিল্পী হিসেবে আগেই পুরস্কার পেয়েছে ৷ এবার পড়াশোনাতেও ছক্কা হাঁকাল 'কাবুলিওয়ালা' খ্যাত খুদে অভিনেত্রী অনুমেঘা কাহালি । সুমন ঘোষ পরিচালিত 'কাবুলিওয়ালা' অর্থাৎ মিঠুন চক্রবর্তীর 'মিনি' হয়েছিল সে । শুধু অভিনয়েই নয়, লেখাপড়াতেও যথেষ্ট মন তার । সায়েন্স অলিম্পিয়াডে সোনার পদক জিতে পরিবারের মুখ উজ্জ্বল করেছে তৃতীয় শ্রেণির ছাত্রী অনুমেঘা ৷

অনুমেঘার মা ঋতুপর্ণা কাহালির সঙ্গে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, "অনুমেঘা এখন ক্লাস থ্রি-তে পড়ে । গোল্ড মেডেলটা ওর ক্লাস টু-এর । গত চার মাস স্কুলে কম যাওয়ায় মেডেল আর সার্টিফিকেট এখন হাতে পেয়েছে ৷ সায়েন্স ছাড়াও জেনারেল নলেজ আর ইংরেজিতে ভালো নম্বর পেয়েছে অনুমেঘা ৷"

তিনি আরও বলেন, "লেখাপড়ার প্রতি নজর আছে অনুমেঘার। ওদের স্কুল অনেকটা রেডি করিয়ে দেয়। তাতে যারা অভিনয় বা খেলাধুলার সঙ্গে যুক্ত তাদের সুবিধাই হয়। সবে 'হরগৌরী পাইস হোটেল'-এর শুটিং শেষ হল । শুটিং চলাকালীন আমি বই নিয়ে যেতাম । সিনের ফাঁকে পড়ে নিত । আমি যেটুকু বলি সেটুকু করে নেয় । স্কুলের পেন্ডিং কাজ সিনের ফাঁকে করে নেয় । ক্লাস টেস্টে 20-তে 20 পেতে হবে সেটা মাথায় ঢুকে গিয়েছে । তবে, বড় হয়ে যেদিকে নজর যাবে সেদিকেই আমি যেতে বলব । কোনও জোর আমি করব না । ফার্স্ট হতেই হবে কিংবা বড় অভিনেত্রী হতেই হবে তেমন কোনও জোর আমি দেব না।"

জানা গিয়েছে, স্কুল লেভেল সায়েন্স অলিম্পিয়াডে তার ইন্টারন্যাশনাল র‍্যাঙ্ক 88, রিজিওনাল র‍্যাঙ্ক 74, জোনাল র‍্যাঙ্ক 52, স্কুলের র‍্যাঙ্ক 4। আর তাই সোনা এসেছে অনুমেঘার ঘরে । উল্লেখ্য, গতবছরই মুক্তি পেয়েছে মিঠুন চক্রবর্তীর 'কাবুলিওয়ালা' ৷ মিনির ভূমিকায় দর্শকদের মন জয় করে নেয় খুদে অনুমেঘা ৷ পাশাপাশি, সে বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ । 'মিঠাই' থেকে শুরু করে 'বোধিসত্বর বোধবুদ্ধি', 'হরগৌরী পাইস হোটেল' সব জায়গাতেই দর্শকের মন কেড়েছে একরত্তি মেয়ে ।

ABOUT THE AUTHOR

...view details