ওয়াশিংটন, 21 মার্চ: অরুণাচল প্রদেশকে ভারতীয় ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে আমেরিকা ৷ পাশাপাশি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে তার আঞ্চলিক দাবিকে এগিয়ে নেওয়ার জন্য চিনের যেকোনো একতরফা প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে জো বাইডেনের সরকার । এমনটাই জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অরুণাচল প্রদেশে সফর গিয়েছিলেন ৷ সেখানে উন্নয়নমূলক বেশকিছু প্রকল্পের উদ্বোধনও করেন তিনি ৷ অরুণাচল প্রদেশে মোদির এই সফরের পরেই চিনের সেনা ফের উত্তর-পূর্ব এই রাজ্যকে নিজেদের বলে দাবি করে ৷ তাদের সেই দাবির পরেই কয়েকদিন আগে বাইডেন প্রশাসনের আধিকারিকের বিবৃতি সামনে আসে ৷ যেখানে অরুণাচল প্রদেশকে ভারতের ভূখণ্ডের অংশ হিসাবে স্পষ্ট করা হয়েছে ৷
চলতি সপ্তাহের শুরুর দিকে চিনা প্রতিরক্ষা মন্ত্রকের তরফে অরুণাচল প্রদেশকে তাদের ভূখণ্ডের অংশ হিসাবে দাবি করা হয় ৷ তারা ভারতীয় ওই রাজ্যকে জাংনান-চিনের ভূখণ্ডের অন্তর্নিহিত অংশ হিসাবে অভিহিত করে ৷ চিনের মন্ত্রকের তরফে বলা হয়, বেইজিং অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের অবৈধ দাবিকে কখনোই মানে না এবং এবং দৃঢ়তার সঙ্গে এর বিরোধিতা করে ৷ 15 মার্চ চিনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ঝাং জিয়াওগাং বলেছেন, "জাংনান হল চিনের অন্তর্নিহিত অঞ্চল এবং চিন কখনই তথাকথিত 'অরুণাচল প্রদেশ'-এর উপর ভারতের অবৈধ দাবিকে স্বীকৃতি দেয় না এবং দৃঢ়ভাবে এর বিরোধিতা করে ।"